• ভাষা:
  • English
  • বাংলা
হোম > রিয়েক্টরের মাধ্যমে কলিউশন তৈরি - রিয়েক্টর (৮ম পর্ব)
লেখক পরিচিতি
লেখকের নাম: টংকু আহমেদ
মোট লেখা:৫৩
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০০৮ - মে
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
মাল্টিমিডিয়া
তথ্যসূত্র:
মাল্টিমিডিয়া
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
রিয়েক্টরের মাধ্যমে কলিউশন তৈরি - রিয়েক্টর (৮ম পর্ব)



গত সংখ্যায় রিয়েক্টর ব্যবহার করে কয়েকটি বক্স ও একটি ঝুলন্ত লাইটের সিম্যুলেশন তৈরির প্রথম অংশ আলোচনা করা হয়েছে৷ চলতি সংখ্যায় প্রজেক্টটির শেষ অংশ উপস্থাপন করা হয়েছে ৫ম ধাপ থেকে৷

৫ম ধাপ

এনিমেশনের সময় বক্স বা অন্য অবজেক্ট দেয়ালের মধ্যে এমন কি রুমের বাইরেও চলে যেতে পারে, এটা বন্ধ করার জন্য এখানে বাধাদানকারী দেয়াল হিসেবে রিয়েক্টর প্লেন ব্যবহার করা হয়েছে৷ যেটা ম্যাক্স ইন্টারফেসের বামের রিয়েক্টর প্যানেল অথবা মেইন মেনুরিয়েক্টরক্রিয়েট অবজেক্টপ্লেন হতে ক্রিয়েট করা যাবে; চিত্র-১৬৷ রিয়েক্টর প্লেনকে সিলেক্ট করে টপ, লেফট এবং ফ্রন্ট ভিউপোর্টে ক্লিক করে একটি করে প্লেন তৈরি করুন এবং এদেরকে বিভিন্ন ভিউপোর্টে চিত্রের মতো সেট করুন; চিত্র-১৭৷ তৈরি করা তিনটি প্লেনকে Mirror Copy করে অর্থাত্ বিপরীতমুখী করে আরো তিনটি প্লেন তৈরি করুন এবং চিত্র-১৮-এর মতো করে সেট করুন; চিত্র-১৮৷ ছাদ হিসেবে যে রিয়েক্টর প্লেনটি তৈরি করা হয়েছে সেটাকে টপ, লেফট ও ফ্রন্ট ভিউপোর্ট হতে মিলিয়ে আগেই তৈরি করা সেডসহ লাইটের ঠিক উপরে সেট করুন; চিত্র-১৯৷ আসলে এই প্লেনটি লাইটটিকে ঝুলানোর কাজে ব্যবহার করা হয়েছে৷





৬ষ্ঠ ধাপ

রিয়েক্টর প্যানেল অথবা মেইন মেনু রিয়েক্টরক্রিয়েট অবজেক্ট িস্প্রং সিলেক্ট করে যেকোনো ভিউতে ক্লিক করুন; চিত্র-২০৷ স্প্রিং আইকনটি দেখতে পাবেন৷ এটা সিলেক্ট অবস্থায় কমান্ড প্যানেলের মডিফাই ট্যাবে ক্লিক করে স্প্রিং-এর প্রোপার্টিজ রোল-আউট ওনে করুন৷ এখান হতে অবজেক্টের অধীন Parent অপশন চেক করে প্যারেন্ট-এর ডানের None বাটনে ক্লিক করে লাইট-সেডকে পিক করুন এবং Child-এর None বাটন সিলেক্ট করে সিন হতে Plane_roof কে পিক করুন (এই কাজগুলো লেফট ভিউপোর্ট হতে করলে বেশি সুবিধা পাবেন)৷ স্প্রিং প্রোপার্টিজের Dynamic Properties অপশনের Stiffness=১০.০, Rest Length= 95.0, Damping = 5.0 টাইপ করুন; চিত্র-২১৷ এ পর্যায়ে সব ভিউ হতে দেখে মিলিয়ে নিন, যেন লাইট-সেডটির সবার উপরের বক্সটি টপ ভিউতে পাশাপাশি, লেফট ভিউতে মাঝ বরাবর থাকে; চিত্র-২২৷ Ctrl + A প্রেস করে সিনের সব অবজেক্ট একত্রে সিলেক্ট করুন এবং রিয়েক্টর প্যানেলের ১ম টুল ক্রিয়েটরিজিডবডি কালেকশন আইকতে ক্লিক করুন৷ সিনে আইকনটি তৈরি হবে এবং মডিফাই স্ট্যাকের RB Collection Properties -> Rigid Bodies-এর ঘরে সব অবজেক্টের নাম দেখা যাবে; চিত্র-২৩৷

