• ভাষা:
  • English
  • বাংলা
হোম > সিস্টেম মেমরি ডিডিআর-২ র‌্যাম
লেখক পরিচিতি
লেখকের নাম: নাসিরুল ইসলাম
মোট লেখা:২
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০০৮ - জানুয়ারী
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
মেমরি
তথ্যসূত্র:
হার্ডওয়্যার
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
সিস্টেম মেমরি ডিডিআর-২ র‌্যাম

যে স্থানে পিসি তার চলমান প্রোগ্রামের বর্তমান ডাটা বা ইনফরমেশন অস্থায়ীভাবে রাখে তাই সিস্টেম মেমরি৷ কমপিউটারে বিভিন্ন ধরনের স্থায়ীণ্ডঅস্থায়ী স্টোরেজ বা মেমরি রয়েছে৷ তবে মেমরি বলতে মেইন মেমরিকেই বুঝায়৷ সেখানে প্রসেসর যে ইনস্ট্রাকশনসমূহ এ িক্সকিউট করে তা অস্থায়ীভাবে রাখা হয়৷ পিসির স্পিড বা সিস্টেম পারফরমেন্স নির্ভর করে প্রসেসরের স্পিড এবং সিস্টেম মেমরির স্পিডের ওপর৷ ফলে মেমরি আপডেট করেও সিস্টেমের পারফরমেন্স বাড়ানো যায়৷ এজন্য প্রথমেই প্রসেসিং স্পিড এবং সিস্টেম মেমরি কিভাবে সম্পর্কযুক্ত তা বুঝা উচিত৷ প্রসেসিং স্পিড সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ পিসির ব্রেইন হিসেবে কাজ করে৷ সিপিইউ বিভিন্ন ডিভাইস, অপারেটিং সিস্টেম ও অ্যাপ্লিকেশন হতে প্রয়োজনীয় তথ্য গ্রহণ করে এবং এদের সহায়তায় ইনস্ট্রাকশন প্রসেস করে৷ সিপিইউ মূলত ইনস্ট্রাকশনসমূহ গ্রুপে প্রসেস করে৷ এমন একটি গ্রুপকেই সিপিইউ সাইকেল বলে৷ সিপিইউর স্পিড মূলত পরিমাপ করা হয়ণ্ড এটি এক সেকেন্ডে কতগুলো সাইকেল প্রসেস করতে পারে তার ওপর৷ এক সেকেন্ডে একটি সাইকেল প্রসেস করাকে বলা হয় এক হার্টজ৷ এক মিলিয়ন সাইকেল প্রসেসিং পাওয়ার যুক্ত প্রসেসরকে বলা হয় এক মেগাহার্টজ প্রসেসর৷ বর্তমানে বাজারের সব প্রসেসরের ক্ষমতা দুই গিগাহার্টজের ওপরে৷ সিস্টেম মেমরি সিস্টেম মেমরির স্পিড বা প্রসেসিং পাওয়ার পিসির স্পিডের ওপর ব্যাপক প্রভাব ফেলে৷ ৠাম অস্থায়ী স্টোরেজ হিসেবে ব্যবহার হয়৷ এটি পিসির রানিং প্রোগ্রামের প্রয়োজনীয় তথ্য ধারণ করে৷ ৠামের ক্যাপাসিটি পূর্ণ হয়ে গেলে সিপিইউ হার্ডডিস্কে জরুরি তথ্য জমা রাখে৷ এরূপ তথ্য/ইনফরমেশন প্রয়োজনের সময় হার্ডডিস্ক হতে মেমরিতে আনা হয়৷ একে বলা হয় সোপায়িং প্রসেস৷ ফাইল শেয়ার করার ফলে পারফরমেন্স অনেক কমে যায়৷ কেননা এক্ষেত্রে প্রয়োজনীয় ডাটা রিড করার জন্য প্রথমত তাকে সিস্টেম মেমরিতে খুঁজতে হয়৷ এরপর হার্ডডিস্ক হতে প্রয়োজনীয় ডাটা সিস্টেম মেমরিতে নিয়ে আসতে হয়৷ বর্তমানে সিস্টেম মেমরি হিসেবে