• ভাষা:
  • English
  • বাংলা
হোম > ভিজ্যুয়াল বেসিক ২০০৫ প্রোগ্রামিং
লেখক পরিচিতি
লেখকের নাম: মারুফ নেওয়াজ
মোট লেখা:২০
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০০৮ - মার্চ
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
প্রোগ্রামিং
তথ্যসূত্র:
প্রোগ্রামিং
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
ভিজ্যুয়াল বেসিক ২০০৫ প্রোগ্রামিং

উইন্ডোজ প্রোগ্রামিংয়ে সহজে কাজ করার জন্য ভিবি ডট নেট বিশেষভাবে পরিচিত৷ ইতোমধ্যেই এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক ধারণা আপনারা পেয়েছেন৷ এবার ব্যবহারিক পদ্ধতিতে একটি ফরমের বিভিন্ন কন্ট্রোলের কাজ করার কৌশলগুলো দেখবেন৷

প্রথমেই ভিজ্যুয়াল স্টুডিও ওপেন করে একটি নতুন উইন্ডোজ প্রজেক্ট তৈরি করুন৷ প্রজেক্ট তৈরির পর পরই আপনি একটি ডিফল্ট ফরম দেখতে পাবেন৷ আমরা এখানেই আমাদের কাজ আরম্ভ করবো৷ যে ফলাফলের জন্য কাজটি করতে হবে তাহলো- একটি কম্বো বক্স (Combo Box)বা ড্রপডাউন লিস্ট থেকে রং সিলেক্ট করে নির্দিষ্ট বাটনে ক্লিক করলে ফরমটি ওই নির্দিষ্ট রং ধারণাকরবে৷






প্রথমে বাম দিকের টুলবক্স থেকে একটি লেবেল (Label), একটি কম্বো বক্স (Combo Box)এবং একটি বাটন (Button) ফরমে নিতে হবে এবং প্রোপার্টিজ উইন্ডোতে বক্স-১এ দেখানো প্রোপার্টিজগুলো যুক্ত করতে হবে৷ এর পরে কোড লেখার জন্য ফরমের ওপর মাউসের রাইট ক্লিক করে View Code -এ ক্লিক করলে কোড উইন্ডো আসবে৷ কোড উইন্ডোতে নিচের কোডগুলো যুক্ত করতে হবে৷ Public Class Form1 Private Sub Form1_Load(ByVal sender As Object, _ ByVal e As System.EventArgs) Handles Me.Load Dim aColorName As String For Each aColorName In _ System.Enum.GetNames _ (GetType(System.Drawing.KnownColor)) cboColor.Items.Add(Color.FromName(aColorName)) Next End Sub Private Sub btnChangeColor_Click(ByVal sender _ As Object, ByVal e As System.EventArgs) _ Handles btnChangeColor.Click Me.BackColor = cboColor.SelectedItem End Sub End Class

কোডে Form1-এর Load ইভেন্টে কম্বো বক্সটিতে বিভিন্ন সিস্টেম কালারের নাম যুক্ত করা হয়েছে৷ সিস্টেম কালারের নাম পাওয়ার জন্য System.Drawing.KnownColor নেমস্পেস ব্যবহার করা হয়েছে৷ এরপর বাটনটির Click ইভেন্টে ফরমের ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তনের নির্দেশ দেয়া হয়েছে৷ এরপর ফরমটিকে সেভ করে প্রজেক্টটি কম্পাইল ও রান করলে চিত্র : ৩-এর স্ক্রিনটি দেখা যাবে৷ কম্বো বক্স থেকে যেকোনো একটি রংয়ের নাম সিলেক্ট করে Change বাটনে ক্লিক করলে চিত্র : ৪-এর স্ক্রিনের মতো ফরমটির রং পরিবর্তিত হবে৷

আশা করি আলোচনা থেকে কয়েকটি কন্ট্রোলের ব্যবহার বুঝতে পেরেছেন৷


ফিডব্যাক : marufn@gmail.com
পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
২০০৮ - মার্চ সংখ্যার হাইলাইটস
চলতি সংখ্যার হাইলাইটস