• ভাষা:
  • English
  • বাংলা
হোম > কমপিউটারে ইন্টারনেট সংযোগ
লেখক পরিচিতি
লেখকের নাম: মোহাম্মদ ইশতিয়াক জাহান
ইমেইল:rony446@yahoo.com:
মোট লেখা:৮৮
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০০৭ - ডিসেম্বর
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
ইন্টারনেট
তথ্যসূত্র:
ইন্টারনেট
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
কমপিউটারে ইন্টারনেট সংযোগ

তথ্যপ্রযুক্তিতে কমপিউটারের ব্যবহার অপরিসীম৷ আর এই তথ্যপ্রযুক্তির সাথে খাপ খেয়ে চলার জন্য ইন্টারনেট ব্যবহার করা অত্যন্ত জরুরি৷ ইন্টারনেট অনেকেই ব্যবহার করেন কিন্তু খুব কম লোকই আছেন যারা ইন্টারনেট সংযোগের জন্য প্রয়োজনীয় ধারণা রাখেন৷ তাছাড়া কমপিউটারে অপারেটিং সিস্টেম নতুন করে সেটআপ করলে আগের ইন্টারনেট কনফিগারেশন যে সেই অবস্থায় থাকেনা সেসম্পের্কেও ধারণা রাখেন না৷ সেক্ষেত্রে আমাদেরকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অথবা যাদের কাছ থেকে ইন্টারনেট সংযোগ নিয়ে থাকি তাদের শরণাপন্ন হতে হয়৷ অথচ সামান্য কিছু ব্যাপার জানা থাকলে আমরা সহজেই কমপিউটারে ইন্টারনেট সংযোগ পেতে পারি অথবা আগের কনফিগারেশনে ফিরে যেতে পারি৷ যারা আগে থেকে ইন্টারনেট ব্যবহার করছেন কিন্তু ইন্টারনেট কনফিগারেশন সেটআপ করতে পারেননি অথবা নতুন করে ইন্টারনেট কানেকশন নিতে চান তারা এই লেখাটি পড়ে উপকৃত হবেন৷

যারা ব্রডব্যান্ড কানেকশন নিতে চান তাদের যা যা লাগবে : ০১. কমপিউটার, ০২. ল্যানকার্ড, ০৩. ইন্টারনেট সংযোগ ও ০৪. ইন্টারনেট সংযোগ প্রদানকারী কর্তৃক প্রাপ্ত আইপি অ্যাড্রেস৷

ল্যানকার্ড ও ড্রাইভার সেটআপ

যারা নতুন ইন্টারনেট সংযোগ নিতে চাচ্ছেন, তাদেরকে একটি ল্যানকার্ড কমপিউটারের মাদারবোর্ডে লাগাতে হবে৷ যাদের কমপিউটারে আগে থেকে বিল্ট-ইন ল্যানকার্ড থাকবে তাদের আলাদা কোনো ল্যানকার্ড লাগানোর প্রয়োজন নেই৷ ল্যানকার্ড লাগানোর জন্য প্রথমে কেসিংয়ের ঢাকনাটি খুলুন৷ মাদারবোর্ডের এজিপি কার্ডের পাশে ল্যানকার্ডের যে ট আছে সেখানে ল্যানকার্ডটি বসিয়ে স্ক্রু দিয়ে আটকে দিন৷ ল্যানকার্ড ঠিকমতো বসানো হয়ে গেলে কেসিংয়ের ঢাকনাটি আগের মতো করে লাগিয়ে দিন৷ এখন ড্রাইভার সেটআপ করতে হবে৷ ড্রাইভার সেটআপ করার জন্য প্রথমে ল্যানকার্ডের সাথে দেয়া ফ্লপি ডিস্কটি ফ্লপি ড্রাইভে প্রবেশ করাতে হবে৷

উইন্ডোজ ২০০০-এ ড্রাইভার সেটআপ

উইন্ডোজ ২০০০-এর ক্ষেত্রে স্টার্টে ক্লিক করে সেটিংসের মাধ্যমে কন্ট্রোল প্যানেলে যান৷ অ্যাড/রিমুভ হার্ডওয়্যারে ডবল ক্লিক করে নেক্সট নেক্সট করে নিউ হার্ডওয়্যার সার্চ করুন৷ চুজে নিউ হার্ডওয়্যার থেকে ল্যানকার্ডটি সিলেক্ট করে নেক্সটে, ক্লিক করে ড্রাইভারের পাথটি চিনিয়ে দিয়ে নেক্সট নেক্সট করে প্রসিডিউরটি শেষ করুন৷

