লেখক পরিচিতি
লেখকের নাম:
মুহাম্মদ শামীমুজ্জামান
মোট লেখা:১০
লেখা সম্পর্কিত
লেখার ধরণ:
কমপিউটার->বাংলা ভাষা
তথ্যসূত্র:
প্রচ্ছদ প্রতিবেদন
কমপিউটার ও বাংলা ভাষা
বাংলাদেশের কমপিউটারের ব্যাপক প্রচলন হবারও অনেক আগে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ধীমান গবেষকদের মাধ্যমে কমপিউটার ও বাংলাভাষা বিষয়ক গবেষণা কার্যক্রম শুরু হয় অনেকটা অলক্ষ্যেই৷ ১৯৮২ থেকে শুরু করে ১৯৯৬ এই চৌদ্দ বছরে সম্পাদিত গবেষণার সংখ্যা প্রায় শতাধিক৷ খবরটি আমাদের সবার জন্যে অত্যন্ত চমকপ্রদ এবং বিস্ময়করও বটে৷ পর্যাপ্ত যন্ত্রপাতি ও অর্থায়নের অপ্রতুলতার মধ্যে ও এদেশের বিশ্ববিদ্যালয়সমুহের গবেষণা পাগল এবং নিবেদিত প্রাণ কিছু শিক্ষক ও ছাত্রের নিরলস এই প্রয়াস অত্যন্ত প্রশংসাযোগ্য৷ বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে কমপিউটার ও বাংলা ভাষা বিষয়ক উচ্চ পর্যায়ের এই গবেষণাসমূহের সূচনা, স্বরূপ, প্রয়োগ ও ভবিষ্যৎ নিয়ে তথ্যবহুল এবারের প্রচ্ছদ প্রবন্ধটি লিখেছেন মুহাম্মদ শামীমুজ্জামান৷