মহাকাশ বিজ্ঞানে কমপিউটারের ব্যবহার শুরু হয়েছে মুলত ১৯৭০ সালের দিকে৷ মাইক্রোইলেকট্রনিক্স রিসার্চ, ডিজাইন, এফইএম প্রভৃতি ব্যবহারিক নানান প্রয়োগে মহাকাশ শিল্পের স্বপ্ন এগিয়ে চলেছে দুর্বার গতিতে৷ সে সম্পর্কে কিছুটা আলোকপাত করা হয়েছে এ লেখায়৷ তৈরি করেছেন মো: মতিউর রহমান হিরা৷