শেষ ধাপ



রিয়েক্টর প্যানেলে নিচের দিকে অবস্থিত প্রিভিউ বাটনে ক্লিক করুন, World Analysis ডায়ালগ বক্স আসবে; এর Continue বাটনে ক্লিক করুন৷ রিয়েক্টর রিয়েল-টাইম প্রিভিউ উইন্ডো ওপেন হবে৷ কী বোর্ডের চ প্রেস করে সিম্যুলেশনটি লক্ষ করুন৷ বাম দিক হতে একটি বক্স এসে সাজানো বক্সগুলোর নিচের একটি বক্সে আঘাত করায় উপরের বক্সগুলো রিয়েলিস্টিকভাবে নিচের দিকে পড়া শুরু করেছে৷ এমনকি সবার উপরের বক্সটি light_shade-কে ধাক্কা দেয়ায় সেটাও যেমনভাবে দোলা উচিত তেমনভাবে দুলছে অর্থাত্ পুরোপুরি স্বাভাবিক আচরণ করছে; চিত্র-২৪৷ এনিমেশনটি আরো রিয়েলিস্টিক করার জন্য কমান্ড প্যানেল ইউটিলিটিরিয়েক্টর সিলেক্ট করুন৷ ওয়ার্ল্ড রোল-আউটটি ওপেন করে Gravity > Z = -50, World Scale = 0.6 টাইপ করুন; চিত্র-২৫৷ প্রিভিউ অ্যান্ড এনিমেশন রোল-আউটের Start Frame = 0, End Frame = 300 দেয়া আছে কি-না এবং ম্যাক্স লোয়ার ইন্টারফেসের টাইম কনফিগারেশন আইকনে ক্লিক করে ডায়ালগ বক্সের এনিমেশন অপশনে Start Time = 0, End Time = 300 আছে কি-না নিশ্চিত হোন; চিত্র-২৬৷ এনিমেশনটি আরো নান্দনিক করতে চাইলে লাইট-সেডের লাইটে ভলিয়ম-ফগ ইফেক্ট দিতে পারেন ৷ এর জন্য লাইট-সেডের সাথে লিঙ্ক করা FSpot01 লাইটটি সিলেক্ট করে এর মডিফাই স্ট্যাকের Atmospheres & Effects রোল-আউটের অফফ বাটনে ক্লিক করুন এবং ডায়ালগ বক্স হতে ভলিউম লাইটকে সিলেক্ট করে ওকে করুন; চিত্র-২৭| Atmospheres & Effects-এর খালি ঘরে ঠড়ষঁসব খরমযঃ লেখাটি দেখা যাবে৷ লেখাটি সিলেক্ট করে Setup বাটন ক্লিক করুন৷ Environment & Effects Window ওপেন হবে৷ এখানে ভলিউম লাইট প্যারামিটারস্‌ হতে Fog Color বাটন ক্লিক করে কালার-প্লেট হতে R = 255, G = 244, B = 211 টাইপ করুন৷ Exponential অপশনকে চেক করুন এবং Density = 0.9 টাইপ করে ডায়ালগ বক্সগুলো ক্লোজ করে দিন; চিত্র-২৮৷ এবার রিয়েক্টর প্যানেলের সবার নিচের ক্রিয়েট এনিমেশন বাটনে ক্লিক করে এনিমেশনটি ক্রিয়েট করে নিন৷ ক্যামেরা ভিউ সিলেক্ট করুন এবং ৩০০ ফ্রেমের এনিমেশনটি রেন্ডার করে নিন; চিত্র-২৯৷


ফিডব্যাক: tanku3da@yahoo.com
পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
২০০৮ - মে সংখ্যার হাইলাইটস
চলতি সংখ্যার হাইলাইটস