এমন একটা সময় ছিল যখন কমপিউটার ব্যবহারকারীদের প্রত্যেককেই কমপিউটারের সামনে অসীম ধৈর্য নিয়ে বসে থাকতে হতো। একটি কমান্ড দেয়ার পরে সে কমান্ডের ফল পেতে সময় লাগত প্রচুর। কারণ, সে সময়ের প্রসেসরগুলোর গতি ছিল কম। আর তাই যেকোনো কমান্ড প্রসেসিংয়ের জন্য অনেক সময় লাগত। কিন্তু সে সময়টা এখন আর নেই। বর্তমান সময়ের প্রসেসরগুলো খুবই গতিসম্পন্ন এবং উন্নতমানের। প্রযুক্তির উৎকর্ষের সাথে সাথে প্রতিনিয়ত উন্নত থেকে উন্নততর, বেশি থেকে বেশি গতিসম্পন্ন প্রসেসর বাজারে আসছে। আর এসব প্রসেসরের ব্যবহার কমপিউটার ব্যবহারকারীদের দিচ্ছে স্বাচ্ছন্দ্য ও পরিতৃপ্তি।
প্রসেসর নির্মাতা হিসেবে ইন্টেলের সুখ্যাতির কথা আমরা সবাই জানি। বিশ্বের বেশিরভাগ কমপিউটারেই আজকাল সাধারণত ইন্টেলের প্রসেসর ব্যবহার হয়। কিছুদিন পরপরই ইন্টেল বাজারে ছাড়ে এর তৈরি প্রসেসরের নতুন নতুন সংস্করণ। একটি সংস্করণ তার আগের সংস্করণের চেয়ে বেশি গতিসম্পন্ন ও সুবিধাদানকারী। সম্প্রতি ইন্টেল বাজারে ছেড়েছে ইন্টেল কোর আই ৭ প্রসেসর। এটি এ যাবতকালের সর্বসেরা ডেস্কটপ কমপিউটার প্রসেসর। আমাদের এ লেখার মূল বিষয়বস্ত্ত ইন্টেল কোর আই ৭।
প্রসেসরের জগতে এক অভাবনীয় পরিবর্তন এনেছে ইন্টেল কোর আই ৭। ইন্টেল টার্বো বুস্ট টেকনোলজি এবং ইন্টেল হাইপারথ্রেডিং টেকনোলজির সমন্বয়ে তৈরি এ প্রসেসর আপনার কাজে সর্বোচ্চ গতি দান করবে। কমপিউটারে মাল্টিটাস্কিং করার সময় সাধারণত আমরা পিসির সর্বোচ্চ পারফরমেন্স আশা করি। ইন্টেল কোর আই ৭ প্রসেসর ব্যবহারের মাধ্যমে আমরা পিসির সেই ধরনের পারফরমেন্স পেতে পারি। ডিজিটাল কনটেন্ট তৈরিতে সাধারণত প্রসেসরের গতি অনেক হতে হয়। ইন্টেল কোর আই ৭ ব্যবহারের মাধ্যমে আমরা খুব সহজেই সেই সুবিধা পেতে পারি। অ্যানিমেশন, গেম এবং ত্রিমাত্রিক ইমেজ তৈরিতে ইন্টেল কোর আই ৭ দিয়ে থাকে দারুণ পারফরমেন্স। ফটো গ্যালারির জন্য উন্নতমানের ইমেজ তৈরি করতে পারে এ প্রসেসর। যেকোনো ভিডিও এনকোড করার কাজে এ প্রসেসর অনন্য ভূমিকা রাখে। এছাড়া বর্তমান যুগের জনপ্রিয় সব বহুমাত্রিক গেম খেলার জন্য এটি চমৎকার পারফরমেন্স দিয়ে থাকে।
ইন্টেল কোর আই ৭ প্রসেসরের রয়েছে বৈচিত্র্যময় বৈশিষ্ট্য এবং এসব বৈশিষ্ট্যের মাধ্যমে পাওয়া যাবে নানাবিধ সুবিধা। এ লেখায় এসব বৈশিষ্ট্য ও সুবিধাসমূহ নিয়ে সংক্ষেপে আলোচনা করা হয়েছে।
কোয়াড কোর প্রসেসিং :
ইন্টেল কোর আই ৭ প্রসেসর একটি প্রসেসর প্যাকেজের মধ্যে চারটি আলাদা এক্সিকিউশন কোর সরবরাহ করে। এ চারটি স্বাধীন প্রসেসিং কোর অপারেটিং সিস্টেম ও অ্যাপ্লিকেশনগুলোকে অতিরিক্ত পারফরমেন্স প্রদানে সাহায্য করে। সুতরাং সাধারণ ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহারের মধ্য দিয়ে মাল্টিটাস্কিং ও মাল্টিথ্রেডেড পারফরমেন্স উপভোগ করতে পারবেন।
ইন্টেল হাইপারথ্রেডিং টেকনোলজি :
কোর আই ৭ প্রসেসরের প্রতিটি ফিজিক্যাল কোরে দুটি প্রসেসিং থ্রেড সরবরাহ করা হয়। সিস্টেমে যত বেশি থ্রেড থাকে, মাল্টিটাস্কিং তত সহজতর হয়। বিস্ময়কর ইন্টেল কোর আই ৭ প্রসেসর কম সময় অপেক্ষা করে একই সাথে অনেক কাজ করতে পারে।
