চ্যাটিং আমাদের চাওয়া পাওয়াকে অনেক সহজ করে দিয়েছে৷ এর মাধ্যমে খুব কম সময়ে এবং খুব দ্রুত একজন অন্যজনের সাথে যোগাযোগ করতে পারি৷ আর চ্যাটিংয়ে সব থেকে মজার বিষয় হচ্ছে এর মাধ্যমে বিভিন্ন দেশের মানুষের সাথে বন্ধুত্ব করা যায়, নতুন বন্ধু পাওয়া যায়, কোনো কাজে চ্যাট করে যোগাযোগ করা যায়, আবার অবসরে চ্যাট করে সময় কাটানো যায়৷ চ্যাটিংয়ের অনেক সফটওয়্যার রয়েছে৷ এই সংখ্যায় এমআইআরসি সম্পর্কে আলোচনা করা হয়েছে৷
ইন্টারনেট রিলে চ্যাট-এর সংক্ষিপ্ত রূপ আইআরসি৷ আইআরসির মাধ্যমে খুব সহজে বিশ্বের যেসব দেশে ইন্টারনেট রয়েছে সেসব দেশে যোগাযোগ করা যায়৷ আইআরসির প্রধান সুবিধা হচ্ছে- এর মাধ্যমে প্রাইভেট এবং পাবলিক এই দুভাইে চ্যাট করা যায়৷ পাবলিক চ্যাট করার সুবিধা হচ্ছে এর মাধ্যমে সবারই একসাথে চ্যাট করা৷ এভাবে চ্যাট করার মজা হচ্ছে সবাই সবার ম্যাসেজ দেখতে পারবে, রিপ্লাই দিতে পারবে, আর যেকেউ কথার মাঝে ঢুকে গিয়ে কথা বলতে পারবে৷ এই চ্যাটিংয়ের জায়গাকে মেইন রুম বলা হয়৷ আর যারা পাবলিক চ্যাট পছন্দ করেন না বা প্রিয়জন অথবা কারো সাথে একান্তে কথা বলতে চান সেক্ষেত্রে রয়েছে প্রাইভেট চ্যাট৷ প্রাইভেট চ্যাট শুধু দুইজনের মাঝে করা যাবে৷
বিশ্বে অসংখ্য আইআরসি চ্যানেল বা সার্ভার রয়েছে৷ এসব আইআরসি চ্যানেল চালানোর জন্য কিছুসংখ্যক অপারেটর থাকে৷ এর মধ্যে সার্ভার এডমিন হলো সর্বোচ্চ অপারেটর, সে যেকোনো সিদ্ধান্ত নিতে পারে৷ এর নিচে বেশ কিছু অপারেটর থাকে যারা রুমের মেইন্টেনের কাজ করে থাকে৷ কেউ রুমে বিরক্ত করলে, কাউকে গালি দিলে, ফ্লাড করলে সাথে সাথে ওই চ্যাটারকে রুম থেকে বের করে দিতে পারে কিক করে৷ আবার কারো আইপি অ্যাড্রেসকে বান (BAN) করে দিতে পারে এবং সাথে টাইম ফিক্সড করে দিতে পারে, যা ওই ইউজারকে নির্দিষ্ট সময় পর্যন্ত রুমে প্রবেশ করতে দেবে না৷ এসব অপারেটর সিলেক্ট করার ক্ষমতা রাখে এডমিনরা৷ এর জন্য কোনো টাকার প্রয়োজন নেই বা টাকাও পাওয়া যাবে না৷ প্রতিটি রুমের নির্দিষ্ট কিছু নিয়ম আছে যা পরিপূর্ণ করার ওপর নির্ভর করবে কে অপারেটর হতে পারবে বা কে পারবে না৷ এবার আসুন আইআরসিতে চ্যাট করতে কি করা প্রয়োজন৷
