বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিদের উপস্থিতিতে সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে ৩১ জানুয়ারি ‘ইনপেইসের ১২ বছর পদার্পণ’ অনুষ্ঠান উদযাপন হয়। একই সাঙ্গে উদ্বোধন করা হয় শ্যামলীতে নতুন কর্পোরেট অফিস। আনন্দঘন পরিবেশে এই আয়োজনে দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
ইনপেইসের প্রধান নির্বাহী কামরুল আহসানকে
শুভেচ্ছা জানাচ্ছেন প্রতিষ্ঠানে, কর্মকর্তা-কর্মচারীরা
তথ্যপ্রযুক্তিখাতের পরিচিত ইন্টেল করপোরেশন এবং হিউলেট প্যাকার্ড (এইচপি)-এর বাংলাদেশের বিভিন্ন কার্যক্রমের একটা বড় অংশ ইনপেইসের মাধ্যমে পরিচালিত হয়। পাশাপাশি সিসকো, রেডহ্যাট, লিনআক্স, এসএপি, ওরাকল, ইএমসির মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কোম্পানিগুলোর বিভিন্ন ইভেন্ট এবং মার্কেটিংয়ের কার্যক্রমও সাফল্যের সাঙ্গে সম্পাদন করছে ইনপেইস। যোগাযোগ : ৮১১৯৫৩৬।