• ভাষা:
  • English
  • বাংলা
হোম > ২০০৮ সালের আলোচিত ফ্রি ওয়েব ব্রাউজার
লেখক পরিচিতি
লেখকের নাম: মোহাম্মদ ইশতিয়াক জাহান
ইমেইল:rony446@yahoo.com:
মোট লেখা:৮৮
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০০৮ - ফেব্রুয়ারী
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
ইন্টারনেট
তথ্যসূত্র:
ইন্টারনেট
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
২০০৮ সালের আলোচিত ফ্রি ওয়েব ব্রাউজার

ইন্টারনেট ব্যবহার করার জন্য সবচেয়ে বেশি দরকার একটি টুল, যা দিয়ে ইন্টারনেট ব্রাউজ করা যায়৷ ওয়েবসাইট ব্রাউজিং, চ্যাটিং, সার্চিং, সফটওয়্যার ডাউনলোড করার জন্য ইন্টারনেট ব্রাউজারের গুরুত্ব অপরিসীম৷ ইন্টারনেট ব্যবহারকে সহজ করার জন্য বিভিন্ন কোম্পানি ওয়েবসাইটের ওপর নানা ধরনের সুবিধা দিয়ে তাদের টুলগুলো আপডেট করছে৷ অথবা নতুন নতুন সফটওয়্যার উপহার দিচ্ছে৷

বিভিন্ন ওয়েব ব্রাউজারের নতুন সব তথ্য নিয়ে কমপিউটার জগৎ-এর এবারের সংখ্যাটি সাজানো হয়েছে৷ নিচে দেয়া সব ওয়েব ব্রাউজার ফ্রি ডাউনলোড করা যাবে৷

ফায়ারফক্স ৩.০ বেটা ২



ফায়ারফক্সের ট্যাব ইন্টারফেস খুব সহজেই এবং সাবলীলভাবে ইন্টারনেটে ব্রাউজ করা যায়৷ ভাইরাস, পপআপ, স্পাইওয়্যার প্রোটেকশনের জন্য মজিলা ফায়ারফক্স অতুলনীয়৷ ফায়ারফক্স একটি ছোট, দ্রুত গতিসম্পন্ন ইন্টারনেট ব্রাউজারণ্ড যা অনেক সুবিধা প্রদান করছে৷

অটো পাসওয়ার্ড কমপ্লিট, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি ফিচার থাকায় কোনো কারণে ব্রাউজারটি বন্ধ হয়ে গেলেও সব পেজ অটো সেভ করে রাখে৷ ফলে আগের অবস্থান হতে ব্রাউজ করার সুবিধা পাওয়া যায়৷ এক্ষেত্রে সহায়তা দেয় সেফ অ্যান্ড রিকোভারি৷ বুকমার্কে ওয়েবপেজগুলো সেভ করে রাখা যায় এবং টুলবারে ওয়েব পেজগুলোকে শর্টকাট আইকন হিসেবে রাখা যায়, যা দিয়ে সহজে সেসব পেজকে এক ক্লিকে ওপেন করা যায়৷ আর কখনো হার্ডডিস্ককে ফরমেট অথবা নতুন অপারেটিং সিস্টেম ইনস্টল করার প্রয়োজন হলে বুকমার্কে রাখা ওয়েব পেজের লিঙ্কগুলোকে এক ক্লিকে কমপিউটারে সেভ করা যায়, যা পরে আবার এক ক্লিকে ব্রাউজারে স্টোর করা যায়৷

যা দরকার

পেন্টিয়াম ২৩৩ মে.হা. মানের কমপিউটার এবং ৫২ মেগাবাইট হার্ডডিস্ক স্পেস প্রয়োজন পড়বে এই ব্রাউজারটি ইনস্টল এবং ব্যবহার করতে৷ ফায়ারফক্স বেটা ভার্সনটি http://www.mozilla.com/en-US/firefox/all-beta.html এই সাইট থেকে ফ্রি ডাউনলোড করা যাবে৷