আইআরসিতে চ্যাট করার জন্য যে সফটওয়্যার প্রয়োজন তা হচ্ছে এমআইআরসি৷ এমআইআরসি হচ্ছে ক্লায়েন্টভিত্তিক সফটওয়্যার যা দিয়ে বিভিন্ন চ্যানেলের বা নেটওয়ার্কের সার্ভারের সাথে সংযুক্ত হতে হবে৷ একটি সার্ভারে অনেক রুম থাকতে পারে৷ সেক্ষেত্রে আপনার দুইটি বিষয় ভালোভাবে জানা থাকতে হবে৷ যে সার্ভারে প্রবেশ করতে চান ওই সার্ভারের অ্যাড্রেস এবং কাঙিক্ষত রুমের নাম৷
কোথায় পাবেন
এমআইআরসি সফটওয়্যারটি ফ্রিওয়্যার৷ www.mirc.com এই সাইট থেকে ফ্রি ডাউনলোড করে নিতে পারবেন৷ আর পারবেন প্রয়োজনমতো পছন্দের এডঅন সংযুক্ত করে নিতে৷ অ্যাডঅন হচ্ছে কিছু স্ক্রিপ্ট যা দিয়ে আপনার এমআইআরসি কাস্টমাইজ করে নিতে পারবেন৷ কিছুদিন পরপর এমআইআরসির আপগ্রেড ভার্সন ফ্রি পাওয়া যায়৷ এখন MIRC631 ভার্সনটি পাওয়া যাচ্ছে৷ এর সাইজ মাত্র ১.৬৫ মেগাবাইট৷ যারা কাস্টমাইজ এমআইআরসি ডাউনলোড করতে চান তারা ইন্টারনেটের বিভিন্ন সাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন৷
এমআইআরসি ব্যবহার
প্রথমে সফটওয়্যারটি আপনার কমপিউটারে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে৷ সফটওয়্যারটি ইনস্টল করার পর চালু করলে একটি এমআইআরসি অপশনসহ সফটওয়্যারের উইন্ডোটি খুলবে৷ এই উইন্ডোর বাম পাশে ক্যাটাগরির মাধ্যমে বিভিন্ন অপশন দেখাবে৷ আর অপশনগুলো সিলেক্ট করতে হবে ডান পাশের অপশনগুলো দিয়ে৷ এমআইআরসির প্রথম অপশনটি হচ্ছে কানেক্ট উইন্ডো, যা দিয়ে আপনাকে এমআইআরসিতে সংযুক্ত হতে হবে৷
কানেক্ট
ফুল নেম, ই-মেইল অ্যাড্রেসের ঘরে নাম এবং ই-মেইল অ্যাড্রেস দিতে হবে৷ এরপর আপনাকে দিতে হবে নিকনেম বা চ্যাটনেম এবং এর অল্টারনেটিভ নেম৷ যদি আপনার নিকনেমের চ্যানেলে কেউ উপস্থিত থাকে তবে অল্টারনেটিভ নেম দিয়ে রুমে প্রবেশ করতে পারবেন৷ আর যদি ২টি নাম একই রুমে উপস্থিত থাকে তবে আপনাকে নাম পরিবর্তন করে নিতে হবে৷ আপনার নাম, ই-মেইল অ্যাড্রেস, নিকনেমের তথ্য সঠিক দিতে হবে এমন কোনো কথা নেই৷
এখন আপনাকে সার্ভার নেম এবং রুমের নাম দিতে হবে৷ অ্যাড, এডিট, ডিলিট, সর্ট - এই চারটি অপশন পাবেন৷ অ্যাড-এ ক্লিক করে আপনার কাঙিক্ষত সার্ভারের বর্ণনা, অ্যাড্রেস, পোর্ট নম্বর, গ্রুপ নেম দিতে হবে৷ পাসওয়ার্ড অংশটি খালি রাখতে পারেন অথবা পাসওয়ার্ড দিয়ে এই অপশনটিকে রেস্ট্রিকট্রেড করে দিতে পারেন যেনো অন্য কেউ এর পরিবর্তন করতে না পারে৷
Descrption : IRCSTORM Chat Room
IRC Server : irc.ircstorm.net
Port(s):6667
