• ভাষা:
  • English
  • বাংলা
হোম > আলোচিত কয়েকটি ইনস্ট্যান্ট ম্যাসেঞ্জার
লেখক পরিচিতি
লেখকের নাম: মোহাম্মদ ইশতিয়াক জাহান
ইমেইল:rony446@yahoo.com:
মোট লেখা:৮৮
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০০৮ - মে
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
ইন্টারনেট
তথ্যসূত্র:
ইন্টারনেট
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
আলোচিত কয়েকটি ইনস্ট্যান্ট ম্যাসেঞ্জার

বর্তমান যুগকে প্রযুক্তির যুগ বলা হয়৷ প্রযুক্তি আমাদের জীবনধারণকে অনেক সহজ করে দিয়েছে৷ দূরদূরান্তে যারা বসবাস করেন তাদের যোগাযোগকে সহজ করে দিয়েছে ইন্টারনেট৷ ইন্টারনেটে যোগাযোগের মাধ্যম হচ্ছে ই-মেইল অথবা অনলাইন চ্যাটিং৷ ই-মেইল করে যেমন একজন অন্যজনের সাথে যোগাযোগ স্থাপন করতে পারেন, ঠিক তেমনই চ্যাটিংয়ের মাধ্যমে যোগাযোগ করা যায়৷ তবে চ্যাটিংয়ের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে লাইভ বা ইনস্ট্যান্ট চ্যাট করা৷ টেক্সট চ্যাট, ভয়েস চ্যাট, ওয়েব ক্যাম চ্যাটসহ নানা ধরনের সুবিধা পাওয়া যায় এই চ্যাটিংয়ের সময়৷ চ্যাট করার জন্য দরকার চ্যাটিং সফটওয়্যার৷ এই সফটওয়্যার দিয়ে চ্যাটিংয়ের পাশাপাশি প্রয়োজনীয় ফাইল এবং ছবিও আদানপ্রদান করা যায়৷ অনলাইনে বেশ কিছু ইনস্ট্যান্ট মেসেঞ্জার ফ্রি পাওয়া যায়৷ এর মধ্যে ইয়াহু মেসেঞ্জার, এমএসএন মেসেঞ্জার বা উইন্ডোজ লাইভ মেসেঞ্জার, গুগলটক, পালটকসহ নানা ধরনের মেসেঞ্জার পাওয়া যায়৷ কমপিউটারের এই সংখ্যাতে বেশ কিছু ইনস্ট্যান্ট মেসেঞ্জার নিয়ে আলোচনা করা হয়েছে৷

এমএসএন বা উইন্ডোজ লাইভ মেসেঞ্জার



এমএসএন-এর নতুন ভার্সন উইন্ডোজ লাইভ মেসেঞ্জার হিসেবে পরিচিতি লাভ করেছে৷ উইন্ডোজ লাইভ মেসেঞ্জারের নতুন ভার্সনটি নেটে পাওয়া যাচ্ছে৷ মেসেঞ্জারে লগইন করার জন্য প্রথমে আপনাকে সাইনআপ করতে হবে৷ এমএসএন ডট কম, উইন্ডোজ লাইভ ডট কম, হটমেইল ডট কম এই সব সাইট থেকে ইউজার আইডি তৈরি করতে পারেন৷ এই সব সাইটের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগইন করতে হবে৷ উইন্ডোজ লাইভ মেসেঞ্জার বেশ কিছু সুবিধা প্রদান করছে তা নিচে আলোচনা করা হয়েছে৷

০১. বেসিক :

বেসিক অপশনের মধ্যে রয়েছে অ্যাড বাড্ডি, চেঞ্জ স্ট্যাটাস, মোবাইল ফোন সেটআপ, অফলাইন মেসেজিং৷ আপনার বন্ধুদের খুব সহজে মেসেঞ্জারে যুক্ত করতে পারবেন৷ আপনার স্ট্যাটাস খুব সহজে পরিবর্তন করতে পারবেন৷ মোবাইল ফোনে মেসেজ পেতে এই অপশনটি বাংলাদেশে এখনও চালু হয়নি৷ ইয়াহু মেসেঞ্জারের মতো এখানেও রয়েছে অফলাইন ম্যাসেজ দেয়ার সুবিধা৷

