লেখক পরিচিতি
লেখকের নাম:
মোহাম্মদ ইশতিয়াক জাহান
ইমেইল:rony446@yahoo.com:
মোট লেখা:৮৮
লেখা সম্পর্কিত
ফ্রি ওয়েব হোস্টিং
যারা কমপিউটারে কাজ করেন, তারা অনেক সময় নিজেদের দরকারি ফাইল, ডকুমেন্ট, ছবি, মেইল সংগ্রহ করা নিয়ে ঝামেলায় পড়েন৷ অনেকেই ইন্টারনেট ব্যবহার করেন৷ আর এই ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেড়ে চলেছে৷ অনেকেই নিজেদের দরকারি ফাইল বা ডকুমেন্টকে ই-মেইল অ্যাকাউন্টে স্টোর করে রাখেন৷ ডকুমেন্ট, এইচটিএমএল, পিএইচপি ফাইল স্টোর করার জন্য ফ্রি হোস্টিংয়ের সাইট রয়েছে৷ হোস্টিংয়ের ওপর এর আগে অনেক লেখা কমপিউটার জগৎ-এ ছাপা হয়েছে৷ আপনাদের সুবিধার্থে বেশ কিছু সাইটের নাম এবং সুবিধা নিয়ে এই প্রতিবেদনটি সাজানো হয়েছে৷ এই সাইটগুলোতে ফ্রি হোস্টিংয়ের ব্যবস্থা রয়েছে৷ কিছু কিছু সাইট ওয়েবসাইট তৈরি করার ব্যবস্থা দিচ্ছে৷ নিচে এসব সাইট সম্পর্কে আলোচনা করা হয়েছে৷
৩০০০এমবি
এই সাইটে রেজিস্ট্রেশন করলে একটি সাব ডোমেইন নেম পাবেন৷ সাথে পাবেন তিন হাজার মেগাবাইটের ব্যাপক ফ্রি ওয়েব স্পেস, যেখানে ব্যক্তিগত বা দরকারি ফাইল, ডকুমেন্ট আপলোড করতে পারবেন৷ এই সাইট ব্যক্তিগত অ্যাড সার্পোট করে৷ আর সাপোর্ট করে পিএইচপি স্ক্রিপ্টিং৷ আপলোড করার প্রক্রিয়া হচ্ছে এফটিপি, ওয়েব৷ অন্যান্য সুবিধার মধ্যে এই সাইটে মাল্টিপল ফ্রি হোস্টিং-অ্যাকাউন্টের সুবিধা দেবে, মাইএসকিউএল ডাটাবেজ সমর্থন করবে৷ এসব সুবিধা পাবেন ষষষ.৩০০০বঠ.ডমব সাইটে অ্যাকাউন্ট খুললে৷
১১০এমবি (রিভিউ)
এই সাইট সম্পর্কে আগে লেখা প্রকাশিত হয়েছিল৷ তখন এই সাইট মাত্র ২০০০ মেগাবাইট ফ্রি স্পেস দিয়েছিল৷ আর এখন সাইটটি ৫০০০ মেগাবাইট ওয়েব স্পেস দিচ্ছে৷ পিএইচপি, এসএসআই স্ক্রিপটিং সাপোর্ট করবে এই সাইট৷ ব্যান্ডউইডথ সর্বোচ্চ ৩০০ গিগাবাইট প্রতি মাসে৷ মাইএসকিউএল, পিএইচপি-মাই অ্যাডমিন, অ্যাড-অন ডোমেইন সমর্থন করে৷ সাইটটির অ্যাড্রেস হচ্ছে ষষষ.১১০বঠ.ডমব গিগাসিটিজ ২০ গিগাবাইটের বিশাল স্পেস দিচ্ছে এই সাইটটি৷ ব্যান্ডউইডথ লিমিট ৩০০ গিগাবাইট প্রতি মাসে৷ শুধু পিএইচপি স্ক্রিপটিং সমর্থন করে৷ আর সাথে মাইএসকিউএল ডাটাবেজ, অ্যাড-অন ডোমেইন নেম, ইনস্ট্যান্ট অ্যাকটিভেশন, ফ্রি ওয়েব সাইট কন্ট্রোল প্যানেলসহ নানা ধরনের সুবিধা দিচ্ছে৷ এফটিপি বা ওয়েব দু’ভাইে ফাইল আপলোড করতে পারবেন৷ সাইটির ঠিকানা হচ্ছে : ষষষ.থধথটডর্ধধণ্র.ভর্ণ৷
