তীত শুধুই অতীত নয়৷ অতীত নতুনের আগমনের বার্তাবাহক৷ অতীতের পথ ধরেই নতুনের আগমন ঘটে৷ অতীত ভবিষ্যতের পথপ্রদর্শকও বটে৷ আর সে কারণে আমরা ভুলতে পারি না পুরনো দিনের সৃজনশীল কাজ৷ পুরনো দিনের গান, মুভি এখনো আমাদেরকে মোহিত করে৷ এ ব্যাপারটি সবক্ষেত্রেই সর্বতোভাবে যেমন সত্য, তেমনি সত্য গেমিংয়ের ক্ষেত্রেও৷ তাই অনেক গেমার মাঝেমধ্যেই খুঁ জে বেড়ান পুরনো দিনের ডসভিত্তিক গেমগুলো৷ উপভোগ করতে চান বর্তমান অতি শক্তিশালী পিসিতে পুরনো দিনের সেই সব অতি জনপ্রিয় ডসভিত্তিক গেমগুলো৷ কিন্তু, তা কী করে সম্ভব? এখনকার অপারেটিং সিস্টেমসহ পিসির সব প্রয়োজনীয় কম্পোনেন্টই বদলে গেছে৷ তাহলে গেমিংয়ের ক্ষেত্রে ডসভিত্তিক গেমগুলো কি শুধু স্মৃতি হয়ে থাকবে? সেটা কি মেনে নেয়া যায়? মোটেও না৷ তাহলে চলুন দেখা যাক কী করে সম্ভব হচ্ছে পুরনো দিনের সেই গেমগুলো খেলা৷
গেমাররা উইন্ডোজ ডস পরিবেশে কিছু কিছু গেম উপভোগ করতে পারবেন৷ তবে শব্দবিহীন এসব গেম হয়তো অনেকের কাছে তেমন উপভোগ্য মনে হবে না৷ এছাড়া এ গেমগুলো সরাসরি রানও করা যাবে না কমপিউটিং এনভায়রনমেন্টের ভিন্নতার কারণে৷ এ গেমগুলো উপভোগ করতে হলে দরকার ডসবক্স নামের একটি অ্যাপ্লিকেশন বা এ ধরনের অন্য কোনো অ্যাপ্লিকেশন৷
ডসবক্স কী?
ডসভিত্তিক অ্যাপ্লিকেশন ও গেম উইন্ডোজ এনভায়রনমেন্টে যথাযথভাবে রান নাও করতে পারে৷ এমনকি লিনআক্স বা নন-আইবিএম প্লাটফরম যেমন এপল ম্যাকিনটসেও নয়৷ এক্ষেত্রে সমাধান হতে পারে ডসবক্স টুল ব্যবহার করা৷ ডসবক্স ইন্টেল স ৮৬ পিসির সমকক্ষ হতে চেষ্টা করে, যা সাউন্ড ও নেটওয়ার্ক সমর্থনপুষ্ট৷ ডসবক্স ওপেনসোর্সভিত্তিক অ্যাপ্লিকেশন৷ এটি বিভিন্ন অপারেটিং সিস্টেমের যেমন লিনআক্স, ম্যাক ওএসএক্স উপযোগী৷
ডস যেভাবে ব্যবহার করবেন
যেহেতু ডস অপারেটিং সিস্টেমে কমান্ড লাইন এনভায়রনমেন্টে কাজ করতে হয়, তাই স্বাভাবিকভাবে উইন্ডোজে অভ্যস্ত ব্যবহারকারীদের কাছে কিছুটা কঠিন হতে পারে৷ বিশেষ করে যারা ডস অপারেটিং সিস্টেমের সাথে মোটেও পরিচিত নন তাদের কাছে৷ উপরন্তু টেক্সট ফাইলের মাধ্যমে ডসবক্স কনফিগার করা নতুনদের জন্য বেশ কঠিন৷ অবশ্য এতে হতাশ হবার কিছুই নেই৷ কেননা, এতে ফ্রন্ট এন্ড সুবিধাও রয়েছে, যার মাধ্যমে ডসবক্স কনফিগার করতে পারবেন এবং গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ব্যবহার করে গেম ও অ্যাপ্লিকেশন রান করতে পারবেন৷ এ ধরনের বিভিন্ন অ্যাপ্লিকেশনের মধ্যে অন্যতম হলো ডি-ফেন্ড রিলোডেড৷
ডি-ফেন্ড রিলোডেড
