গত সংখ্যায় নেটওয়ার্কে রিসোর্স শেয়ার নিয়ে লেখা হয়েছিল৷ সেখানে আলোচনা করা হয়েছিল কিভাবে ড্রাইভ, ফোল্ডার, প্রিন্টার শেয়ার করা যায় এবং কি করে পারমিশন সেটআপ করা যায় তা নিয়ে৷ এই সংখ্যায় আলোচনা করা হয়েছে রিসোর্স শেয়ার করার পর নেটওয়ার্কের কোথায় ফাইল বা ফোল্ডার, ড্রাইভগুলো খুঁজে পাওয়া যাবে তা নিয়ে এবং নেটওয়ার্ক নেইবারহুড, ইউনিভার্সাল নেমিং কনভেনশন এবং নেটওয়ার্কিং ড্রাইভ ম্যাপ নিয়েও আলোচনা করা হয়েছে৷
নেটওয়ার্ক নেইবারহুড
আপনার প্রয়োজনীয় ফাইল/ফোল্ডার ড্রাইভ শেয়ার দেয়া হয়ে গেলে ডেস্কটপের নেটওয়ার্ক নেইবারহুড আইকনের মাধ্যমে নেটওয়ার্কে প্রবেশ করা যাবে৷ যে কমপিউটারের মাধ্যমে শেয়ারগুলো এক্সেস করতে চান তার নেটওয়ার্ক নেইবারহুড আইকনটিতে ক্লিক করুন৷ এখান থেকে কমপিউটার নেয়ার মি সিলেক্ট করলে শেয়ার দেয়া কমপিউটারের আইকন দেখাবে৷ এখানে ক্লিক করে প্রয়োজনীয় ফাইলগুলো শেয়ার পেতে পারেন৷ শেয়ারিংয়ের সময় যে নাম দেয়া হয়েছিল তাই এখানে দেখাবে৷
যদি কমপিউটার নেয়ার মিতে শেয়ার করা রিসোর্সগুলো দেখতে না পান, তাহলে এন্টায়ার নেটওয়ার্কের কনটেন্টের ভেতর মাইক্রোসফট উইন্ডোজ নেটওয়ার্ক পাবেন৷ এর ভেতরে আপনার দেয়া ওয়ার্কগ্রুপের নাম অথবা শেয়ার দেয়া রিসোর্সগুলো পাবেন৷ শেয়ার দেয়া ফাইল/ফোল্ডারের পারমিশনের ওপর ভিত্তি করে ফাইল/ফোল্ডার এক্সেস করাসহ রিড, রাইট করতে পারবেন৷ প্রতিটি সিস্টেমে কি পরিমাণ শেয়ারিং রিসোর্স রয়েছে তা নেটওয়ার্ক নেইবারহুডেই দেখতে পাবেন৷
কিছু প্রোগ্রাম আছে যেখানে নেটওয়ার্ক নেইবারহুড দিয়ে ব্রাউজ করতে পারবেন না, সেক্ষেত্রে নেটওয়ার্ক ড্রাইভ ম্যাপ করার প্রয়োজন পড়বে৷ নেটওয়ার্ক ড্রাইভ ম্যাপ নিয়ে নিচে আলোচনা করা হয়েছে৷ তবে এর আগে আলোচনা করা উচিত ইউনিভার্সাল নেমিং কনভেনশন (ইউএনসি)নিয়ে৷
ইউনিভার্সাল নেমিং কনভেনশন (ইউএনসি)
নেটওয়ার্কের শেয়ার দেয়া রিসোর্সগুলো খুঁজে বের করার জন্য প্রয়োজন ইউনিভার্সাল নেমিং কনভেনশন (ইউএনসি)৷ প্রথমে ডিরেক্টরির পুরো পাথ দেখানোর জন্য দরকার পড়বে টাইটেলবারের৷ এটি সেট করার জন্য মাই কমপিউটারের ভিউতে ক্লিক করে ফোল্ডার অপশন সিলেক্ট করুন৷ যে অপশন বক্স খুলবে সেখান থেকে ভিউ ট্যাবে প্রবেশ করুন৷ ডিসপে দ্য ফুল পাথ ইন টাইটেলবার সিলেক্ট করে ওকে দিয়ে বের হয়ে আসুন৷ ধরুন আপনি XYZ কমপিউটারের E ড্রাইভের সফটওয়্যার ফোল্ডারের ভেতরের এভিজি এন্টিভাইরাস সেটআপ ফাইলের সম্পূর্ণ পাথ দেখতে চাচ্ছেন৷ সেক্ষেত্রে এর সম্পূর্ণ পাথ দেখাবে : E:\Software\AVG.exe
এখন ডেস্কটপে নেটওয়ার্ক নেইবারহুডে আসুন৷ শেয়ার করা ওই এন্টিভাইরাসের পাথকে প্রকাশ করা যায় : \\ XYZ\Software\AVG.exe হিসেবে৷ এই পাথকে ইউনিভার্সাল নেমিং কনভেনশনের মাধ্যমে প্রকাশ করা যায় নিম্নরূপ : \\Computername\Sharename\Directory\ Subdirectory হিসেবে৷
