• ভাষা:
  • English
  • বাংলা
হোম > সিআরবিএলপি-র সাফল্য
লেখক পরিচিতি
লেখকের নাম: সৈয়দ হাসান মাহমুদ
মোট লেখা:১৪৪
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০০৯ - মার্চ
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
কমপিউটারে  বাংলা ব্যবহার
তথ্যসূত্র:
ফলোআপ
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
সিআরবিএলপি-র সাফল্য



বাংলা কমপিউটিংয়ের ইতিহাস খুব বেশি দিনের নয়। তবুও বাংলায় কমপিউটার চালনার কাজ ভালো গতিতেই এগিয়ে যাচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিগত উদ্যোগে বানানো বাংলা সফটওয়্যারগুলো আমাদের দেশের কমপিউটার ব্যবহারকারীদের মাঝে বেশ সাড়া ফেলেছে। বাংলায় বানানো সফটওয়্যারগুলোর চাহিদাও বেশ ভালোই বলা চলে। বিদেশী ভাষার সফটওয়্যার ব্যবহারের চেয়ে মাতৃভাষায় কমপিউটার ব্যবহার করায় যে আনন্দ তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। কমপিউটিংয়ে বাংলা ভাষার বিকাশের পথে অনেক অবদান রয়েছে বেশ কিছু প্রতিষ্ঠানের। তার মধ্যে অন্যতম একটির নাম হচ্ছে সিআরবিএলপি (CRBLP)। সেন্টার ফর রিসার্চ অন বাংলা ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা সিআরবিএলপি নামের এই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয় ২০০৪ সাল থেকে। মহাখালীতে অবস্থিত ব্র্যাক ইউনিভার্সিটির কমপিউটার, বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধীনে এই প্রতিষ্ঠানটি নানা রকমের বাংলা সফটওয়্যার বানানোর কাজ করে আসছে। তাদের এই মহৎ কর্মে অর্থের যোগান দিচ্ছে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট রিসার্চ করপোরেশন (IDRC) নামের কানাডীয় একটি প্রতিষ্ঠান ও ব্র্যাক ইউনিভার্সিটি। সিআরবিএলপি নামের এই সংস্থাটির নেতৃত্বে রয়েছেন ব্র্যাক ইউনিভার্সিটির কমপিউটার, বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সিনিয়র লেকচারার ড. মুমিত খান। তাদের প্রতিষ্ঠানের সাফল্যের ব্যাপারে তিনি বলেন- আমরা অনেক পথ অতিক্রম করে এসেছি, কিন্তু সামনে আমাদের আরো অনেক পথ এগুতে হবে। সিআরবিএলপির বানানো উল্লেখযোগ্য কিছু সফটওয়্যারের মধ্যে রয়েছে সিআরবিএলপি কনভার্টার, বাংলাপ্যাড, বাংলা স্পেল চেকার, স্পিচ রিকগনিশন, করপাস অ্যানালাইসিস, প্যারালাল করপাস, লেক্সিকন ইত্যাদি।



