মোবাইলের প্রতি আগ্রহের অন্ত নেই আমাদের। আর সে কারণেই মোবাইল ফোনসেট আকর্ষণীয় থেকে আরো বেশি আকর্ষণীয় করার চেষ্টারও কমতি নেই মোবাইল কোম্পানিগুলোর। মোবাইল কোম্পানিগুলোর সাথে পাল্লা দিয়ে নিত্যনতুন সব অফার আসছে দেশীয় মোবাইল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে। এসব অফারের মধ্য থেকে গ্রামীণফোনের কিছু আকর্ষণীয় অফার এ লেখায় তুলে ধরা হয়েছে পাঠকদের উদ্দেশে :
এক্সপ্লোর পোস্টপেইড
গুণগত মান, সার্ভিস এবং গ্রাহকসেবার মাধ্যমে কোটি জনতার মন জয় করতে এক্সপ্লোর পোস্টপেইডের নতুন কিছু আকর্ষণ :
সম্পূর্ণ ফ্রি বিটিটিবি ইনকামিং।
যেকোনো মোবাইল অপারেটরে একই রেট উপভোগ করা যায়।
F&F তিন সদস্যের কম রেটে কথা বলার সুবিধা ২৪ ঘণ্টা।
F&F নম্বর ৩টিতে এসএমএস পাঠানো যায় সাশ্রয়ী রেটে।
প্রতি শুক্রবার উপভোগ করা যায় কম রেটে কথা বলার সুযোগ (২৪ ঘণ্টা )।
২৫টি দেশে সাশ্রয়ী রেটে আইএসডি কল করার সুবিধা। সাশ্রয়ী রেটের জন্য ডায়াল করতে হবে ০১২<কান্ট্রি কোড><এরিয়া কোড><টেলিফোন নম্বর>। প্রতিটি নতুন সংযোগের সাথে উপভোগ করা যায় স্বয়ংক্রিয়ভাবে অ্যাকটিভেট করা ইন্টারনেট সার্ভিস। ওয়াপ, এমএমএস ইন্টারনেট পাবার জন্য এসএমএস পাঠিয়ে দিলেই চালু হয়ে যাবে এই সার্ভিস।
প্রতিদিন সকালে এসএমএসের মাধ্যমে আপনার মোবাইলে পৌঁছে যাবে সংবাদ শিরোনাম (bdnews24.com-এর মাধ্যমে)। সংবাদ শিরোনাম আনসাবস্ক্রাইব করতে চাইলে news off লিখে পাঠাতে হবে ২০০০ নম্বরে এবং আবার সাবস্ক্রাইব করার জন্য news on লিখে পাঠাতে হবে ২০০০ নম্বরে।
বাংলাদেশে প্রথমবারের মতো এসএমএস-রোমিং সার্ভিসের মাধ্যমে আপনি বিদেশ থেকে সবচেয়ে কম খরচে দেশের সবার সাথে এসএমএসের মাধ্যমে যোগাযোগ রাখতে পারবেন।
এক্সপ্লোর পোস্টপেইড ভয়েজ সার্ভিসসমূহ
কল কনফারেন্সিং : একই সময়ে ৫ জনের সাথে কথা বলার সুবিধা। এই সুবিধা হ্যান্ডসেটের ওপর নির্ভর করে।
ইন্টারন্যাশনাল রোমিং : বিদেশ ভ্রমণকালে ১১৫টি দেশের যেকোনোটি থেকে আপনি দেশের সবার সাথে যোগাযোগ করতে পারবেন।
কলার আইডি : এর মাধ্যমে আপনাকে যিনি ফোন করেছেন তার নম্বর দেখতে পাবেন।
কল ডাইভার্ট : যেকোনো নম্বরে কল ফরওয়ার্ড করার সুবিধা।
কল বারিং : অননুমোদিত ফোনকল এড়ানোর জন্য ইনকামিং/আউটগোয়িং কল বন্ধ করে দিতে পারবেন।
এক্সপ্লোর পোস্টপেইড মেসেজিং সার্ভিসসমূহ
এসএমএস : হ্যান্ডসেটে টাইপ করে মেসেজ পাঠাতে পারবেন যেকোনো নম্বরে।
ভয়েজ এমএমএস : আপনার কণ্ঠ রেকর্ড করে মেসেজ হিসেবে পাঠিয়ে দিতে পারবেন যেকোনো গ্রামীণফোন নম্বরে।
এমএমএস : নিজের পছন্দমতো ছবি, অ্যানিমেশন, গান, ভিডিও ক্লিপ বা টেক্সটসহ মেসেজ পাঠানো।
এক্সপ্লোর পোস্টপেইড ইন্টারনেট এবং ডাটা সার্ভিস
EDGE : একটি অত্যাধুনিক সুবিধা, যার মাধ্যমে আপনি মোবাইল ফোন থেকে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন, এমএমএস আদান-প্রদান এবং বিভিন্ন সাইট থেকে ডাউনলোড করতে পারবেন।