D-fend Reloaded ডাউনলোড করে নিন dfendreloaded.com সাইট থেকে৷ ডি-ফেন্ড রিলোডেড (০.২০)-এর সর্বশেষ ভার্সন৷ sourceforge.net থেকে প্রথম প্যাকেজ ডাউনলোড করে নিতে পারেন৷ ফলে ডসবক্সকে আলাদাভাবে ডাউনলোড করতে হবে না৷ কেননা, এ প্যাকেজে ডসবক্সের সর্বশেষ ভার্সন ০.৭৩ সম্পৃক্ত করা হয়েছে৷ এর জন্য দরকার ২০ মে. বা. ড্রাইভ স্পেস৷
ডসবক্স ইনস্টলেশনের লক্ষণীয় দিক
সেটআপের সময় দুধররে ইনস্টলেশন প্রক্রিয়ার অপশন আপনার সামনে উপস্থাপন করা হবে৷ যদি আপনি উইন্ডোজ এক্সপি রান করতে থাকেন, তাহলে বেছে নিতে হবে Use progarm folder for settings অপশন৷ আর যদি উইন্ডোজ ভিসতা ব্যবহার করেন, তাহলে আপনাকে বেছে নিতে হবে Use user profiles for settings অপশন৷ এরপর সব সিলেক্ট করা ফিচারসহ স্বাভাবিক ইনস্টলেশন প্রক্রিয়া এগিয়ে নিতে হবে৷ গেম উপস্থাপন করা
www.abandonware-paradise.fr সাইটে ৮০ এবং ৯০ দশকের বিপুলসংখ্যক ডসভিত্তিক গেম রয়েছে যেগুলো এখন কপিরাইট আইনের আওতায় নেই এবং ফ্রি ডাউনলোড করা যাবে৷ এসব গেমের মধ্যে অন্যতম হলো ডুম, প্রিন্স অব পার্সিয়া, প্যাক-ম্যান ও ডেভ-এর মতো সেকালের জনপ্রিয় গেমগুলো৷
ডাউনলোড করা এসব গেম সংশ্লিষ্ট ফোল্ডারে এক্সট্রাক্ট করতে হবে এবং অর্গানাইজ করতে হবে Games নামের সিঙ্গেল ফোল্ডারে৷
পুরনো দিনের গেমগুলো যেসব সাইট থেকে ফ্রি ডাউনলোড করতে পারবেন :
www.abandonware-paradise.fr www.bestoldgames.net www.dosgamesarchive.com www.dosgames.com dosgamer.com www.abandonline.com www.abandonia.com
ডি-ফেন্ড রিলোডেড যেভাবে ব্যবহার করবেন
প্রথম ধাপ :
প্রথমবারের মতো ডি-ফেন্ড রিলোডেড চালু করলে Program Settings ডায়ালগ বক্স পপআপ হয়৷ এবার গেম ফোল্ডারটি আপনার অর্গানাইজ করা কাঙিক্ষত ফোল্ডারে সেট করে ওকে করুন৷
দ্বিতীয় ধাপ :
এবার প্রতিটি গেমের জন্য ডসবক্সের এক্সিকিউটেবল প্রোফাইল যুক্ত করতে হবে৷ টুলবারে অ্যাড বাটনে ক্লিক করুন এবং মাউসকে Add from template সাব মেনুতে নিয়ে আসুন৷ এবার টেম্পলেট সিলেক্ট করুন যেটি আপনার গেমের জন্য সবচেয়ে ভালো সেট হবে৷ বেশিরভাগ গেমই Normal DOS Games প্রোফাইলে ভালোভাবে রান করা উচিত৷ থ্রিডি গ্রাফিক্সের জন্য টেম্পলেট সিলেক্ট করুন যদি গেমটি হয় ফাস্ট পারশন শূটার অথবা এটি যদি প্রচ-ভাবে গ্রাফিক্সনির্ভর হয়৷
তৃতীয় ধাপ :
প্রোফাইল এডিটর ডায়ালগ বক্সে রেমতধফণ ট্যাবে আপনি যে গেম প্রোফাইল নেম ফিল্ডে যুক্ত করতে চান, তা টাইপ করুন৷ এরপর প্রোগ্রাম ফাইল ফিল্ডে যেকোনো জায়গায় ডবল ক্লিক করুন এবং ব্রাউজার ব্যবহার করে গেমের এক্সিকিউটিভ ফাইল নির্দিষ্ট করুন৷ কনফারমেশন ফিল্ডে ফাইলের পাথ যেন অবশ্যই থাকে সেদিকে খেয়াল রাখা উচিত৷
চতুর্থ ধাপ :