ডিডিআর ২ সবচেয়ে বেশি ব্যবহার হয়৷ বর্তমানে বাজারে যেসব মাদারবোর্ড পাওয়া যায় তা ডিডিআর ২ ৠাম সাপোর্ট করে৷ এ লেখায় ডিডিআর ২ সম্পর্কে আলোচনা করা হয়েছে৷ ডিডিআর ২ বা ডাবল ডাটারেট ২ একটি ৠানডম অ্যাক্সেস মেমরি যা কমপিউটার বা অন্যান্য ডিজিটাল ইলেকট্রনিক্স ডিভাইসের ডাটা স্টোরেজ হিসেবে ব্যবহার হয়৷ এটি এসডি ৠাম পরিবারের সদস্য হলেও এসডি ৠাম হতে অনেক উন্নত৷ এর প্রধান সুবিধা হলো এর এক্সটারনাল ডাটা বাস ডিডিআর এসডি ৠামের চেয়ে দ্বিগুণ স্পিডে অপারেট হয়৷ এটি সম্ভব হয়েছে ডিডিআর-২ ৠামের বাস সিগন্যালিংয়ের কারণে যা ১/২ ক্লক সাইকেলে অপারেট হয়৷ অন্য িদকে ডিডিআর-২ মেমরি সেল অপারেট হতে পূর্ণ একটি সাইকেল পর্যন্ত অপেক্ষা করতে হয়৷ এসডি ৠামের মতো ডিডিআর-২ ৠামও কতগুলো মেমরি সেলে বিভক্ত এবং ক্লক সাইকেল ব্যবহার করে তা সিনক্রোনাইজ করে৷ ডিডিআর-২ এর সাথে ডিডিআর-এর প্রধান পার্থক্য হলো ডিডিআর-২ এর বাস ক্লক দ্বিগুণ স্পিডে কাজ করে ফলে ৪ * ৪ বাইট ডাটা প্রতি সাইকেলে ট্রান্সফার হয়৷ যার ফলে মেমরি সেলের প্রসেসিং স্পিড না বাড়িয়েও ডিডিআর-২ দ্বিগুণ বাস স্পিডে পাওয়া যায়৷ ডিডিআর এবং ডিডিআর-২-এর পার্থক্য ডিডিআর মেমরি ২৬৬ মে. হা., ৩৩৩ মে. হা. এবং ৪০০ মে. হা. ক্ষমতাসম্পন্ন বাজারে পাওয়া যায়৷ অন্য িদকে ডিডিআর-২ ৪০০ মে. হা., ৫৩৩ মে. হা., ৬৬৭ মে. হা. এবং ৮০০ মে. হা. পর্যন্ত বাজারে পাওয়া যায়৷ ডিডিআর এবং ডিডিআর-২ উভয়ই প্রতি ক্লকে ২টি ডাটা ট্রান্সফার করে৷ মেমরি স্পিড ক্লক নমিন্যাল ক্লকে প্রকাশ করা হয়৷ তাই রিয়েল ক্লক ভ্যালু পাওয়ার জন্য নমিন্যাল ক্লকে দুই দিয়ে ভাগ করা হয়৷ যেমন ডিডিআর-২ ৬৬৭ মেমরি, প্রকৃতপক্ষে ৩৩৩ মে. হা. কাজ করে৷ ডিডিআর-২ মেমরি ডিডিআর-এর তুলনায় কম পাওয়ার ব্যবহার করে৷ ডিডিআর-২-এর প্রয়োজন হয় ১.৮ ভোল্ট, অন্য িদকে ডিডিআর-২-এর প্রয়োজন হয় ২.৫ ভোল্ট৷ ডিডিআর মেমরি মাদারবোর্ডের সাথে যুক্ত থাকে তাই এর রেজিস্ট্রেটিভ টারমিনেশনের প্রয়োজন হয়৷ অন্য িদকে ডিডিআর-২-এর মেমরি সার্কিট মেমরি চিপের সাথে যুক্ত থাকে৷ অর্থাত্ ডিডিআরের মেমরি সিগন্যাল শেষ হয় মাদারবোর্ডে, অন্য িদকে ডিডিআর-২-এ মেমরি সিগন্যাল শেষ হয় চিপে৷ প্রতিটি মেমরি চিপে টারমিনেট হওয়ার সিগন্যাল অনেক শ িক্তশালী হয় এবং ই িন্ট্রগ্রেট হয়৷ ডিডিআর, ডিডিআর-২-এর সাইজ দেখতে একই রকম, তবে ডিডিআর-এ মডিউলে ১৮৪টি পিন অন্য িদকে ডিডিআর-২ মেমরিতে রয়েছে ২৪০টি কন্টাক্টর পিন৷ যার ফলে ডিডিআরের টে ডিডিআর-২ বসানো সম্ভব নয়৷ ডিডিআর-২ চিপ বিজিএ (বলগ্রিড অ্যারে) প্যাকেজিং ব্যবহার করে৷ ডিডিআর-২ টিএসওপি (থিন স্মল আউটলাইন প্যাকেজ) ব্যবহার করে তৈরি করা হয়েছে৷ ডিডিআর ল্যাটেনসি প্যারামিটার ২, ২.