গত সংখ্যায় আমরা দেখেছিলাম কিভাবে সিস্টেমে উবুন্টু ইনস্টল করতে হয়৷ আশা করি সেই নির্দেশনা অনুসারে অনেকেই সিস্টেমে লিনআক্স চালাতে পারছেন৷ আগে বলা হয়েছে লিনআক্স অপারেটিং সিস্টেমটি ঠিক উইন্ডোজের মতো নয়, একটু আলাদা৷ লিনআক্সের অনেক ডিস্ট্রিবিউশন আছে৷ আমাদের কাছে অনেক প্রশ্ন এসেছে, ডিস্ট্রিবিউশন বলতে লিনআক্সে আসলে কী বুঝায়৷ লিনআক্স যেহেতু ওপেন সোর্সভিত্তিক একটি অপারেটিং সিস্টেম তাই যেকেউ এর কার্নেলসহযোগে বিভিন্ন সংযোজন-বিয়োজন করে নিজের মতো করে অপারেটিং সিস্টেম বানাতে পারবেন৷ বিশ্বের নামীদামী অনেক সফটওয়্যার কোম্পানি এই সুবিধা কাজে লাগিয়ে নিজেদের ইচ্ছেমতো অপারেটিং সিস্টেম বানায় এবং তা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়৷ এগুলোই লিনআক্সের বিভিন্ন ডিস্ট্রিবিউশন হিসেবে পরিচিত৷ এ কারণে একেক কোম্পানির লিনআক্স একেক ধরনের৷ এই সংখ্যায় আমরা দেখিয়েছি কিভাবে ম্যান্ড্রিভা লিনআক্স সিস্টেমে ইনস্টল করতে হয়৷
লিনআক্স ধারাবাহিকের প্রথম পর্বে লিনআক্স ইনস্টলেশনের জন্য হার্ডড্রাইভের পার্টিশনিংয়ের প্রাথমিক ধারণা দেয়া হয়েছিল৷ লিনআক্সের যেকোনো ডিস্ট্রিবিউশনের জন্যই একইভাবে পার্টিশন করতে হবে৷ গত পর্বে দেখানো হয়েছিল কিভাবে হার্ডড্রাইভে পার্টিশন করা যায়৷ সিস্টেমে পার্টিশন করা না থাকলে একইভাবে পার্টিশন করে নিন৷ ম্যান্ড্রিভা লিনআক্স ইনস্টল করার জন্য এর বুটেবল সিডি বা ডিভিডি যোগাড় করে রাখুন৷ আপনার কাছাকাছি সফটওয়্যারের দোকান থেকে এটি যোগাড় করতে পারেন৷ আর যাদের মোটামুটি মানের ইন্টারনেট আছে, তারা ইচ্ছে করলে ডাউনলোড করে নিতে পারেন৷ ডাউনলোড করা ইমেজ (ফাইলটি) আইএসও এক্সটেনশনযুক্ত হবে৷ আইএসও এক্সটেনশনযুক্ত ফাইলের সুবিধা হচ্ছে, যেকোনো সিডি বা ডিভিডি রাইটিং সফটওয়্যার দিয়েই ইমেজটি রাইট করা যায়৷ ডাউনলোড করার জন্য http://www.mandriva.com/en/download সাইটটি ভিজিট করুন৷ যেহেতু এই ইমেজ ফাইলটির আকৃতি প্রায় একটি সিডির আকৃতির সমান, তাই ডাউনলোড করার জন্য ডাউনলোড এক্সেলারেটেড টাইপের সফটওয়্যার প্রয়োজন৷ কারণ, ডাউনলোড করার মাঝামাঝি সময়ে ফাইল ডাউনলোডে বিঘ্ন ঘটতে পারে৷ এই ফাইলটি ডাউনলোড করার জন্য বিট টরেন্ট ব্যবহার করা হয়েছে৷ বিট টরেন্ট ডাউনলোড করার জন্য http://www.bittorrent.com/download সাইটটি ভিজিট করুন৷ বিট টরেন্ট সিস্টেমে ইনস্টল করা হলে ম্যান্ড্রিভা লিনআক্স ডাউনলোডের বিট টরেন্ট ফাইলটি চালিয়ে দিলেই বুটেবল ম্যান্ড্রিভা লিনআক্স ডাউনলোড শুরু হবে৷ ডাউনলোড হয়ে গেলে কোনো সিডিতে রাইট করে নিন৷
