লেখক পরিচিতি
লেখকের নাম:
হাসান শহীদ ফেরদৌস
মোট লেখা:৫০
লেখা সম্পর্কিত
তথ্যসূত্র:
প্রচ্ছদ প্রতিবেদন
সিডি পাবলিশিং
এক চমকপ্রদ শিল্প সিডি-রম পাবলিশিং৷ খুব অল্প সময়ের মধ্যে বিশ্বব্যাপী তুমুল আলোড়ন সৃষ্টি করেছে এ শিল্প৷ শুধু প্রযুক্তিগত উত্কর্ষতার কারনেই নয়-অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের উপায় হিসাবেও৷ আনন্দের কথা এ শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজন নেই লাখ ডলার বিনিয়োগের কিংবা জটিল কোন প্রযুক্তি৷ উন্নতমানের কমপিউটার সিডি-রেকর্ডেবল ড্রাইভ আর সহায়ক কিছু সফটওয়্যারের সাহায্যে গড়ে তোলা যায় সিডি পাবলিশিং শিল্প৷ আয় করা যায় হাজার হাজার ডলার৷ সম্প্রতি সিডি রেকর্ডেবল ড্রাইভ এবং সফটওয়্যারের মূল্য নাটকীয়ভাবে কমে যাওয়ায় বিপুল আয়ের উত্স হিসাবে এ শিল্প সারা বিশ্বে ব্যাপক আকারে বিস্তার লাভ করতে যাচ্ছে৷ প্রযুক্তির জগতে শুরু হয়েছে নতুন এক বিপ্লব৷ এ বিপ্লবে অংশ নেয়ার সব সামর্থ্য রয়েছে আমাদের৷ তবে কেনো এ নিরবতা? দেশে এ শিল্প ব্যাপক ভাবে গড়ে তুলে আমরাও অর্জন করতে পারি কাঙ্থিত অর্থনৈতিক সাফল্য৷ কিভাবে গড়ে তোলা যাবে এ শিল্প? শুরুতে বিবেচনায় আনতে হবে কোন বিষয়গুলো? এ সম্পর্কে সরল দিক নির্দেশনা দিয়ে এবারের প্রচ্ছদ প্রতিবেদনটি তৈরি করেছেন মোহাম্মদ শহীদ৷