লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
তথ্যসূত্র:
সফটওয়্যারের কারুকাজ
সফটওয়্যারের কারুকাজ
নামের আগে ড্রাইভ লেটার প্রদর্শন করা
ড্রাইভ নেম সবসময় সহায়ক হয় না বিশেষ করে লোকাল ডাটা ক্যারিয়ারের ক্ষেত্রে, যখন পিসি কয়েকটি স্টোরেজ ডিভাইস দিয়ে সজ্জিত থাকে৷ তাই ভালো হয়, যদি এক্সপ্লোরার নামের আগে ড্রাইভ লেটার প্রদর্শন করে৷ এ জন্য নিচে বর্ণিত ধাপগুলো সম্পন্ন করতে রেজিস্ট্রি হ্যাক করুন : রেজিস্ট্রি এডিটর ওপেন করুন HKEY_Local_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Explorer কী-তে নেভিগেট করুন৷
এবার ডান উইন্ডোতে Edit-> New-> DWORD Value সহযোগে Show Drive Letters First এন্ট্রি তৈরি করুন এবং ডবল ক্লিকের মাধ্যমে ওপেন করুন৷ ভ্যালু ৪-এ সেট করুন এবং OK দিয়ে নিশ্চিত করুন৷
ত্রুটিপূর্ণ এন্ট্রি বা ডিফল্ট ভ্যালু ০ স্বাভাবিকভাবে লেটার শেষে প্রদর্শন করে, যদি ভ্যালু ১ হিসেবে সেট করেন, তাহলে লেটার দেখতে পাবেন নেটওয়ার্ক ড্রাইভের শুরুতে৷ যদি ভ্যালু ২ সেট করেন, তাহলে উইন্ডোজ এক্সপ্লোরার কোনো লেটার প্রদর্শন করবে না৷ রেজিস্ট্রি এডিটর বন্ধ করে উইন্ডোজ রিস্টার্ট করলেই পরিবর্তন দেখতে পারবেন৷ ফলাফল প্রদর্শনের পরিবর্তে ফর্মুলা প্রদর্শন করা
এক্সেল ওয়ার্কশিটে ফর্মুলা ব্যবহার করলে আউটপুট হিসেবে ফলাফল প্রদর্শিত হয়৷
ফর্মূলা প্রদর্শন করতে চাইলে নিচে বর্ণিত ধাপগুলো অনুসরণ করুন :
* এক্সেল ২০০৩-এ Tools-> Formula Auditing নেভিগেট করুন\ * Formula Auditing Mode বা [Ctrl]\+[] চাপুন৷ এর ফলে প্রদর্শিত ফলাফলের পরিবর্তে সংশ্লিষ্ট ফর্মূলা দেখা যাবে৷ * আর এক্সেল ২০০৭-এ রিবনে
Formulas -এ ক্লিক করে Show Formula -তে ক্লিক করুন৷
আলমগীর কবীর বহদ্দারহাট, চট্টগ্রাম
................................................................................................................................
উইন্ডোজের কিছু মজার যাদু
যাদু-১
একজন ভারতীয় নাগরিক আবিষ্কার করেন যে, কেউ কমপিউটারে কোনো জায়গায় CON নাম দিয়ে কোনো ফোল্ডার তৈরি করতে পারবে না৷ এটি বিস্ময়কর ও অবিশ্বাস্য৷ এমনকি মাইক্রোসফটও এ ব্যাপারে বিষ্ময়ও প্রকাশ করেছে৷
যাদু-২
উইন্ডোজ ব্যবহারকারীরা নিচে বর্ণিত ধাপগুলো সম্পন্ন করলে এক অদ্ভুত অবস্থায় মুখোমুখি হবেন :
* একটি খালি নোটপ্যাড ফাইল ওপেন করুন৷ * কোট ছাড়া টাইপ করুন Bush hid the facts এবং যেকোনো নামে সেভ করুন৷ * এটি বন্ধ করে আবার ওপেন করুন৷ * এর ফলে আউটপুট হিসেবে যা পাওয়া যাবে তা হবে বিষ্ময়কর ও ভূতড়ে ব্যাপার৷
যাদু-৩
নিচে বর্ণিত টিপটি পুরো মাইক্রোসফটের টীমের কাছে বিষ্ময়কর ও অবিশ্বাস্য এক ব্যাপার৷ এমনকি বিল গেটসও এর উত্তর দিতে পারেননি৷ এটি আবিষ্কার করেছে এক ব্রাজিলিয়ন নাগরিক৷ চেষ্টা করে দেখুন নিচের টিপটি : * মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করুন৷ = rand(200,99 টাইপ করে এন্টার চাপলে দেখতে পাবেন যাদু৷
নুসরাত আক্তার
শ্যামলী, ঢাকা