০২. পার্সোনালাইজ : আপনার পার্সোনাল নামের পাশে আলাদা করে পার্সোনাল মেসেজ সেট করতে পারবেন৷ আপনার পছন্দের ছবি সেট করতে পারবেন যা চ্যাটিংয়ের সময় দেখা যাবে৷ আর ব্যাকগ্রাউন্ড কালারও খুব সহজে পরিবর্তন করতে পারবেন৷

০৩. কানেক্ট :

এই অপশনে রয়েছে এসএমএস মেসেজিং অপশন যার মাধ্যমে বন্ধুর মোবাইলে মেসেজ দিতে পারবেন৷ তবে বাংলাদেশে এই অপশনটি এখনও চালু হয়নি৷ পিসি টু পিসি ফোন করার সুবিধা রয়েছে, যা অনেকটা ফোন টু ফোন কল করার মতো৷ নির্দিষ্ট পরিমাণ পে করে আপনি পিসি থেকে ফোন বা পিসি থেকে মোবাইলে কল করতে পারবেন৷ আর এই মেসেঞ্জারের সবচেয়ে আকর্ষণীয় সুবিধাটি হচ্ছে ভিডিও কনভারসেশন৷

০৪. শেয়ারিং :

ফোল্ডার, ফাইল, ছবি শেয়ার করতে পারবেন খুব সহজে এই অপশনটির মাধ্যমে৷ এই অপশনটি লাইভ চ্যাট করার সময় ব্যবহার করতে পারবেন৷

০৫. গেমস অ্যাক্টিভিটি :

এই অপশনে আপনার যেকোনো অ্যাক্টিভিটি শেয়ার করতে পারবেন, বন্ধুর সাথে গেম খেলতে পারবেন৷ আর কোনো কিছু সার্চ করার জন্য এখানে পাবেন সার্চিং অপশন৷

এতসব সুবিধা পেতে ব্রাউজ করুন : http://get.live.com ev www.msn.com বা www.download.com

ইয়াহু মেসেঞ্জার



ইয়াহু মেসেঞ্জার সম্পর্কে আপনারা সবাই কমবেশি জানেন৷ বর্তমানে ৮.১ ভার্সন ইয়াহু মেসেঞ্জার ইন্টারনেটে ফ্রি পাওয়া যাচ্ছে৷ এই মেসেঞ্জারের লগইন করার জন্য প্রথমে ইয়াহু ডট কম থেকে একটি ইউজার আইডি খুলতে হবে৷ এই ইউজার আইডি এবং এর পাসওয়ার্ডটি দিয়ে মেসেঞ্জারে লগইন করতে হবে৷ নতুন ভার্সন ইয়াহু মেসেঞ্জারে যেসব সুবিধা পাবেন তা নিয়ে নিচে আলোচনা করা হয়েছে৷
০১.
বিশ্বের কোনো ব্যক্তি অনলাইনে ইয়াহু মেসেঞ্জার ব্যবহার করতে থাকলে আপনি তাকে ইনস্ট্যান্ট মেসেজ দিতে পারবেন, নতুন বন্ধুত্বের জন্য আহ্বান করতে পারবেন৷
০২.
আপনি সবসময় মেসেঞ্জারে লগইন করে থাকতে পারেন, আবার কারো কাছ থেকে নিজেকে লুকাতে চাইলে তার জন্য রয়েছে স্টিলথ সেটিং যা দিয়ে সেট করে দিতে পারবেন কে আপনাকে অনলাইনে দেখতে পারবে, আর কে দেখতে পারবে না৷
০৩.
অনলাইনে থাকা অবস্থায় আপনি সহজে ফাইল, ছবি শেয়ার করতে পারবেন৷ আর ইনস্ট্যান্ট লাইভ, ভয়েস চ্যাট এবং ভিডিও চ্যাট করতে পারবেন৷