সার্ভারের অপশনগুলোতে এভাবে তথ্যগুলো দিয়ে অ্যাড বা যুক্ত করতে হবে৷ আইআরসি সার্ভার অংশে আপনার পছন্দের আইআরসির নাম দিতে হবে, তবে এখানে খেয়াল রাখতে হবে irc.servername.com অথবা irc.servername.net এই ভাবে নামটি দিতে হবে৷ পোর্ট নম্বরটি বাই ডিফল্ট যা দেয়া থাকবে তাই রাখুন৷ তবে কিছু কিছু সার্ভারে তাদের দেয়া পোর্ট নম্বরটিই ব্যবহার করতে হবে৷ সব তথ্য দেয়া হয়ে গেলে অ্যাড-এ ক্লিক করুন৷ আর যদি এই তথ্যগুলো পরিবর্তন করতে চান, তাহলে সার্ভারের নামটি হাইলাইট করে এডিট-এ ক্লিক করে পরিবর্তন করতে পারবেন৷ আর ডিলিট করে দেয়ার জন্য ডিলিট অপশনটি৷
অপশন :
কানেক্টের মধ্যে অপশন অংশে শুধু Reconnect on Disconnection-এ ক্লিক করুন৷ কোনো কারণে যদি সার্ভার থেকে ডিসকানেক্ট হয়ে যান, তাহলে স্বয়ংক্রিয়ভাবে আবার রিকানেক্ট হয়ে যাবে৷ আইডেন্টিডি : এই অংশে User ID: Your_name এবং System: Windows লিখুন অথবা আপনার পছন্দের ইউজার আইডি এবং সিস্টেমের নাম লিখুন৷
ফায়ারওয়াল এবং লোকাল ইনফোতে কিছু না লিখে কানেক্ট অপশনে ক্লিক করুন৷ এবার ডান পাশ হতে কানেক্ট বা কানেক্ট টু আইআরসিতে ক্লিক করে সার্ভারে প্রবেশ করুন৷
সার্ভারে প্রবেশ করার সাথে সাথে MIRC Favorites উইন্ডো খুলবে যা দিয়ে নির্দিষ্ট করে দিতে হবে আপনি যে সার্ভারে সংযুক্ত হয়েছেন তার কোন রুমে প্রবেশ করতে চান৷ তা হ্যাস দিয়ে সিলেক্ট করে দিতে হবে৷ ধরুন, আপনি আইআরসির IRCSTORM সার্ভারে প্রবেশ করেছেন৷ এখন আপনাকে এর রুম সিলেক্ট করে দিতে হবে৷ #comjagat দিয়ে আপনার কাঙিক্ষত রুমের নাম দিয়ে JOIN-এ ক্লিক করতে হবে৷ আর যদি রুমের জন্য কোনো অপশন না আসে সেক্ষেত্রে /join#comjagat দিয়ে রুমে প্রবেশ করতে পারেন৷ আর কেউ সার্ভারে প্রবেশ করতে চাইলে শর্টকাট হিসেবে /server rc.servername.com এই কমান্ডটি ব্যবহার করে খুব সহজে সার্ভার অথবা চ্যানেলে প্রবেশ করতে পারবেন৷ এমআইআরসির ব্যাপারে আরো কিছু জানার থাকলে গুগল অথবা এমআইআরসির হেলপ অপশনটি ব্যবহার করতে পারেন৷
বেশ কিছু বাংলাদেশী জনপ্রিয় আইআরসি চ্যানেলের নাম হচ্ছে :
বাংলাক্যাফে :
সার্ভারের নাম : /server irc.banglacafe.com এবং রুমের নাম : /join#bangladesh,
বিডিচ্যাট :
সার্ভারের নাম : /server irc.bdchat.com এবং রুমের নাম : /join#bdchat,
আইআরসিস্টর্ম :
সার্ভারের নাম : server irc.ircstorm.net এবং রুমের নাম : /join#comjagat
ফিডব্যাক : rony446@yahoo.com