মাইক্রোসফটের ‘অফিস প্রেজেনটেশন’ গ্রুপের একটি চমত্কার সফটওয়ার হলো পাওয়ারপয়েণ্ট৷ বাণিজ্যিক প্রতিষ্ঠানের পণ্যদ্রব্যের প্রচার কিংবা প্রতিষ্ঠানের কর্মকাণ্ড বিজ্ঞাপিত করার একটি সুন্দর মাধ্যম হলো এই পাওয়ারপয়েন্ট৷ পাওয়ারপয়েন্টের গ্রাফিক্স ও টেক্সট টুল এবং ক্লিপ আর্ট লাইব্রেরীর সাহায্যে কিভাবে তথ্যের দৃষ্টিনন্দন উপস্থাপন তৈরি করা যায় সে বিষয়ে ব্যবহার উপযোগী এই প্রবন্ধটি লিখেছেন আশফাক হায়াত খান উপল ও সারওয়ার আমীন৷