ক্ষুদ্র একটি যন্ত্র কমপিউটার, তৈরি করেছে অসীম সম্ভাবনাময় এক ভবিষ্যতের। কমপিউটারের কল্যাণে শুরু হয়েছে তথ্য যুগ। অতীতের সব যুগ-কালকে ছাপিয়ে তথ্যযুগ আজ স্বমহিমায় উদ্ভাসিত। কমপিউটারের শক্তিকে কাজে লাগিয়ে মানুষ তার চারপাশের পরিবেশ বদলে নিচ্ছে। যে সাফল্য উন্নত বিশ্বের আনাচে কানাচে, তার ছিটেফোটা থেকে বঞ্চিত নয় বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশও। তারপরও বাংলাদেশে মোট বেকারের সংখ্যা মোট জনসংখ্যার এক চতুর্থাংশ। জীবনের প্রতিটা ক্ষেত্রে এখন কমপিউটারের একচ্ছত্র আধিপত্য। কমপিউটার খাতে সামান্য পুঁজি আর মেধার বিনিয়োগে আপনিও কিবাবে হতে পারেন একজন মর্যাদাসম্পন্ন ব্যক্তিত্ব, সে সন্ধান মিলবে এ সংখ্যার প্রচ্ছদ প্রতিবেদনে লিখেছেন গোলাম নবী জুয়েল।