• ভাষা:
  • English
  • বাংলা
হোম > তথ্যপ্রযুক্তিতে প্রতিবন্ধীদের ইপসার ভূমিকা
লেখক পরিচিতি
লেখকের নাম: কামাল আরসালান
মোট লেখা:৫৩
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০০৭ - ডিসেম্বর
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
শেয়ারওয়্যার
তথ্যসূত্র:
নীতিপ্রসঙ্গ
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
তথ্যপ্রযুক্তিতে প্রতিবন্ধীদের ইপসার ভূমিকা

বাংলা স্ক্রিন রিডার সফটওয়্যার চাই তথ্যপ্রযুক্তিতে প্রতিবন্ধীদের
প্রবেশাধিকারে ইপসা ভূমিকা রাখছে


দেশে তথ্যপ্রযুক্তির প্রসারের সাথে সাথে এখন প্রতিবন্ধীরাও এর সাথে যুক্ত হচ্ছে৷ এরাও কমপিউটার প্রশিক্ষণে অংশ নিয়ে কমপিউটারের সবধরনের সুবিধা ব্যবহারে সচেষ্ট হয়েছে৷ প্রতিবন্ধীদের কমপিউটার প্রশিক্ষণের অগ্রণী ভূমিকা রাখছে ইপসা YPSA তথা Young Power in Social Action ৷ এটি চট্টগ্রামের একটি অন্যতম এনজিও৷ দরিদ্র জনগোষ্ঠির ভাগ্য উন্নয়নে ও পরিবর্তনে আইসিটির ব্যবহারের ক্ষেত্রে এই সংস্থাটি খুবই সচেতন৷ দেশে ১ কোটি ২০ লাখেরও বেশি প্রতিবন্ধী রয়েছে৷

এর মধ্যে শতকরা ১০ ভাগ অন্ধ বা দৃষ্টি প্রতিবন্ধী৷ বিভিন্নভাবে এই ভাগ্য বিড়ম্বিত জনগোষ্ঠির উন্নয়নের প্রচেষ্টায় একসময় ইপসা কর্তৃপক্ষ আগ্রহী হয়ে ওঠেন৷ প্রতিবন্ধীদের, বিশেষ করে দৃষ্টি প্রতিবন্ধীদের আইসিটি প্রশিক্ষণ দিয়ে তাদের ভাগ্যোন্নয়ন করার উদ্যোগ নেয় ইপসা৷ ওই সময় ইপসায় কর্মরত ছিলেন ভাস্কর ভট্টাচার্য নামে একজন দৃষ্টি প্রতিবন্ধী৷ তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে মাস্টার্স করেছেন৷ তাছাড়া তিনি ডাসকিনলিডারশিপ প্রকরে অধীনে জাপানে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কমপিউটার ও তথ্যপ্রযুক্তিবিষয়ক এক বছরের প্রশিক্ষণ নিয়েছেন৷ সেখানে তিনি ডেইজি তথা Daisy (Digital Accessible Information System) বিষয়ে বিশেষ প্রশিক্ষণ নেন৷ জাপান থেকে ফেরার পথে ব্যাংককে একই প্রকল্পের অধীনে প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং ক্যাপাসিটি বিল্ডিংয়ের ওপর সপ্তাহব্যাপী কোর্সে অংশ নেন৷

২০০৫ সালে ইপসার অফিসেই গড়ে তোলা হয় ইপসা আইসিটি অ্যান্ড রিসোর্স সেন্টার ফর দি ডিজাবল্ড এবং আইসিটি ট্রেনিংয়ের দায়িত্ব দেয়া হয় ভাস্কর ভট্টাচার্যকে৷ এ সেন্টারের মূল লক্ষ্য দৃষ্টি প্রতিবন্ধীসহ সব ধরনের প্রতিবন্ধীদের আইসিটি ট্রেনিং দেয়া৷ লক্ষ করা গেছে এ ট্রেনিং নেয়ার পর প্রতিবন্ধীরা যথেষ্ট আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ পায়৷



চিত্র : তথ্যপ্রযুক্তিতে প্রতিবন্ধীদের প্রবেশাধিকারের দাবিতে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে ইপসার আয়োজিত সেমিনারে দৃষ্টি প্রতিবন্ধী ভাস্কর ভট্টাচার্য (সর্ববামে) ল্যাপটপের মাধ্যমে প্রেজেনটেশন করছেন।

