তথ্যপ্রযুক্তি কর্মসংস্থান ও উন্নয়নের অসীম সম্ভাবনার দুয়ার উন্মোচন করতে পারে। অথচ শিক্ষা-মেধা-মনন-উৎপাদনের উপকরণ এই প্রযুক্তিপণ্য তথা কমপিউটার ও আনুষঙ্গিক সামগ্রীর ওপর এদেশে ট্যাক্সের খড়গ ধরে রেখেছে কর কর্তৃপক্ষ। সাথে রয়েছে নানা রকম দূর্ণীতি ও হয়রানির নিত্য নিস্পেশন। পুরনো বাতিল হয়ে যাওয়া টেরিফমূল্য এবং জনস্বার্থ বিরোধী কর কাঠামো নিয়ে এদেশে কমপিউটার প্রচলনকে স্তিমিত করার প্রচেষ্টায় রয়েছে কর কর্তৃপক্ষ। কমপিউটারের ওপর আরোপিত ট্যাক্স ও করকর্তাদের হয়রানির ওপর সাক্ষাত্কারভিত্তিক তথ্যবহুল এ প্রতিবেদনটি লিখেছেন অধ্যাপক মো: আবদুল কাদের ও নাজীম উদ্দিন মোস্তান।