এই মেসেঞ্জারের সাথে নতুন বেটা ভার্সনও বের হয়েছে যা নেট থেকে ডাউনলোড করে নিতে পারবেন৷ ইয়াহুর নতুন বেটা ভার্সনটি হচ্ছে ৯.০৷ ইয়াহু মেসেঞ্জারটি ডাউনলোড করতে ব্রাউজ করুন : www.download.com বা http://messenger.yahoo.com

পালটক



অত্যন্ত চমত্কার একটি চ্যাটিং সফটওয়্যার পালটক৷ এখানে লাইভ ভয়েস, ভিডিও চ্যাটিংসহ ফাইল শেয়ারিং সুবিধা পাবেন৷ এই মেসেঞ্জারটি ব্যবহার করার জন্য প্রথমে আপনাকে পালটকে ইউজার আইডি খুলতে হবে৷ আর এই ইউজার আইডি এবং এর সাথে দেয়া পাসওয়ার্ড দিয়ে মেসেঞ্জারে লগইন করতে হবে৷ পালটকে গ্রুপ ভয়েস চ্যাট করা যায়৷ আইআরসির মতো এখানেও রুম বানিয়ে চ্যাট করা যায় এবং ইচ্ছে করলে রুম লক করে রাখতে পারেন৷ অন্য কেউ যেন রুমে ঢুকতে না পারে সে জন্য সিকিউরিটি দিয়ে রাখতে পারবেন৷ আর ভিডিও চ্যাট করার জন্য রয়েছে হাজারো রুম যেখানে আপনি হাজার হাজার চ্যাটার পাবেন চ্যাট করার জন্য৷ পালটকে বেশ কিছু বাংলাদেশী রুম রয়েছে যেখানে চ্যাটিংয়ের পাশাপাশি গানসহ বিভিন্ন অনুষ্ঠান হয়৷ ওয়েব থেকে এই চ্যাটিং মেসেঞ্জারটি ফ্রি ডাউনলোড করতে পারবেন৷ এর জন্য ব্রাউজ করুন : www.paltalk.com

গুগলটক



গুগলটকের সাথে সবাই কমবেশি পরিচিত৷ গুগল সার্চ ইঞ্জিন প্রথমে জি-মেইল নাম দিয়ে ই-মেইল সেবা চালু করে৷ পরে গুগলটক নামে মেসেঞ্জার চালু করে৷ যেখানে জি-মেইলের অ্যাকাউন্ট দিয়ে চ্যাটিং করা যায়৷ যাদের আইডি নেই তারা www.gmail.com এখান থেকে আইডি খুলে মেসেঞ্জারটি ব্যবহার করতে পারেন৷ ডাউনলোড করার জন্য মেসেঞ্জারের সাইজ কম হওয়ায় এবং ভয়েস চ্যাটিংয়ের কারণে এই মেসেঞ্জারটি সবার প্রিয় মেসেঞ্জারে পরিণত হয়েছে৷ গুগলটক যেসব সুবিধা প্রদান করছে তা নিম্নরূপ :

০১. ইনস্ট্যান্ট মেসেজিং :

আপনার পরিচিত বা অপরিচিত মানুষদের সাথে খুব সহজে লাইভ চ্যাট করতে পারবেন৷

০২. ফ্রি পিসি টু পিসি ভয়েস কল :

অনলাইনে এক পিসি থেকে অন্য পিসিতে ভয়েস কল করতে পারবেন৷ গুগলটকে কথা খুব স্পষ্ট তবে এই সুবিধাগুলো পাওয়ার জন্য আপনার এবং আপনার বন্ধুর কাছে এই মেসেঞ্জারটি থাকতে হবে৷

০৩. ভয়েস মেইল :

যদি আপনার পরিচিত চ্যাট মেট অনলাইনে না থাকে তাহলে আপনি ভয়েস মেইল করতে পারেন৷ সেক্ষেত্রে আপনি একা অনলাইনে থাকলেও চলবে৷

উপরের সব সুবিধাসহ মেসেঞ্জারটি পাওয়ার জন্য ব্রাউজ করুন : http://www.google. com/talk৷


ফিডব্যাক : rony446@yahoo.com
পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
২০০৮ - মে সংখ্যার হাইলাইটস
চলতি সংখ্যার হাইলাইটস