অপেরা ৯.৫০ বিল্ড ৯৭৪৫ আলফা

অপেরা দ্রুতগতিসম্পন্ন এবং ছোট ইন্টারনেট ব্রাউজার৷ নানা ধরনের সুবিধা দিয়ে ব্রাউজারটি আপডেট করা হয়েছে জানুয়ারি ২০০৮-এ৷ অপেরা ব্রাউজারকে কয়েকটি ভাগে ভাগ করা যায়, যার একটি হচ্ছে ইফিসিয়েন্সি সার্ফিং, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, মেইল অ্যান্ড চ্যাট, কাস্টোমাইজেশন, এক্সেসেবিলিটি, ওয়েব ডেভেলপমেন্ট এবং রয়েছে অন্যান্য ফিচার৷

ইফিসিয়েন্সি সার্ফিং : ইফিসিয়েন্সি সার্ফিংয়ে রয়েছে ট্যাব ব্রাউজিং, ইন্টিগ্রেটেড সার্চ, পপআপ ব্লকিং, ফাস্ট ফরওয়ার্ড, পাসওয়ার্ড ম্যানেজার, মাউস গেসচার, ক্যুইক প্রিফারেন্স, নোট এবং ভয়েস৷ ভয়েস অপশনটি চমত্কার, যা দিয়ে এই ব্রাউজারটিকে কন্ট্রোল করা যাবে৷

সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি :
এতে রয়েছে সিকিউরিটি বার, এনক্রিপশন, কুকি কন্ট্রোল, ডিলিট প্রাইভেট ডাটা যা ব্রাউজারকে সিকিউরিটি এবং প্রাইভেসি প্রদান করে থাকে৷

মেইল অ্যান্ড চ্যাট :
পপ/আইএমপি বিল্ট ইন অপেরা ব্রাউজার৷ আর আইআরসি (অৗউ) চ্যাট সমর্থন করে এই ব্রাউজার যা দিয়ে চ্যাট করাসহ ফাইল শেয়ার করা যাবে৷

কাস্টোমাইজেশন :
ড্র্যাগ অ্যান্ড ড্রপ, স্কিন, ল্যাঙ্গুয়েজ সুবিধাসহ এই ব্রাউজারটি চমত্কারভাবে সাজানো হয়েছে৷ এক্সেসেবিলিটি অপশনে রয়েছে জুম, টেক্সট সাইজ কালার, ইউআরএল স্টাইল শিট৷ ওয়েব ডেভেলপমেন্ট এবং স্পেসিয়াল ফিচারের মাঝে রয়েছে স্ট্যান্ডার্ড সাপোর্ট, স্মল অ্যান্ড ফুল স্ক্রিন মোড, ভ্যালিডেট কোড, ইনফো প্যানেলসহ নানা ধরনের সুবিধা৷ অপেরা ব্রাউজারটি http://www.opera.com সাইট থেকে ডাউনলোড করা যাবে৷

আভান্ট ব্রাউজার ১১.৫



আভান্ট ব্রাউজার ইন্টারনেট ব্যবহার করার জন্য একটি মাল্টি-উইন্ডো ব্রাউজার প্রয়োজন যা অনেকটাই ইন্টারনেট এক্সপ্লোরারের ওপর ভিত্তি করে তৈরি৷ এই ব্রাউজার অনেক দ্রুতগতিতে কাজ করতে পারে৷ এই ব্রাউজারটি ৪১টি ল্যাঙ্গুয়েজ সমর্থন করে৷

আভান্ট ব্রাউজারের উল্লেখযোগ্য দিক হচ্ছে ফ্ল্যাশ এনিমেশন ফিল্টার, বিল্ট-ইন অ্যাড/পপআপ ব্লকার, মাল্টি-উইন্ডো ব্রাউজিং, রিয়েল ফুল স্ক্রিন মোড, বিল্ট-ইন সার্চ ইঞ্জিন, ফুল আইই কম্প্যাটিবিলিটিসহ নানা ধরনের সুবিধা৷

কন্ট্রোল প্রাইভেসি :

এর মাধ্যমে খুব সহজে প্রাইভেসি সেট করা যায়৷ এতে রয়েছে অটো-ইন্টারনেট ট্রেস ডিলিট অপশন, অটো-কমপ্লিট পাসওয়ার্ড, হিস্ট্রি, কুকিজ ডিলিটসহ নানা ধরনের প্রাইভেসি সুবিধা৷

সেফ রিকোভারি :

কোনো কারণে যদি ব্রাউজারটি বন্ধ হয়ে যায়, তাহলে ব্রাউজারটি সব পেজ অটো সেভ করে রাখে যা পরে আগের অবস্থান হতে ব্রাউজ করার সুবিধা দেয়৷