Drivers ট্যাবে গিয়ে বিদ্যমান সব ফোল্ডার/ইমেজ ডিলিট করুন যেগুলো মাউন্ট করা হয়েছিল৷ অ্যাড বাটনে ক্লিক করে Folder for Mounting ফিল্ডে গেমস ফোল্ডার নির্দিষ্ট করুন৷ যদি গেম পূর্ণ স্ক্রিন মোডে রান করতে না চান, তাহলে DOS Box settings ট্যাব সিলেক্ট করুন এবং Start in fallscreen mode অপশনকে পরিবর্তন করে No করুন৷ এবার ওকেতে ক্লিক করে সেটিং সেভ করে ডায়ালগ বক্স বন্ধ করুন৷ পঞ্চম ধাপ : উপরে বর্ণিত ধাপগুলো সম্পন্ন করলে দেখতে পাবেন ডি-ফেন্ড রিলোডেডের ডান প্যানে গেম প্রোফাইল তালিকাভুক্ত হয়েছে৷ এটি রান করার জন্য ডবল ক্লিক করুন৷ সব গেম যুক্ত করার জন্য এ ধাপগুলোর পুনরাবৃত্তি করুন৷ গেম চলছে না বা রান করছে না মোটেও-এ ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন৷ এক্ষেত্রে গেম প্রোফাইল ডিলিট করে পুনরায় তা অ্যাড করুন ভিন্ন কোনো প্রোফাইল ব্যবহার করে৷ পুরনো দিনের জনপ্রিয় কয়েকটি গেম
ডুম :
৯০ দশকের জনপ্রিয় এফপিএস ক্ল্যাসিক গেম৷ এ গেমের মূল লক্ষ্য হলো বের হবার কক্ষ লোকেট করা, যার মাধ্যমে পরবর্তী এরিয়ায় যাওয়া যায়, মনোস্টার ফ্ল্যাগ করা ও জীবনের ঝুঁকি থেকে মুক্ত হওয়াই গেমের মূল বিষয়৷ তিন এপিসোডে যুদ্ধ করতে হবে এবং প্রতিটি পর্বে রয়েছে ৯টি লেভেল৷
প্রিন্স অব পার্সিয়া :
৯০ দশকের অত্যান্ত জনপ্রিয় ক্ল্যাসিক সাইড স্ক্রলার গেমটি উপভোগ করে থাকবেন অনেকেই৷ গেমারকে খেলতে হবে প্রিন্সের নিয়মকানুন নিয়ে৷ আপনার লক্ষ হবে ৬০ মিনিটের মধ্যে যুদ্ধ করে ভূগর্ভস্থ অন্ধকার কারাকক্ষ থেকে রাজকুমারীকে উদ্ধার করা৷ এ গেমটি আপাতদৃষ্টিতে সহজ মনে হলেও যথেষ্ট কঠিন৷ জাজ জ্যাকরাবিট : এ গেমে আপনাকে খেলতে হবে প্রিয় খরগোশকে উদ্ধারের জন্য৷ এই গেমটি বেশ আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন করে উপস্থাপন করা হয়েছে৷
প্যাক পিসি :
২৮ বছরের পুরনো প্যাক-ম্যান ক্ল্যাসিক গেমের রিমেক এটি৷ মূল আর্কেড গেমের মতো হলেও এতে চমত্কার সাউন্ড সংযোজন করা হয়েছে৷ এতে প্রোগ্রামে ডটগুলো গিলতে হবে এবং পাশ কাটিয়ে যেতে হবে আপনাকে ফাস্ট মোড অন করার পর৷
ডেঞ্জারাস ডেভ :
নিজেকে দক্ষ গেমার মনে করলে দশ লেভেলের এই গেমটি ক্র্যাক করার চেষ্টা করে দেখতে পারেন৷ প্রথম কয়েক লেভেল অতিক্রম করার পর আপনাকে জটিল থেকে জটিলতর লেভেলের দিকে এগিয়ে যেতে হবে৷ সতর্ক হয়ে খেলতে হবে কেননা আপনি সর্বোচ্চ তিনবার রক্ষা পেতে পারেন৷
আলাদিন :
৯০ দশকের জনপ্রিয় গেমগুলোর মধ্যে এটি একটি৷ এই আর্কেড গেমটি ডিজনির এনিমেটেড মুভির ওপর ভিত্তি করে তৈরি করে একই নামেছেড়েছে৷ স্টোরি লাইন ও ব্যাকগ্রাউন্ড মিউজিক মুভির সাথে শেয়ার করা হয়েছে এতে৷
আনন্দউল্লাসপূর্ণ নেমপ্লেতে অনেক মজার ক্যারেক্টোর যুক্ত করা হয়েছে৷ এটি সহজ মনে হলেও সম্ভত বেশ কঠিন এক গেম৷