ইন্টেল টারবো বুস্ট টেকনোলজি :
এ টেকনোলজি প্রয়োজনীয় প্রসেসরের ফ্রিকোয়েন্সি বাড়ায় এবং স্বয়ংক্রিয়ভাবে অধিকতর পারফরমেন্স বাড়ায়।
৮ মে.বা. ইন্টেল স্মার্ট ক্যাশ :
ইন্টেল কোর আই ৭ প্রসেসরের রয়েছে ৮ মে.বা. ধারণক্ষমতাসম্পন্ন স্মার্ট ক্যাশ। প্রসেসরের চারটি কোরের প্রতিটি এ ক্যাশ শেয়ার করে নেয়, যাতে বিভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় ডাটা স্টোরেজ ও ডাটা প্রসেসিংয়ের কাজ সম্পাদন করা যায়।
ইন্টেল ক্যুইকপাথ ইন্টারকানেক্ট :
ইন্টেলের সর্বশেষ সিস্টেম ইন্টারকানেক্ট ডিজাইন ব্যান্ডউইডথ বাড়ায় এবং সুপ্তাবস্থা (Latency) কমায়। এখানে ২৫.৬ গি.বা./সে.-এর মতো উচ্চগতির ডাটা ট্রান্সফার হয়।
০৬. ইন্টিগ্রেটেড মেমরি কন্ট্রোলার :
তিন চ্যানেলবিশিষ্ট ডিডিআর৩, ১০৬৬ মেগাহার্টজের একটি ইন্টিগ্রেটেড মেমরি কন্ট্রোলার ২৫.৬ গি.বা./সে. পর্যন্ত মেমরি পারফরমেন্স দিয়ে থাকে। প্রসেসরের প্রিফেসিং অ্যালগরিদমের সাথে সমন্বিতভাবে এ মেমরি কন্ট্রোলার সুপ্তাবস্থা কমায় এবং মেমরি ব্যান্ডউইডথ বাড়ায় যাতে ডাটাকেন্দ্রিক অ্যাপ্লিকেশনগুলোর জন্য বিস্ময়কর পারফরমেন্স সরবরাহ করতে পারে।
ইন্টেল এইচডি বুস্ট :
ইন্টেল কোর আই ৭-এ একটি সম্পূর্ণ এসএসই ৪ ইনস্ট্রাকশন সেট অন্তর্ভুক্ত থাকে, যা তাৎপর্যপূর্ণভাবে মাল্টিমিডিয়া ও কমপিউটিংকেন্দ্রিক অ্যাপ্লিকেশনসমূহের পারফরমেন্স বাড়ায়। ১২৮ বিটের এই এসএসই৪ ইনস্ট্রাকশনগুলোর থ্রোপুট (Throughput) হার ১/ক্লক সাইকেল যাতে একটি নতুন লেভেলের প্রসেসিং প্রদান করে।
ডিজিটাল থার্মাল সেন্সর (ডিটিএস) :
বেশি কর্মদক্ষতাসম্পন্ন প্রসেসর এবং প্লাটফর্ম সরবরাহের জন্য ডিজিটাল থার্মাল সেন্সর (ডিটিএস) রাখা হয়। ডিটিএস ক্রমাগতভাবে প্রতিটি প্রসেসিং কোরের তাপমাত্রা মাপতে থাকে। ক্রমাগতভাবে তাপমাত্রা মাপার এবং প্রসেসরের তাপমাত্রার পার্থক্য নিরূপণ করার ক্ষমতা যত দ্রুত প্রয়োজন তত দ্রুতভাবে সিস্টেমকে ঠান্ডা হতে সমর্থ করে। ফলে পিসির নয়েজ তাৎক্ষণিকভাবে কম হয়।
ইন্টেল ওয়াইড ডায়নামিক এক্সিকিউশন :
ইন্টেল কোর আই ৭ প্রসেসরের বৈশিষ্ট্য প্রতি ক্লক সাইকেলে অধিকতর ইনস্ট্রাকশন সরবরাহের মাধ্যমে কাজ করার গতি ও কর্মদক্ষতা উন্নত করে। প্রতিটি কোর সমন্বিতভাবে সর্বোচ্চ ৪টি পর্যন্ত ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে পারে।
ইন্টেল স্মার্ট মেমরি অ্যাকসেস :
এ বৈশিষ্ট্য মেমরি সাবসিস্টেমের ডাটা ব্যান্ডউইডথের ব্যবহার অপটিমাইজ করার মাধ্যমে এবং মেমরি অ্যাকসেসের সুপ্তাবস্থা কমানোর মাধ্যমে সিস্টেমের পারফরমেন্স বাড়ায়।
এ আলোচনা থেকে আপনারা বুঝতে পারছেন, ইন্টেল কোর আই ৭ প্রসেসর প্রচন্ড গতিসম্পন্ন এবং অন্যান্য প্রসেসরের তুলনায় অনেক বেশি সুবিধা প্রদানকারী। বর্তমানে তুলনামূলকভাবে মোটামুটি কম দামে প্রসেসরটি বাজারে পাওয়া যাচ্ছে।
কজ ওয়েব
ফিডব্যাক : rabbi1982@yahoo.com