মডেম এমনই এক যন্ত্র, যা দিয়ে টেলিফোন লাইন ব্যবহার করে এক কমপিউটার তথ্য বিনিময় করতে পারে অন্য কমপিউটারের সাথে৷ মডেম কত ধরনের হতে পারে, কিনতে গেলে কী কী দিকে খেয়াল রাখা দরকার, এবং কারেকশন কী করে হয়, ডাটা কম্প্রেসের জন্যেই বা কেমন মানদণ্ড হওয়া উচিৎ এসব দিক তুলে ধরে লেখাটি তৈরি করেছেন মো: সাঈদ হাসান৷