৫০ ওয়েব
মাত্র ৬০ মেগাবাইট স্পেস দিলেও এই সাইটের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে পপ িথ্র (ৃে3ে) ই-মেইল অ্যাকাউন্টের সুবিধা দেয়া৷ আপলোড করার প্রক্রিয়া হচ্ছে এফটিপি, ওয়েব৷ এই সাইটিতে এমপিথ্রি ফাইল আপলোড করতে পারবেন৷ সাইটির অ্যাড্রেস হচ্ছে : ষষষ.৫০ষণঠ্র.ডমব৷
টি৩৫
আনলিমিটেড ওয়েব স্পেস দিচ্ছে টি৩৫ আর সাথে থাকছে আনলিমিটেড ব্যান্ডউইডথ৷ এফটিপি, ওয়েব এই দুই পদ্ধতিতে ফাইল আপলোড করতে পারবেন৷ পিএইচপি, এসএসআই ফাইল সমর্থন করে৷ সবধরনের ফাইল এই সাইটটি সার্পোট করে৷ সাইটির অ্যাড্রেস হলো : ষষষর্.৩৫.ডমব৷ রেপিড শেয়ার এই সাইটটি আনলিমিটেড স্পেস দিচ্ছে৷ তবে প্রতিটি ফাইলের সাইজ সর্বোচ্চ ১০০ মেগাবাইটের মধ্যে সীমাবদ্ধ৷ সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই সাইটে কোনো অ্যাকাউন্ট খুলতে হয় না৷ দরকারি ফাইল, ডকুমেন্ট ব্রাউজ করে আপলোডে ক্লিক করে আপলোড করতে হয়৷ তবে আপলোড করার পর আপলোডের লিঙ্ক দেবে, যা আপনাকে সংগ্রহ করে রাখতে হবে৷ আর যদি কাউকে ফাইলটি দিতে চান, তবে আপলোড করার পর যে লিঙ্কটি পাবেন তা দিলেই হবে৷ ইচ্ছে করলে অ্যাকাউন্ট খুলেও আপলোড করতে পারবেন৷ অ্যাকাউন্ট খুললে পয়েন্টের সুবিধা পাবেন, যা দিয়ে ফ্রি প্রিমিয়ার অ্যাকাউন্ট পাবেন যেখানে কিছু শর্ত মেনে চলতে হবে৷ সাইটটির ঠিকানা হচ্ছে : ষষষ.রটযধঢ্রদটরণ.ডমব৷ উপরের সাইটগুলো হতে আপনার পছন্দের সাইটটি খুঁজে নিতে পারবেন৷ এই সাইটগুলোর মধ্যে কিছু কিছু ফ্রি ওয়েবসাইট খোলার সুবিধা দিচ্ছে৷ যারা ওয়েবসাইট খুলতে চান তারা নিজেরাই ওই সাইট থেকে ব্যক্তিগত ওয়েবসাইট খুলে নিতে পারবেন৷ নির্ধারিত স্পেসের অতিরিক্ত স্পেস প্রয়োজন পড়লে একাধিক অ্যাকাউন্ট খুলে একটির সাথে অন্যটির লিঙ্ক করে দিলেই বিশাল স্পেস পেয়ে যাবেন৷
বি: দ্র: উপরের উল্লেখিত সাইটগুলোর কোম্পানি যেকোনো সুবিধা বাড়ানো অথবা বাতিল করার অধিকার রাখে৷