• ভাষা:
  • English
  • বাংলা
হোম > সফটওয়্যারের কারুকাজ
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ
মোট লেখা:১০৪১
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০০৭ - ডিসেম্বর
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
ট্রিকস ‍এন্ড টিপস
তথ্যসূত্র:
সফটওয়্যারের কারুকাজ
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
সফটওয়্যারের কারুকাজ

গ্রাফের জন্য নিজস্ব টেম্পলেট তৈরি করা

স্প্রেডশিট অ্যাপ্লিকেশনের ডিফল্ট চার্ট অপশন ব্যবহার করা বেশ কঠিন৷ এটি সম্ভব হয় টাইপ, নেম, অক্ষর এবং অন্যান্য ফরমেটিং কাস্টোমাইজিংয়ের পর যা আপনার ডাটা সেটে যথাযথভাবে ডিসপ্লে করে৷ যদি ফাংশন প্রায় দরকার হয়, তাহলে তা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়৷

আপনি যেকোনো গ্রাফ সেভ করতে পারেন, হুবহু সেরকম যেভাবে কাস্টোমাইজড টেম্পলেট চান এ কাজটি করার জন্য৷ কাঙিক্ষত ফরমেটে ডামি গ্রাফ তৈরি করুন৷ এরপর গ্রাফে রাইট ক্লিক করে Chart type সিলেক্ট করুন৷ Custom types ট্যাবে সুইচ করুন এবং Select from ফিল্ড থেকে User defined অপশন সিলেক্ট করুন৷ Add বাটনে ক্লিক করুন৷ এবার Add Custom Chart Type ডায়ালগে আপনার নতুন গ্রাফের জন্য চার্ট টাইপের জন্য নাম ও ডেসক্রিপশন টাইপ করে ওকেতে ক্লিক করুন৷ এরপর আরো গ্রাফ তৈরি করার জন্য চার্ট বাটনে ক্লিক করুন৷ পরে এই ফরমেটে গ্রাফ তৈরি করতে চাইলে ডায়ালগ বক্সে Custom typesa432 ট্যাবে ক্লিক করুন৷ User-defined অপশন সিলেক্ট করুন৷ এরপর লিস্ট থেকে টেম্পলেট সিলেক্ট করুন৷ এবার নেক্সটে ক্লিক করুন৷ কোনো পরিবর্তন না করে উইজার্ডের পরবর্তী ধাপ নিশ্চিত করুন৷ এই টেম্পলেট বিদ্যমান চার্টকে মডিফাই করার জন্যও ব্যবহার করা যেতে পারে৷

Safely Remove Hardware -এ বল প্রয়োগ করা

Safely Remove Hardware টাস্কবারটি বেশ গুরুত্বপূর্ণ, বিশেষ করে যখন গুরুত্বপূর্ণ ডাটাসহ স্টোরেজ ড্রাইভকে অপসারণ করা হয়৷ এই পদ্ধতি নিশ্চিত করবে যে, ড্রাইভ অপসারণের সময় ডাটা নিরাপদ থাকবে এবং সব রিড/রাইট কাজ সম্পন্ন হবে অপারেটিং সিস্টেম লেভেলে৷ যদি কোনো কারণে আইকন আবির্ভূত না হয়, তাহলে নিচে বর্ণিত ধাপগুলো সম্পন্ন করুন:

স্টার্ট মেনুতে Run সিলেক্ট করুন৷
rundll32.exe, shell32.exe, Control_Rundll holplug.dll কমান্ড টাইপ করে এন্টার প্রেস করুন৷

add remove ডায়ালগ বক্স ওপেন হবে এবং আপনি যে ডিভাইস রিমুভ করতে চান, তা নিরাপদে সিলেক্ট করে ডিজাবল করতে পারেন৷

ডায়ালগ বক্সে দ্রুতগতিতে এক্সেস করতে চাইলে এর জন্য লিঙ্ক তৈরি করুন ডেস্কটপে শর্টকাট হিসেবে৷

একটি টেক্সট এডিটর ওপেন করুন৷ যেমন নোটপ্যাড ও প্রথম লাইনে কমান্ড কপি করুন৷

এবার ফাইল সেভ করুন Hardware_Removal.bat -এর অন্তর্গত নামে৷ এবার ফাইলকে ওপেন করার জন্য ডাবল ক্লিক করুন৷
এছাড়া আরেকটি ভালো উপায় হলো আইকনের জন্য কী-বোর্ড শর্টকাট তৈরি করা৷ এর জন্য ফাইলে রাইট ক্লিক করুন৷ এরপর General ট্যাবে প্রয়োজনীয় কী কম্বিনেশন এন্টার করুন৷

জাহাঙ্গীর আলম
পাঠানতলী, নারায়ণগঞ্জ .............................................................................................................

