কৃষিই বাংলাদেশের অর্থনৈতির মূল ভিত্তি৷ উর্বর ভূমি, উপযোগী আবহাওয়া এবং কৃষি নির্ভর দেশ হিসেবে অতীত কাল থেকেই বিশ্বে পরিচিতি লাভ করেছে বাংলাদেশ৷ দুঃখজনক হলেও সত্য প্রযুক্তির যথার্থ ব্যবহার না করার ফলে বাংলাদেশের কৃষি উন্নয়ন পদে পদে বিঘ্নিত হচ্ছে৷ মান্ধাতার আমলের কৃষি ব্যবস্থায় প্রযুক্তিগত কোন পরিবর্তন না আসায় জমির উর্বরতা কমেছে, কৃষকের অধিক শ্রম ব্যয় হচ্ছে এবং উত্পাদন কমে যাচ্ছে ব্যাপক হারে৷ অথচ বিশ্বের অনেক দেশ কৃষি ব্যবস্থায় তথ্যযুক্তি তথা কমপিউটার ব্যবহার করে উন্নয়নের নতুন ধারা সৃষ্টি করেছে৷ সম্প্রতি বাংলাদেশে কৃষির বিভিন্ন ক্ষেত্রেও কমপিউটার এবং কমপিউটার সংশ্লিষ্ট প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে৷ এ শুভ সূচনা কোথায় কিভাবে কতটুকু হয়েছে এবং সর্বোপরি বাংলাদেশের কৃষি উন্নয়নে কিভাবে কমপিউটার ব্যবহার হতে পারে কারা এই উদ্যোগে কি ভূমিকা রাখতে পারেন সে সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সন্নিবিষ্ট করে প্রচ্ছদ নিবন্ধটি লিখেছেন নাদিম আহমেদ৷