ম্যান্ড্রিভা লিনআক্সের লাইভ সিডি কনসেপ্ট একটু আলাদা ধরনের৷ ডিফল্ট মোডে সাধারণত লাইভ ইনস্টল হবে৷ ম্যান্ড্রিভা লিনআক্স একটি অতিরিক্ত সুবিধা দেয়-সেটি হচ্ছে সিস্টেমে লিনআক্স ইনস্টল করা থাকলেও সিস্টেমের বুট লোডারকে কোনো পরিবর্তন না করে সিস্টেমে রাখা যায়৷ অর্থাৎ সিস্টেমে লিনআক্সের দুটি ডিস্ট্রিবিউশন একসাথে রাখা যায়৷ হার্ডড্রাইভে ইনস্টল করার পরও এক্ষেত্রে প্রতিবার ম্যান্ড্রিভা লিনআক্স প্রবেশের জন্য সিডি বা ডিভিডি থেকে বুট করতে হবে৷ লিনআক্সের একাধিক ডিস্ট্রিবিউশন ব্যবহার করতে চাইলে এটি একটি অসাধারণ সুবিধা৷ আমরা দেখিয়েছি কিভাবে ম্যান্ড্রিভা লিনআক্স হার্ডড্রাইভে রেখেই বুট লোডারের সাহায্যে চালানো যায়৷ আর যারা হার্ডড্রাইভের পার্টিশন ব্যবহার করে অন্যান্য অপারেটিং সিস্টেমের বুট লোডার পরিবর্তন না করেই এই লিনআক্স চালাতে চান তারা গত পর্বে দেয়া উবুন্টু লিনআক্স ইনস্টল করার মতো করেই এই লিনআক্স ইনস্টল করে নিতে পারেন৷ ম্যান্ড্রিভা লিনআক্স সরাসরি হার্ডড্রাইভ থেকে চালাতে চাইলে বুট করার সময় ভমটযধড মোডে এই লিনআক্স সিডি বা ডিভিডি থেকে বুট করতে হবে৷ এজন্য বুট করার পর ম্যান্ড্রিভা লিনআক্সের মেনু আসলে other option থেকে kernel option মোড থেকে noapic অপশন সিলেক্ট করতে হবে৷ নেভিগেশন করার জন্য F3 বা F4 চাপতে হতে পারে৷ সিলেক্ট করা হয়ে গেলে এন্টার চেপে লিনআক্সে বুট করুন৷
লিনআক্সে বুট করা হয়ে গেলে আপনাআপনিই ডেস্কটপ চলে আসবে৷ ডেস্কটপে একটি আইকন দেখতে পাবেন লাইভ ইনস্টল নামে৷ এই আইকনটি ক্লিক করে ম্যান্ড্রিভা লিনআক্স ইনস্টলেশন শুরু করুন৷ ইনস্টলেশনের বাকি অংশ উবুন্টু ইনস্টলেশনের মতোই৷ শুধু মাউন্ট পয়েন্ট সঠিকভাবে সিলেক্ট করতে হবে৷ যে পার্টিশনে এই লিনআক্স ইনস্টল করতে চান সেই পার্টিশনে মাউন্ট পয়েন্ট/সিলেক্ট করুন৷ সেই সাথে ফরমেট করার অপশনও ঠিক করে নিন৷ ফরমেট করে নেয়াই উচিত৷ তা না হলে এটি একটি এরর হিসেবে গণ্য হতে পারে৷ এর