কমপিউটার ব্যবহারের কলা-কৌশল পরিবর্তন চলছে দারুণ গতিতে। মাউস আর কী-বোর্ড ব্যবহারের গতানুগতিক ঢং পাল্টাবার চেষ্টা করছেন বিজ্ঞানীরা, তৈরি করেছেন কণ্ঠস্বর-নির্ভর কমপিউটার। তাতেও কিন্তু থেমে নেই প্রযুক্তির অগ্রযাত্রা, পেশীর সঙ্কোচন-প্রসারণ, চোখের নাড়াচাড়া কিংবা শুধু চিন্তার মাধ্যমেই কমপিউটার চালাবার গবেষণা চলছে। কমপিউটার ব্যবহারের বিকল্প পন্থা উদ্ভাবনে এ পর্যন্ত কী হয়েছে, কী হচ্ছে আর কী হতে পারে তা নিয়ে প্রবন্ধটি।