আমাদের প্রোগ্রামাররা বিশ্বমানের প্রোগ্রাম প্রস্তুত করার মতো দক্ষতা অর্জন করেছেন। দেশের কয়েকটা বিশিষ্ট সফটওয়্যার প্রতিষ্ঠান বিদেশে কিছু সফটওয়্যার ইতিমধ্যেই রফতানি করেছে। দেশীয় সফটওয়্যার শিল্পের এই বিকাশ প্রশংসার দাবি রাখে। কিন্তু সার্বিক দিক থেকে আমাদের এই অগ্রগতি বিশ্বমানের তুলনায় কোনো পর্যায়ে আছে? এ সম্পর্কে বিসিসি UNIDO-র সহযোগিতায় যে প্রকল্প হাতে নিয়েছে, তার বর্তমান কার্যক্রম নিয়ে লিখেছেন কামাল আরশালান।