লেখক পরিচিতি
লেখকের নাম:
রুবেল আহ্মেদ
মোট লেখা:১
লেখা সম্পর্কিত
এইচপি-সিএসএল রোড শো অনুষ্ঠিত
গত ৪ ডিসেম্বর থেকে ৬ ডিসেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় এইচপি-সিএসএল রোড শোণ্ডআইসিটি এওয়্যারনেস প্রোগ্রাম৷ এর আয়োজক ছিল কমপিউটার সোর্স লিমিটেড এবং হিউলেট প্যাকার্ড (এইচপি)৷ ‘কামভিজিট অ্যান্ড গেট ইন টাচ্ উইথ লেটেস্ট ইনোভেশন’ ছিল মেলার োগান৷ উােধনী অনুষ্ঠান ৪ ডিসেম্বর সকাল ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় এই মেলার উদ্বোধনী অনুষ্ঠান৷ এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য খন্দকার মোস্তাহিদুর রহমান৷ প্রদর্শনী এইচপিণ্ডসিএসএল রোড শোতে মোট ৬টি স্টল ছিল৷ এইচপি এবং কমপিউটার সোর্সের বিভিন্ন পণ্যের সমাহার ছিল এসব স্টলে৷ রোড শোতে হিউলেট প্যাকার্ড-এর প্যাভিলিয়নে ছিল এইচপি ব্র্যান্ডের বিভিন্ন ধরনের বিজনেস পিসি, ল্যাপটপ পিসি, ভয়েস মেসেঞ্জার, প্যাভিলিয়ন পিসি এবং এলসিডি মনিটর৷ এগুলোর মধ্যে অন্তর্ভুক্ত ছিলণ্ডএইচপি কমপ্যাক ডিএক্স ২২৯০ বিজনেস পিসিণ্ড ৩ বছরের ওয়ারেন্টি, দাম ৩৪ হাজার ৫০০ টাকা, এইচপি কমপ্যাক ডিএক্স ২৭০০ বিজনেস পিসিণ্ড ৩ বছরের ওয়ারেন্টি, দাম ৩৯ হাজার টাকা, এইচপি ৫২০ ল্যাপটপ পিসিণ্ড দাম ৫৯ হাজার ৯০০ টাকা, ১ বছরের ওয়ারেন্টি, এইচপি কমপ্যাক এনএক্স ৮৪২০ ল্যাপটপ পিসিণ্ড দাম ১ লাখ ৩ হাজার টাকা, ১ বছরের ওয়ারেন্টি, এইচপি কমপ্যাক এনসি ৬৪০০ ল্যাপটপ পিসিণ্ড ৩ বছরের ওয়ারেন্টি, দাম ১ লাখ ৩ হাজার ৫০০ টাকা, এইচপি কমপ্যাক এনএক্স ৬৩১০ ল্যাপটপ পিসিণ্ড দাম ৮১ হাজার ৫০০ টাকা, ১ বছরের ওয়ারেন্টি, এইচপি আইপিএকিউ ৫১২ ভয়েস মেসেঞ্জারণ্ড দাম ১৯ হাজার ৯০০ টাকা, ১ বছরের ওয়ারেন্টি, এইচপি প্যাভিলিয়ন পিসিণ্ড দাম ৩৭ হাজার ৫০০ টাকা, ওয়ারেন্টি ৩ বছর, এইচপি ডব্লিউ১৯০৭ ১৯ ইঞ্চি ওয়াইড এলসিডি মনিটরণ্ড দাম ২১ হাজার টাকা, এইচপি ডব্লিউ১৭ই ১৭ ইঞ্চি ওয়াইড এলসিডি মনিটরণ্ড দাম ১৬ হাজার ৫০০ টাকা, এইচপি প্যাভিলিয়ন ডিভি ২৪০৩ টিএক্স ল্যাপটপ পিসি, দাম ৯১ হাজার ৫০০ টাকা, এইচপি প্যাভিলিয়ন ডিভি ৬৬২৮ টিএক্স ল্যাপটপ পিসিণ্ড দাম ১ লাখ ২০ হাজার টাকা, এইচপি কমপ্যাক পেসারিও সি৭০২টিইউ ল্যাপটপ পিসিণ্ড দাম ৪৮ হাজার ৭৫০ টাকা, এইচপি কমপ্যাক পেসারিও ভি৬৬০২টিইউ ল্যাপটপ পিসিণ্ড দাম ৬৮ হাজার ৯০০ টাকা, এইচপি প্যাভিলিয়ন টিএক্স ১২১৩ এইউ ল্যাপটপ পিসিণ্ড দাম ১ লাখ ২০ হাজার টাকা৷ এগুলোর প্রতিটির ছিল ১ বছরের ওয়ারেন্টি৷ লেক্সমার্ক-এর প্যাভিলিয়নে ছিল বিভিন্ন ধরনের প্রিন্টার, যার প্রতিটির ছিল ১ বছরের ওয়ারেন্টি৷ এদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলণ্ডলেক্সমার্ক জেড ৭৩৫ ইঙ্কজেড ফটো প্রিন্টারণ্ড দাম ৩ হাজার টাকা, লেক্সমার্ক জেড ৬৪৫ ইঙ্কজেড কালার প্রিন্টারণ্ড দাম ৩ হাজার ৮০০ টাকা, লেক্সমার্ক এক্স ৪২৭০-অল ইন ওয়ানণ্ড দাম ৮ হাজার টাকা, লেক্সমার্ক