৫ অথবা ও ক্লক সাইকেল হতে পারে৷ অন্য িদকে ডিডিআর-২-এর ক্লক সাইকেল হতে পারে ৩, ৪ অথবা ৫৷ ডিডিআরের মডিউল সর্বোচ্চ হতে পারে ৬.৪ গি. বা.৷ অন্য িদকে ডিডিআর-২ মডিউল ব্যান্ডাউইডথ সর্বোচ্চ ১০.৬ গি. বা. পর্যন্ত হতে পারে৷ ডিডিআর-২ মেমরির রাইট ল্যাটেনসি পেতে হলে রিড ল্যাটেনসি হতে ১ বিয়োগ করতে হবে৷ ডিডিআর-২ ৠামের চিপ স্পেসিফকেশন আমরা আগেই জেনেছি, ডিডিআর-২-এ ৠাম ৫৩৩, ৬৬৭ এবং ৮০০ মে. হা. এ পাওয়া যায়৷ আপাতদৃষ্টিতে মনে হতে পারে, ৮০০ মে. হা. সবচেয়ে ভালো পারফরমেন্স দেখাবে৷ কিন্তু এটি নির্ভর করে কি ধরনের অ্যাপ্লিকেশন আপনি ব্যবহার করবেন এবং মেমরি আপনার প্রসেসরের সাথে খাপ খায় কিনা তার ওপর৷ যেমন, বেশ কিছু অ্যাপ্লিকেশনের জন্য ডিডিআর-২ ৬৬৭ সবচেয়ে ভালো পারফরমেন্স দেখায়৷ আবার মেমরি ফ্রিকোয়েন্সি ইন্টেল এবং এএমডির ক্ষেত্রে ভিন্ন ইফেক্ট দেখায়৷ তাই মেমরি আপডেটের আগে তা প্রসেসরের সাথে খাপ খায় কিনা জানা প্রয়োজন৷ মেমরির পরিপূর্ণ ক্ষমতা প্রসেসর নিতে পারছে কিনা তা জানার জন্য প্রসেসরের ক্লক স্পিড (মেগা হার্টজে প্রকাশিত) কে মেমরির স্পিড (ডিডিআর-২)দিয়ে ভাগ করতে হবে৷ এতে য িদ ই িন্টজার মান পাওয়া যায় তবে মেমরির পূর্ণ ক্ষমতা/ িস্পড আপনি পাচ্ছেন৷ যেমন এএমডি এথলন ৬৪ *২ ৪৮০০+ এর ক্লক ২.৪ গি. হা., অর্থাত্ ২৪০০ কে ২৬৬ (ডিডিআর ৫৩৩/২) দিয়ে ভাগ করে আমরা পাই ৯ যা ই িন্টজার ভ্যালু৷ অর্থাত্ এক্ষেত্রে আমরা সর্বোচ্চ দক্ষতার মেমরি ব্যবহার করতে পারছি৷ একই কথা ডিডিআর ৮০০ এর ক্ষেত্রেও প্রযোজ্য৷ কেননা ২৪০০ কে ৪০০ দিয়ে ভাগ করলে আমরা ই িন্টজার পাই৷ অসুবিধা দেখা যায় ডিডিআর-২ ৬৬৭-এর ক্ষেত্রে কারণ ২৪০০ কে ৩৩৩ দিয়ে ভাগ করলে আমরা পাই ৭.২ যা ই িন্টজার নয়৷ এক্ষেত্রে ২.৪ গি. হা. প্রসেসরের সাথে ডিডিআর-২ ৬৬৭ ব্যবহার করলে তা কাজ করে ৬০০ মে. হা. যাকে ২ দিয়ে ভাগ করলে আমরা পাই ৩০০ এবং ২৪০০ কে ৩০০ দিয়ে ভাগ করলে আমরা পাই ৮ বা পূর্ণ সংখ্যা৷ এক্ষেত্রে এফএসবি (ফন্ট সাইড বাস) এবং মাল্টিপাওয়ার এমনভাবে সেট করা হয় যেন আমরা ই িন্টজার ভ্যালু রেজাল্ট হিসেবে পাই৷ ফিডব্যাক : রণঢল০০০৭আহটদমম.ডমব
পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
২০০৮ - জানুয়ারী সংখ্যার হাইলাইটস
চলতি সংখ্যার হাইলাইটস