এ সেন্টারে দৃষ্টি প্রতিবন্ধীরা ব্যবহার করছেন স্ক্রিন রিডিং সফটওয়্যার৷ এই সফটওয়্যার কমপিউটার স্ক্রিনে দৃশ্যমান টেক্সট পড়ে শোনায়৷ এর ফলে দৃষ্টি প্রতিবন্ধীরা এখন দৈনিক পত্রিকার খবরাখবর শুনতে পাচ্ছেন৷ কিন্তু দুঃখের বিষয়, বাংলা স্ক্রিন রিডিং না থাকায় তাদের শুধু ইংরেজি পত্রিকার মধ্যে সীমিত থাকতে হচ্ছে৷ ইংরেজির জন্য যে স্ক্রিন রিডার সফটওয়্যার ব্যবহার করা হয় তার নাম JAWS তথা Job Access With Speech ৷ এই সফটওয়্যারটি জাপানি ভাষার জন্যও ব্যবহার করা যায়৷ এ ব্যাপারে যদি বাংলা সফটওয়্যার নির্মাতা বা গবেষকরা এগিয়ে আসেন এবং বাংলা স্ক্রিন রিডিং সফটওয়্যার তৈরি হয়, তবে দেশের সব দৃষ্টি প্রতিবন্ধীই বাংলা পত্রিকা ও বই পড়ার সুযোগ পাবেন৷

প্রশিক্ষিত প্রতিবন্ধীরা এখন ইন্টারনেট ব্যবহারেও পারদর্শী৷ এরা ই-মেইল পাঠাতে ও রিসিভ করতে এবং বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করতে পারেন৷ তবে আমাদের দেশের ওয়েবসাইটগুলো তাদের জন্য ঢোকার উপযোগী না হওয়ায় তারা সেগুলো পড়তে পারছেন না৷ এখানে উল্লেখ্য, দৃষ্টি প্রতিবন্ধীরা মাউস ব্যবহার করতে না পারায় ওয়েবসাইট ডিজাইন করার সময় বিশেষ কিছু প্রক্রিয়া গ্রহণ করলে ওয়েবসাইটটি প্রতিবন্ধীদের উপযোগী হয়ে যাবে৷ বাংলাদেশে ইপসাই প্রথম প্রতিবন্ধীবান্ধব ওয়েবসাইট চালু করেছে৷

ইপসার এই সেন্টারে বাংলাদেশের প্রথম ও একমাত্র ডিজিটাল এক্সেসিবল ইনফরমেশন সিস্টেম যাতে ডেইজি ইনস্টল করা হয়েছে৷ ডেইজি হলো দৃষ্টি প্রতিবন্ধী ও নিরক্ষর মানুষদের জন্য ডিজিটাল টকিং বুক তৈরির আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি স্ট্যান্ডার্ড৷ সুইজারল্যান্ডে স্থাপিত ডেইজি কনসোর্টিয়াম কয়েকটি আন্তর্জাতিক এনজিও সংস্থার মাধ্যমে তার বিশ্বব্যাপী কার্যক্রম পরিচালনা করছে৷ উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বিরাজমান ডিজিটাল ডিভাইড কমানো এবং প্রিন্ট ডিজ্যাবলডদের তথ্যভাণ্ডারে অংশ নেয়ার সুযোগ করে দেয়ার জন্যই এর কার্যক্রম পরিচালিত হচ্ছে৷ ২০০৩ সাল থেকে ৫ বছরের জন্য জাপানের নিপ্পন ফাউন্ডেশনের সহযোগিতায় চালু হয়েছে ডেইজি ফর অল কার্যক্রম৷