পরে অ্যাপ্লিকেশন ম্যানেজার লোড হলে প্রয়োজনীয় প্যাকেজ নির্ধারণ করে দিতে হবে৷ অবশ্য একবার ইনস্টল করা হয়ে গেলে ইনস্টলপরবর্তী সময়েও প্যাকেজ ইনস্টল বা আনইনস্টল করা যায়৷ এর পরে ইনস্টলেশন শুরু হবে৷ ইনস্টলেশন শেষ হয়ে গেলে বুট লোডার কনফিগারেশন করার মেনু আসবে৷ ঠিকমতো বুট লোডার মাস্টার বুট রেকর্ডে ( MBR) কনফিগার করে ফেলতে হবে৷ মনে রাখবেন, বুট লোডার ঠিকমতো কনফিগার করা না হলে বা লিনআক্সের বুট লোডার ইনস্টল করা না হলে লিনআক্স ইনস্টলেশন কোনো কাজে আসবে না৷ তাই বুট লোডার সঠিকভাবে এবং সতর্কতার সাথে কনফিগার করা জরুরি৷
ম্যান্ড্রিভা লিনআক্সে সাধারণত নরমাল মোডে রুট হিসেবে লগইন করা যায় না৷ রুট হিসেবে লগইন করতে হলে সেফ মোডে লিনআক্স চালু করতে হবে৷ এজন্য অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো কাজ করতে হলে সেফ মোডে লিনআক্স চালু করে রুট হিসেবে লগইন করতে হয়৷ সিস্টেম যখন হার্ডড্রাইভ থেকে বুট করে, তখন বুট লোডার থেকে সেফ মোড সিলেক্ট করে রুট হিসেবে লগইন করতে হয়৷ ডুয়াল বুটিং যারা করেন, তারা মাঝেমধ্যেই একটা সাধারণ সমস্যায় পড়েন৷ সেটি হচ্ছে কোনো কারণে উইন্ডোজ নতুন করে ইনস্টল করলে লিনআক্সের বুট লোডার মুছে যায় এবং সেই সিস্টেমের লিনআক্স আর ব্যবহার করা যায় না৷ ম্যান্ড্রিভাতে এই সমস্যার বেশ ভালো একটা সমাধান আছে৷ ম্যান্ড্রিভাতে আলাদাভাবে বুট লোডার কনফিগার করা সম্ভব৷ বুট লোডার (লিলোবা গ্রাব) কনফিগার করার জন্য রুট হিসেবে লগইন করে ম্যান্ড্রিভা কন্ট্রোল সেন্টার থেকে বুট লোডার কনফিগার করা যায়৷ আর উইন্ডোজ নতুন করে ইনস্টল করার পর বুট লোডার কনফিগার করার জন্য ম্যান্ড্রিভা লিনআক্সের সিডি থেকে বুট করে একইভাবে লাইভ ডেস্কটপের ম্যান্ড্রিভা কন্ট্রোল সেন্টার চালিয়ে বুট লোডার কনফিগার করলে নতুন করে লিনআক্স ইনস্টল না করে সিস্টেম চালানো যায়৷ এই সুবিধাটি ম্যান্ড্রিভা লিনআক্সে বেশ সহজেই পাওয়া যায় বলে ডুয়াল বুটিং এখন অনেক বিশ্বস্ত৷
লিআক্সে সবাই একটি সাধারণ সমস্যায় পড়েন সেটি হচ্ছে ডুয়াল বুটিং করার ক্ষেত্রে লিনআক্স থেকে উইন্ডোজের ফাইল পড়তে সমস্যা হয়৷ এই সমস্যার সমাধান খুব সহজেই করা যায়৷ আগামীতে এ বিষয়ে সমাধান দেয়া হবে৷
ফিডব্যাক : mortuza_ahmad@yahoo.com