ইউনিভার্সাল নেমিং কনভেনশন ব্যবহার করে শেয়ারড ফোল্ডারে যুক্ত হওয়ার প্রক্রিয়া
প্রথমে স্টার্টে ক্লিক করে রানে ক্লিক করুন৷ ওপেন বক্সে UNC ফরমেটে শেয়ারড রিসোর্সের নাম টাইপ করুন৷ এখানে যে কমপিউটারের রিসোর্স শেয়ার করতে চান সেই কমপিউটার নেম থাকা উচিত৷ সেক্ষেত্রে XYZ কমপিউটারের সফটওয়্যার ফোল্ডারের পাথ হবে \\XYZ\Software৷ এবার রানে টাইপ করে ওকে বাটনে ক্লিক করুন৷ শেয়ার করা রিসোর্স এক্সেস করার জন্য আপনাকে ওই কমপিউটারের ইউজার নেম এবং পাসওয়ার্ডের প্রয়োজন হতে পারে৷
নেটওয়ার্কিং ড্রাইভ ম্যাপ করা
বেশিরভাগ উইন্ডোজ প্রোগ্রামে ফাইলওপেন ডায়ালগবক্স থেকে নেটওয়ার্ক নেইবারহুড ব্যবহারের সুযোগ রয়েছে৷ মাইক্রোসফট নেটওয়ার্কে শুধু ড্রাইভ ম্যাপ করতে পারবেন৷ কোনো ডিরেক্টরি ম্যাপ করতে পারবেন না৷ ডেস্কটপের নেটওয়ার্ক নেইবারহুডে ক্লিক করলে শেয়ারড ড্রাইভগুলো বা ফোল্ডারগুলো দেখতে পাবেন৷ যেকোনো ড্রাইভের ওপর ডান বাটন ক্লিক করে মেনু থেকে ম্যাপ নেটওয়ার্ক ড্রাইভ সিলেক্ট করলে সিস্টেমে নেটওয়ার্কের রিসোর্সগুলো দেখাবে৷
এবার ডেস্কটপের মাই কমপিউটারে আসুন৷ নিজের লোকাল ড্রাইভের সাথে অন্য সিস্টেমে যেসব ড্রাইভ ম্যাপ করা হয়েছিল সেগুলোও দেখাবে৷ যেকোনো প্রোগ্রামের ফাইল থেকে ওপেনে গেলেও এই নেটওয়ার্কের ড্রাইভগুলো দেখাবে৷
নেটওয়ার্কিং ড্রাইভ ম্যাপ করার প্রধান সুবিধা হচ্ছে আপনাকে কষ্ট করে বার বার ফাইল, ফোল্ডারে এক্সেস করার জন্য নেটওয়ার্ক নেইবারহুডে প্রবেশ করে শেয়ারড কমপিউটার লগইন করার মাধ্যমে এক্সেস করতে হবে না৷ মাই কমপিউটারের ভেতরেই কাঙ্ক্ষিত ড্রাইভটি পেয়ে যাবেন৷ যে ড্রাইভগুলো বেশি ব্যবহার করার প্রয়োজন পড়ে সে ড্রাইভগুলোকে ম্যাপ করে রাখতে পারেন৷
লক্ষণীয়, রিসোর্স শেয়ার করার আগে কমপিউটারের ক্যাবল কানেকশন ঠিক করে নিন৷ সার্ভার কমপিউটার থেকে ক্লাইন্ট এবং ক্লাইন্ট কমপিউটার থেকে সার্ভার কমপিউটারকে PING করে এর কানেকশন ঠিক আছে কি-না পরীক্ষা করা যাবে৷ PING করার জন্য প্রথমে যেকোনো একটি কমপিউটারের স্টার্টে গিয়ে রানে ক্লিক করুন৷ এখানে cmd বা command টাইপ করে এন্টার দিলে কমান্ড প্রম্পট ওপেন হবে৷ টাইপ করুন c:\>ping 192.168.1.1৷ এখানে আইপি এড্রেসটি হবে আপনার সেট করা কমপিউটারের আইপি এড্রেস৷ তবে আপনাকে সার্ভার এবং ক্লাইন্ট দুই কমপিউটারের আইপিগুলোকে প্রতিটি কমপিউটারে আলাদাভাবে পরীক্ষা করতে হবে৷
আগামীতে উইন্ডোজ ২০০০/২০০৩ সার্ভার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে৷ তবে উইন্ডোজ ২০০০/২০০৩ সার্ভারে কাজ করার আগে কমপিউটার নেটওয়ার্কিংয়ের ব্যাপারে জ্ঞান থাকা জরুরি৷ তাই পূর্ব প্রকাশিত কমপিউটার জগৎ-এর সংখ্যাগুলো থেকে কমপিউটার নেটওয়ার্কিং সম্পর্কে ধারণা নেয়া যেতে পারে৷
ফিডব্যাক : rony446@yahoo.com