EDGE অ্যাকটিভেশন : EDGE P1 লিখে পাঠাতে হবে ৫০০০ নম্বরে। নতুন এক্সপ্লোর গ্রাহকদের EDGE P1 আগে থেকেই অ্যাকটিভেটেড করা থাকবে।
এক্সপ্লোর পোস্টপেইড অন্যান্য সার্ভিস
ওয়েলকাম টিউন : আমাদের হাজারো গানের সমাহার থেকে বেছে নিতে পারবেন প্রিয় গান, যা আপনাকে ফোন করলে যে কেউ শুনতে পাবেন। Welcome Tune-এর জন্য ডায়াল করুন ৪০০০ নম্বরে।
এক্সপ্লোর পোস্টপেইড বিল সংক্রান্ত তথ্য
আপনার বিল সংক্রান্ত তথ্য জানার জন্য Bill লিখে এসএমএস পাঠিয়ে দিন ২০০০ নম্বরে এবং মোবাইলের ব্যবহার জানার জন্য Usage লিখে পাঠিয়ে দিন ২০০০ নম্বরে। অথবা বিল সম্পর্কে তথ্য জানার জন্য ফোন করতে পারেন ১২১১১ (বাংলার জন্য) এবং ১২১২১ (ইংরেজির জন্য) নম্বরে। আপনার বিল নিকটস্থ FlexiLoad চিহ্নিত দোকানে গিয়ে পরিশোধ করতে পারেন।
এক্সপ্লোর পোস্টপেইড এমএমএসভিত্তিক সার্ভিস
এক্সপ্লোর প্যাকেজ ১ আপনাকে দিচ্ছে জরুরি টেলিফোন নম্বর, অ্যাম্বুলেন্স, হাসপাতাল, ব্লাড ব্যাংক, পুলিশ স্টেশন, এয়ারলাইন, সংবাদপত্র হোটেলের নম্বর। আপনি আরো পেতে পারেন মজার কৌতুক, রাশিফল, শুভেচ্ছা কার্ড ইত্যাদি। এই সব সার্ভিসের কী-ওয়ার্ড জানার জন্য MENU লিখে পাঠিয়ে দিন ২০০০ নম্বরে।
মোবাইলের নতুন নতুন সুবিধাগুলো জানার জন্য ভিজিট করুন : www.nehadbd.co.nr , http://nehadbd.gprs.Lt
মোবাইল থেকে আরো যেসব সুবিধা পাওয়া যায়
চাকরির খবর পেতে পারেন মোবাইলের মাধ্যমে! ডায়াল করুন : ৩০০৩। মোবাইলে তাৎক্ষণিকভাবে বিভিন্ন ক্যাটাগরির চাকরির খবর ছাড়াও জানতে পারবেন চাকরি সংক্রান্তপ্রয়োজনীয় টিপস।
চাকরির খবর : প্রতিদিনের চাকরির খবর পেতে রেজিস্টার করুন এভাবে -> আপনার হ্যান্ডসেটের মেসেজ অপশনে গিয়ে চাকরির ধরনের সংক্ষিপ্ত রূপ লিখে স্পেস দিয়ে ON লিখে পাঠিয়ে দিন ৩০০৩ নম্বরে।
চাকরির ধরনের সংক্ষিপ্ত রূপ হলো প্রথম তিনটি অক্ষর (যেমন Marketing-এর জন্য Mar, Banking-এর জন্য Ban ইত্যাদি। এছাড়াও নতুন কোনো পদ তৈরি হলে আপনাকে এসএমএসের মাধ্যমে তা জানিয়ে দেয়া হবে।
আপনি চাইলে রেজিস্টার না করেও গত ২৪ ঘণ্টার বিভিন্ন ধরনের জব ক্যাটাগরিতে কোন কোন পদে আবেদন করা যাবে তা জানতে পারবেন। এক্ষেত্রে চাকরির ধরনের সংক্ষিপ্ত রূপটি লিখে এসএমএস করুন ৩০০৩ নম্বরে।
উপভোগ করুন বিশ্বমানের রোমিং সুবিধা
কল্পনা নয় যেন সত্যি হয়েছে সবকিছুই, মোবাইল যখন আপনার হাতের মুঠোয় তখন কোনো বাধা ছাড়া সংযুক্ত থাকুন আপনজনের সাথে এবং সারতে পারবেন আপনার দৈনন্দিন ও ব্যবসায়িক যোগাযোগ। গ্রামীণফোনের ইন্টারন্যাশনাল রোমিং সার্ভিসটির মাধ্যমে বিদেশের মাটিতে এখন সম্ভব নিজের নম্বর থেকে কথা বলা। এছাড়াও যেসব সুবিধা আপনি উপভোগ করতে পারবেন :
ইন্টারনেট ব্রাউজিং।
এসএমএস ও এমএমএস আদান-প্রদান।
ই-মেইল আদান-প্রদান।
কনটেন্ট ডাউনলোড।
নিজস্ব ভয়েজ মেইলবক্স ব্যবহারের সুবিধা।
কজ ওয়েব
ফিডব্যাক : nehad_aiub@yahoo.com