ই১২০ এন লেজার প্রিন্টারণ্ড দাম ৮ হাজার ৫০০ টাকা, লেক্সমার্ক এক্স ৮৩৫০-অল ইন ওয়ানণ্ড দাম ১০ হাজার টাকা৷ ইমেশন-এর প্যাভিলিয়নে ছিল ইমেশন ও কিংস্টনের বিভিন্ন সাইজের পেনড্রাইভ৷ মেলা উপলক্ষে ১ গিগা পেনড্রাইভের দাম ছিল ১১০০ টাকা, যার স্বাভাবিক বাজার মূল্য ১৩০০ টাকা৷ মাইক্রোল্যাব-এর প্যাভিলিয়নে ছিল বিভিন্ন মডেলের স্পিকার৷ এগুলোর মধ্যে অন্তর্ভুক্ত ছিলণ্ড মাইক্রোল্যাব এম৫৮০ণ্ড বাজার মূল্য ১ হাজার ৫৫০, মেলায় মূল্য ছিল ১ হাজার ২৫০ টাকা, মাইক্রোল্যাব এম৮৯০ণ্ড বাজার মূল্য ২ হাজার ২৯০, মেলায় মূল্য ছিল ১ হাজার ৯৫০ টাকা, মাইক্রোল্যাব এম২৮০ণ্ড বাজার মূল্য ১ হাজার ৮৫০, মেলায় মূল্য ছিল ১ হাজার ৬৫০ টাকা, মাইক্রোল্যাব এফসি ৬৬০ণ্ড বাজার মূল্য ৩ হাজার ৯০০, মেলায় মূল্য ছিল ৩ হাজার ৫০০ টাকা৷ হেডি’র প্যাভিলিয় েQিল হেডি ব্র্যান্ডের বিভিন্ন ধরনের মোবাইল সেট, যার প্রতিটির সাথে ৫১২ মেগাবাইট মেমরি কার্ড ফ্রি ছিল৷ বিভিন্ন মডেলের মোবাইল সেটগুলোর মধ্যে ছিলণ্ডহেডি এইচ ৭১৭ণ্ড দাম ৬ হাজার ৫৯০ টাকা, হেডি ডি ৭৪৭ণ্ড দাম ৬ হাজার ৮৯০ টাকা৷ প্রতিটি মোবাইলের ছিল ১ বছরের ওয়ারেন্টি৷ ফিলিপস্-এর প্যাভিলিয়নে ছিল বিভিন্ন মডেলের মোবাইল সেট৷ এদের মধ্যে ছিলণ্ডফিলিপস্ পি ৫৯৮ (১.৩মেগাপিক্সেল ক্যামেরা), ফিলিপস্ পি ৩৯০ (২৬২কে. কালার ডিসপ্লে, ১.৩ মেগাপিক্সেল ক্যামেরা), ফিলিপস্ এস ৬৬০ (ভিজিএ ক্যামেরা), ফিলিপস্ এস ৮০০ (ক্যামেরা,মেলোডি কম্পোজার), জেনিয়াম ৯এট ৯আর (১.৩মেগাপিক্সেল ক্যামেরা, ৮.৩০ ঘণ্টা টকটাইম), ফিলিপস্ এস ২২০ (এফএমরেডিও),ফিলিপস্ এস ২৯২ (৪ওয়েনেভিগেশন কী), ফিলিপস্ ৫৮০ (এফএমরেডিও),ফিলিপস্ ৯এট ৯এইচ (জিনিয়াম সফটওয়্যার ফিচার), ফিলিপস্ ৯৬০ (১.৩মেগাপিক্সেল ক্যামেরা, ফ্ল্যাশ), ফিলিপস্ ৭৬৮ (২মেগাপিক্সেল ক্যামেরা), ফিলিপস্ এস ৯০০ (২মেগাপিক্সেল ক্যামেরা, ওয়্যারলেস ল্যান)৷ মেলার অন্যতম আকর্ষণ ছিল সিটিসেল জুম৷ এর মাধ্যমে মেলার দর্শকদের জন্য ১০ মিনিট করে ফ্রি ইন্টারনেট ব্রাউজিং করার সুবিধা রাখা হয়৷ মেলার প্রধান আকর্ষণ ছিল ক্যুইজ প্রতিযোগিতা৷ ক্যুইজের প্রথম পুরস্কার ছিল সিটিসেল জুম৷ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র শাকিল পায় এ পুরস্কার৷ কমপিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র নাফিস পায় ২য় পুরস্কার৷ পুরস্কারটি ছিল মাইক্রোল্যাবের স্পিকার৷ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ছাত্র রোমেল ৩য় পুরস্কার হিসেবে ১ গিগা পেনড্রাইভ লাভ করে৷ এভাবে মোট ১০টি পুরস্কার দেয়া হয়৷ মেলায় পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. খালেদ হোসেন এবং পরিবেশ বিজ্ঞানের শিক্ষক সৈয়দ আশফাকুর রহমান৷ বাংলা বিভাগের প্রফেসর ড. খালেদ হোসেন প্রদর্শনীর ভূয়সী প্রশংসা করেন এবং এ ধরনের প্রদর্শনী যেনো আরো হয় তা কামনা করে প্রদর্শনীর সমাপ্তি ঘোষণা করেন৷