বাংলা সাহিত্যের অনেক মুদ্রিত নথিপত্র ও গবেষণামূলক রচনা রয়েছে যা ডিজিটাল অবস্থায় নেয়া উচিত। কালের গর্ভে বিলীন হবার হাত থেকে মূল্যবান এসব নথিপত্র (হার্ডকপি) বাঁচানোর জন্য তা সফট কপিতে রূপান্তর করা অতীব জরুরি। কিন্তু বিপুলসংখ্যক নথিপত্র ডিজিটাল ফরমেটে নেয়া চাট্টিখানি কথা নয়। এজন্য প্রয়োজন হবে অনেক টাইপিস্ট ও বিপুলসংখ্যক কমপিউটারের যোগান, সেই সাথে বিশাল অঙ্কের অর্থের চাহিদা রয়েছে। আমাদের মতো উন্নয়নশীল দেশের জন্য তা একটু কঠিনই বলা চলে। তাই এই সমস্যার একটি সহজ সমাধান হচ্ছে বাংলা ভাষার লেখা পড়তে পারে এমন একটি ওসিআর বা অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন ব্যবস্থা। ওসিআর হচ্ছে এমন একটি ব্যবস্থা যাতে করে কোনো ইমেজ ডকুমেন্টকে টেক্সটকে রূপান্তর করা যায়। ইংরেজি ও অন্যান্য ভাষার জন্য বেশ কিছু জনপ্রিয় ওসিআর সফটওয়্যার রয়েছে কিন্তু তাদের কোনোটিতেই বাংলায় লেখা ডকুমেন্ট পড়ার ব্যবস্থা নেই। তাই বাংলা ভাষার নথিপত্রগুলোকে রক্ষা করার উদ্দেশ্যে সিআরবিএলপি বাংলা ওসিআর বানানোর উদ্যোগ নেয়। গত ১৯ ফেব্রুয়ারি প্রথম অফিসিয়ালভাবে একটি কার্যকরী বাংলা ওসিআর সফটওয়্যার অবমুক্ত করা হয়। এতে বাংলায় লেখা কোন ডকুমেন্টের ইমেজ ফাইলটি স্ক্যান করে ডকুমেন্টের লেখাগুলোকে ইউনিকোড টেক্সটে পরিণত করা যায়। সাধারণত একটি ওসিআর সফটওয়্যারগুলোর কাজ হচ্ছে হাতে লেখা, টাইপরাইটারে টাইপ করা বা কাগজে মুদ্রিত কোনো টেক্সটকে কমপিউটারে ওয়ার্ড প্রসেসরের সাহায্যে সম্পাদনা করার মতো অবস্থায় নিয়ে যাওয়া। সিআরবিএলপির বানানো এই বাংলা ওসিআর সফটওয়্যারটি হাতে লেখা বাংলা ডকুমেন্ট পড়ার ব্যাপারে অতটা পারদর্শী না হলেও বাংলায় লেখা ইমেজ ডকুমেন্টকে ভালোভাবেই সম্পাদনযোগ্য টেক্সট ফরমেটে নিতে পারে। কিছু কিছু যুক্তাক্ষর পড়ার সময় সামান্য কিছু ভুল করলেও বাদবাকি টেক্সট রূপান্তর প্রক্রিয়া বেশ ভালোমানের হয়েছে বলা চলে। বাঙালির জন্য বাংলা ওসিআর বানিয়ে বাংলা ভাষার সাহিত্য ও মূল্যবান দলিলপত্র রক্ষা করার সুযোগ করে দেয়ার জন্য বিশেষ অবদান রেখেছেন মো: আবুল হাসনাত ও সৌর চৌধুরী। নতুন এই বাংলা ওসিআরের ভার্সন হচ্ছে ০.৬ আলফা। এটি সুষ্ঠুভাবে চালানোর জন্য আপনার পিসিতে ডটনেট ফ্রেমওয়ার্ক ভার্সন ২.০, ভিজ্যুয়াল সি++ ২০০৫ ও জাভা রানটাইম এনভায়রনমেন্ট থাকতে হবে। সফটওয়্যারটি ডাউনলোড করে একটু যাচাই করে নিতে পারেন। http://banglaocr.googlecode.com ঠিকানা থেকে বিনামূল্যে এই বাংলা ওসিআরটি ডাউনলোড করে নিতে পারবেন।

বাংলা ওসিআর ভিন্ন ভিন্ন প্লাটফর্মের জন্য ব্যবহারোপযোগী করে বানানো হয়েছে। এটি উইন্ডোজ, ম্যাক ওএসএক্স ও লিনআক্সের জন্য অবমুক্ত করা হয়েছে। বাংলাভাষী সফটওয়্যারগুলোর উন্নতি সাধনকারী প্রতিষ্ঠান সিআরবিএলপি থেকে বের হওয়া সফটওয়্যারগুলো গনুহ (GNU) পাবলিক লাইসেন্সের আওতায় বিনামূল্য বিতরণযোগ্য। ওপেনসোর্সের আওতাভুক্ত হওয়াতে এসব সফটওয়্যারের সোর্সকোড উন্মুক্ত, তাই দক্ষ প্রোগ্রামাররা এসব সফটওয়্যারের আরো উন্নতি সাধন করে বাংলা কমপিউটিংয়ের বিকাশে বিশেষ ভূমিকা রাখতে পারেন।

কজ ওয়েব

ফিডব্যাক : shmt_21@yahoo.com
পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
২০০৯ - মার্চ সংখ্যার হাইলাইটস
চলতি সংখ্যার হাইলাইটস