এই কার্যক্ররে লক্ষ্য হলো সব প্রকাশিত তথ্যভাণ্ডারকে অর্থাত্ (বই ও অন্যান্য প্রকাশনাকে) দৃষ্টি প্রতিবন্ধী ও নিরক্ষর মানুষের কাছে ডিজিটাল প্রকাশনার মাধ্যমে পৌঁছে দেয়া৷ বাংলাদেশে ইপসাকে ডেইজির ফোকাল পয়েন্ট সংস্থা হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে৷ ইপসার প্রোগ্রাম অফিসার ভাস্কর ভট্টাচার্যকে ফোকাল পার্সন হিসেবে মনোনীত করা হয়েছে৷ এর পরিপ্রেক্ষিতে ইপসা ডেইজি ফর অল শীর্ষক জাতীয় ওয়ার্কশরে এবং ডিজিটাল টকিং বুক প্রোডাক্টশনের বিষয়ে প্রথম ফোকাল পয়েন্ট ট্রেনিংয়ের আয়োজন করেছিল৷ জাপান থেকে ৪ জন্য প্রশিক্ষক এসে এই কোর্স পরিচালনা করেন৷ ইপসা ২০০৫ সাল থেকে বাংলাদেশে ডেইজি কার্যক্রম শুরু করেছে৷
ডেইজি স্ট্যান্ডার্ডের মাধ্যমে যেকোনো ডিজিটাল টকিং বই সহজভাবে হেডিং, চ্যাপ্টার ও পেজ অনুসারে পড়া যায়৷ সাধারণত এই টকিং বইগুলো মানুষের কণ্ঠস্বর দিয়েই করা হয়৷ একটা সিডিতে ৫০ ঘণ্টা পর্যন্ত রেকর্ড করা সম্ভব, যা ৫০টা ক্যাসেটের সমতুল্য৷ নিরক্ষর মানুষদের জন্য ও টকিং বুক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে৷ ইপসা ইতোমধ্যে ডেইজি ফরমেটে প্রাথমিক চিকিত্সা, স্বাস্থ্য, সাহিত্য, ছোটগল্প, কৃষি, এইচআইভি, প্রাকৃতিক দুর্যোগ, প্রতিবন্ধিতা, শিশু ও নারীনীতি, আইন, ইংলিশ গ্রামার ইত্যাদি বিষয়ে ১০০টি ডিজিটাল টকিং বুক তৈরি করেছে৷ ইউএনডিপির সহযোগিতায় আইন বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ টকিং বুক করার কাজ চলছে৷ এর ফলে দৃষ্টি প্রতিবন্ধীরা আইন বিষয়ে বিশেষভাবে উপকৃত হবেন৷ এছাড়া ইপসা এসএসসি ও এইচএসসির সব টেক্স বুক ডিজিটাল টকিং বুকে রূপান্তরের একটা ব্যাপক পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে৷ পরিকল্পনাটি বাস্তবায়িত হলে দেশের দৃষ্টি প্রতিবন্ধীরা নিজেদেরকে শিক্ষিত করে গড়ে তোলার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনবে৷

২০০৬ সালে জাতিসংঘের আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের থিম ছিল তথ্যপ্রযুক্তিতে প্রতিবন্ধীদের প্রবেশাধিকার উন্নয়ন ইপসা কর্তৃপক্ষ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে চট্টগ্রামে প্রথমবারের মতো সেমিনারের আয়োজন করে৷ সেমিনারে দৃষ্টি প্রতিবন্ধী ভাস্কর ভট্টাচার্য কমপিউটার ব্যবহার করে প্রেজেন্Uশেন দেখান, তখন সেমিনারে উপস্থিত অতিথিরা চমত্কৃত হন এবং উপলব্ধি করেন, প্রতিবন্ধীরাও তথ্যপ্রযুক্তি ব্যবহার করতে সক্ষম৷ তাদেরকে অবশ্যই তথ্যপ্রযুক্তির ট্রেনিং ও ব্যবহারের সুযোগ দিতে হবে৷

প্রতিবন্ধীদের তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণের জন্য ইপসার সুসজ্জিত কমপিউটার ল্যাব আছে৷ প্রতি ব্যাচে ২৫ জন শিক্ষার্থী অংশ নিতে পারেন৷ এখন পর্যন্ত প্রায় ৫০ জন প্রতিবন্ধীকে আইসিটি ট্রেনিং দেয়া হয়েছে৷ ইপসা কর্তৃপক্ষ তাদের কার্যক্রম আরো সম্প্রসারিত করার পরিকল্পনা করছেন৷ সংস্থা থেকে আরো কয়েকজন প্রতিবন্ধীকে জাপানে প্রশিক্ষণের জন্য পাঠানো হচ্ছে৷ এরা এক বছর পর দেশে আসলে আরো অধিক সংখ্যায় প্রতিবন্ধীদের আইসিটি ট্রেনিং দেয়া সম্ভব হবে৷ ইপসার এই কার্যক্রম সফল হলে দেশের দৃষ্টি প্রতিবন্ধীসহ অন্যান্য প্রতিবন্ধীরাও দক্ষ জনশক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে সক্ষম হবেন৷

ফিডব্যাক : kkarsalan@yahoo.com
পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
২০০৭ - ডিসেম্বর সংখ্যার হাইলাইটস
চলতি সংখ্যার হাইলাইটস