যা দরকার

সিপিইউ : পেন্টিয়াম ৩০০ মে.হা. অথবা এএমডি সমমান৷ মেমরি : ১২৮ এমবি৷ ইন্টারনেট এক্সপ্লোরার : ৬.০৷ আভান্ট ব্রাউজারটি ফ্রি ডাউনলোড করা যাবে http://www.avantbrowser.com এই সাইট থেকে৷

গ্রিন ব্রাউজার ৪.৩.১১২২



গ্রিন ব্রাউজার হলো ফ্রি মাল্টিপল ইউজার ব্রাউজার যা আপনার চাহিদাসম্পন্ন ইন্টারনেট এক্সপ্লোরারের ওপর ভিত্তি করে বানানো হয়েছে৷ এই ব্রাউজারের উল্লেখযোগ্য দিক হচ্ছে : অ্যাড ফিল্টার, মাউস গেসচার, মাউস ড্র্যাগ, অটো ফিল ফরম, অটো স্ক্রল, অটো রিেফ্রশ, অটো হাইড, সার্চবার, এক্সটারনাল টুলবার, পেজ ম্যানেজার, ক্লিন সিস্টেম, শর্ট সেভ পেজসহ নানা ধরনের সুবিধা যা একজন ইউজারের চাহিদাকে পূরণ করবে৷ এই ব্রাউজারটি ট্যাববার সুবিধাও দিচ্ছে৷ সাইজের দিক থেকে ১.২৩ মেগাবাইট এবং ফ্রিওয়্যার৷

গ্রিন ব্রাউজার ডাউনলোড করা যাবে http://www.morequick.com/indexen.htm ওয়েবসাইট থেকে৷

ম্যাক্সথন ২.০.৭.১২৪৫



ম্যাক্সথন একটি ফ্রিওয়্যার টুল যা ইন্টারনেট ব্রাউজারের ওপর ভিত্তি করে বানানো হয়েছে৷ ম্যাক্সথন কম্বো একটি শক্তিশালী মাল্টিপল পেজ ব্রাউজার৷

সহজ সার্ফিং :

ট্যাব ব্রাউজিং, ক্যুইক সার্চ, সুপার ড্র্যাগ অ্যান্ড ড্রপ, মাউস গেসচার, আনডু লিস্ট, স্মার্ট এক্সেলারেটর, ফিড রিডারসহ নানা ধরনের সুবিধা দিচ্ছে ক্যুইক সার্ফিং হিসেবে৷

সিকিউর ব্রাউজিং :

প্রাইভেট ডাটাকে সহজে মুছে ফেলা যায় যা স্বয়ংক্রিয়ভাবে অথবা ম্যানুয়ালি মুছতে পারবেন৷ এই ব্রাউজার সম্পূর্ণ কাস্টোমাইজ করা যায়৷ অন্যান্য ফিচারের মধ্যে হচ্ছে ফেভরিটবার, ওয়েব সার্ভিস অন গো, ইউআরএল অ্যালায়েন্স, অটো কমপ্লিট, পেজ কীসহ নানা ধরনের সুবিধা৷

যা দরকার

৮০০ মে.হা.সম্পন্ন সিপিইউ, ৫১২ মে.বা. মেমরি, ৬৪ মে.বা. হার্ডডিস্ক স্পেস৷ ম্যাক্সথন ব্রাউজারটি ডাউনলোড করা যাবে www.maxthon.com ওয়েবসাইট থেকে৷

সব ওয়েব ব্রাউজারই নিয়মিত আপডেট হচ্ছে৷ এই প্রতিবেদনটি যখন প্রকাশ হবে তখন হয়তো আরো নতুন আপডেট চলে আসতে পারে৷ সেক্ষেত্রে আরো নতুন নতুন ফিচার এবং সুবিধা যোগ হবে৷ তাই ডাউনলোড করার আগে সফটওয়্যারের বর্ণনাটি একবার পড়ে নিলে বুঝতে পারবেন নতুন কোন সুবিধা যুক্ত হয়েছে৷

ফিডব্যাক : rony446@yahoo.com
পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
২০০৮ - ফেব্রুয়ারী সংখ্যার হাইলাইটস
চলতি সংখ্যার হাইলাইটস