কমপিউটারের পারফরমেন্স বাড়ান বায়োস সেটিং

কমপিউটার বুটিং হওয়ার সময় ডিলিট কী চেপে বায়োসে প্রবেশ করুন (কমপিউটারভেদে F1, F10 ইত্যাদি)৷ তারপর নিচের অপশনগুলো পরিবর্তন করুন-

Quick power on self test এনাবল রাখুন
Boot up floppy seek ডিজাবল করুন
ফার্স্ট বুট ডিভাইস হিসেবে HDD-0 কে সেট করুন
Report no FDD for windows ডিজাবল করুন
CPU L1 (internal cache) এনাবল রাখুন
CPU L2 (external cache) এনাবল রাখুন
PCI/VGA palette snoop ডিজাবল করুন
IDE HDD auto detection এনাবল রাখুন
Video ram shadow এনাবল রাখুন
Antivirus protection এনাবল রাখুন
AGP apparature size আপনার মোট ৠামের এক-চতুর্থাংশ নির্ধারণ করে দিন
HDD smart capability এনাবল রাখুন

রেজিস্ট্রি এডিটিং

স্টার্ট মেনু থেকে রানে ক্লিক করে এর উইন্ডোতে regedit লিখে এন্টার করুন৷ এখন রেজিস্ট্রিকে নিম্নলিখিতভাবে পরিবর্তন করুন৷
HKEY_CURRENT_USER\Control panel\Desktop -এ যান৷ এবার ডান পাশের প্যানেল হতে MenushowDelay -তে ডবল ক্লিক করে Value Data -এর নাম ১ করে দিন৷ ওকে করে বেরিয়ে আসুন৷ এতে আপনার স্টার্ট মেনুর স্পিড বাড়বে৷

কমপিউটারে ইমেজ আছে, এমন ফোল্ডারের থাম্বনেইল ভিউ অপশন বন্ধ করতে চাইলে HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\Current Version\Explorer \Advanced -এ গিয়ে Disable Thumbnail Cache -এর Value data 0 (শূন্য)সেট করে দিন৷
Windows -এর বিভিন্ন অপশনের টিপস ডিজাবল করে কমপিউটারের র‌্যামের উপর থেকে চাপ কমাতে পারেন৷ এজন্য HKEY_CURRENT_USER\ Software\Microsoft\Windows\Current Version\Explorer\Advanced লোকেশনের Enable Ballon Tips -এর Value data 0 করে দিন৷

বুটিং, শাটডাউন প্রভৃতির ক্ষেত্রে স্ট্যাটাস মেসেজ অফ করে পিসির বুটিং, শাটডাউনকে করতে পারেন গতিশীল৷ এজন্য HKEY_LOCAL_MACHINE\ Software\Microsoft\Windows\Current Version\Policies\System -এর ডানপাশে রাইট ক্লিক করে নিউতে গিয়ে DWORD টাইপ ভ্যালু তৈরি করুন এবং এর নাম হবে Disable Status Messages ৷ এর মান ১ করে দিন৷

উপরোল্লিখিত ভ্যালুগুলো যদি আগে থেকেই তৈরি না করা থাকে, তবে উল্লেখিত নামেই নতুনভাবে তৈরি করে নিন এবং ভ্যালুগুলো হবে DWORD টাইপ৷

মো: মেসবাহ উল মুসফিক
শান্তিবাগ, ঢাকা ...................................................................................................

ডায়ালআপ ইন্টারনেটের ডায়ালার তৈরি

১. ক্লিক স্টার্ট>সেটিংস> কন্ট্রোল প্যানেল>নেটওয়ার্ক অ্যান্ড ডায়াল আপ কানেকশনে এন্টার দিন৷

২. ক্লিক মেক নিউ কানেকশন> নেক্সট> সিলেক্ট ডায়ালআপ টু প্রাইভেট নেটওয়ার্ক> নেক্সট> আইএসপির দেয়া ফোন নম্বর (০১০১...) বসান> নেক্সট, নেক্সট করে প্রসিডিউরটি সম্পন্ন করুন৷

৩. ডেস্কটপে ডায়ালার শর্টকাট আইকন রেখে ব্যবহার করুন৷ ...................................................................................................

ডায়ালার দিয়ে ইন্টারনেটে লগইন

১. কার্ডের পেছনে দেয়া সিরিয়াল নম্বরটি ইউজার নেম এবং সিক্রেট পিন নম্বরটি পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করে লগইন করুন৷

২. ইন্টারনেট কার্ড কিনে কার্ডের পেছনে দেয়া নিয়মগুলো মেনে চলুন৷ মাউস দিয়ে পেজ/ডকুমেন্টের ফন্ট ছোট-বড় করা

১. কী-বোর্ডের Ctrl -এ প্রেস করে মাউসের স্ক্রল ওপরের দিকে ঘুরালে ফন্ট বড় হবে৷

২. কী-বোর্ডের Ctrl -এ প্রেস করে মাউসের স্ক্রল নিচের দিকে ঘুরালে ফন্ট ছোট হবে৷ ...................................................................................................

ইয়াহু চ্যাট লগ স্টোর করা

১. ইয়াহু মেসেঞ্জারের মেইন উইন্ডো থেকে কন্টাক্টস>মেসেজ আরকাইভ> ওকে দিয়ে লগ স্টোর করা যাবে৷

২. কতদিন স্টোর করে রাখতে চান তা সিলেক্ট করতে মেসেজ> প্রিফারেন্স>আরকাইভ> সিলেক্ট অটোমেটিক্যালি ডিলিট ফাইলস ওল্ডার দেন ১০ ডেস৷ এই ১০ দিনকে বাড়িয়ে আপনার পছন্দমতো কতদিন স্টোর করতে চান তা দিতে পারেন৷

মো: আইমান সাজিদ
কুমিল্লা
পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
পাঠকের মন্তব্য
১৮ এপ্রিল ২০১১, ৩:০৪ AM
দারুন...।
২০০৭ - ডিসেম্বর সংখ্যার হাইলাইটস
চলতি সংখ্যার হাইলাইটস