উইন্ডোজ এক্সপিতে- ড্রাইভার সেটআপ

উইন্ডোজ এক্সপির ক্ষেত্রে প্রথমে স্টার্ট থেকে সেটিংসের মাধ্যমে কন্ট্রোল প্যানেলে যান৷ কন্ট্রোল প্যানেলে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট কানেকশনে ডবল ক্লিক করুন৷ নেটওয়ার্ক সেটআপ উইজার্ডে ক্লিক করে নেক্সট, নেক্সট করে কম্পোনেন্টস লিস্টে যেতে হবে৷ এখানে লোকাল এরিয়া নেটওয়ার্ক সিলেক্ট করে নেক্সট নেক্সট করে প্রসিডিউরটি সম্পন্ন করুন৷ এই প্রসিডিউরটি অন্যভাবেও করা যাবে৷ মাই নেটওয়ার্ক প্লেসেস-এ রাইট ক্লিক করে প্রোপার্টিজে যান৷ যে উইন্ডো ওপেন হবে ওখান থেকে সেটআপে হোম অর স্মল অফিস নেটওয়ার্ক সিলেক্ট করে নেক্সট, নেক্সট করে প্রসিডিউরটি সম্পন্ন করুন৷ প্রসিডিউরটি সম্পন্ন করার সময় ড্রাইভারের লোকেশন চাইলে লোকেশনটি দেখিয়ে দিন৷

ল্যানকার্ডটি সেটআপ হয়ে গেলে এখন আমাদেরকে আইপি অ্যাড্রেস বসাতে হবে৷

আইপি অ্যাড্রেস কনফিগারেশন

আইপি অ্যাড্রেস হলো ইন্টারনেট প্রটোকলের সংক্ষিপ্ত রূপ৷ আইপি অ্যাড্রেস কনফিগারেশন করার জন্য প্রথমে যা লাগবে তাহলো আইপি অ্যাড্রেস সাবনেট মাস্ক এবং ডিফল্ট গেটওয়ে৷ আর এসব পাওয়া যাবে ইন্টারনেট কানেকশন প্রোভাইডারদের কাছ থেকে৷ আর যারা পুরনো ইউজার তারা ইন্টারনেট কানেকশন প্রোভাইডারের কাছ থেকে আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক এবং ডিফল্ট গেটওয়ে জেনে নিতে পারেন অথবা প্রথমবার কানেকশন নেয়ার সময় লিখে রাখতে পারেন৷



যাদের কাছে ইন্টারনেট কানেকশনের আইপি অ্যাড্রেসগুলো আছে তারা নিচের পদ্ধতিতে আইপি অ্যাড্রেস সেটআপ করুন৷ ডেস্কটপের মাই নেটওয়ার্ক প্লেসেস-এ রাইট ক্লিক করে প্রোপার্টিজে যান৷ এখানে লোকাল এরিয়া কানেকশন নামের একটি আইকন পাবেন৷ এই আইকনের ওপর রাইট ক্লিক করে প্রোপার্টিজে যান৷ জেনারেল ট্যাবে কম্পোনেন্টস চেকড আর ইউজড বাই দিস কানেকশন অপশন হতে ইন্টারনেট প্রটোকল (টিসিপি/আইপি)-এর বাম পাশে টিক দিয়ে অপশনটি সিলেক্ট করুন৷ এখন এই অপশনটিকে সিলেক্ট করে প্রোপার্টিজে ক্লিক করুন৷

এখন একটি উইন্ডো ওপেন হবে৷ এখানে অবটেইন এন আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি অপশনটি সিলেক্ট করা থাকবে৷ আইপি অ্যাড্রেসগুলো বসানোর জন্য ইউজ দ্য ফলোয়িং আইপি অ্যাড্রেসে ক্লিক করে এই অপশনটি সিলেক্ট করুন৷ আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ের খালি ঘরে আপনাকে দেয়া আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়েগুলো বসিয়ে ওকেতে ক্লিক করুন৷ আইএসপি অথবা যারা ইন্টারনেট কানেকশন দেবে তারা যদি ডিএনএস নম্বর দিয়ে থাকে তবে তা প্রিফারড ডিএনএস সার্ভারে বসান৷ আর যদি না দিয়ে থাকে, তাহলে ডিএনএস অপশনটি খালি রেখে ওকেতে ক্লিক করুন৷ জেনারেল ট্যাবের শো আইকন ইন টাস্কবার হয়েন কানেকটেডে ক্লিক করে অপশনটি সিলেক্ট করুন৷ এবার ওকেতে ক্লিক করে প্রসিডিউরটি সম্পন্ন করুন৷ আপনার মনিটরের টাস্কবারে একটি মনিটরের আইকন দেখা যাবে৷ এখন ইন্টারনেটের ক্যাবলটি RJ45 কানেক্টর দিয়ে ল্যানকার্ডে সংযুক্ত করুন৷
আইপি অ্যাড্রেস যদি ঠিকমতো বসানো হয়ে থাকে তা পরীক্ষা করতে অথবা পুরনো ব্যবহারকারীরা নিচের পদ্ধতির মাধ্যমে আইপি

অ্যাড্রেস জেনে নিতে পারেন

যাদের কমপিউটারে ইন্টারনেট কানেকশন আছে তারা নিচের পদ্ধতিতে কমপিউটার হতে আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক এবং ডিফল্ট গেটওয়েগুলো জেনে নিতে পারেন অথবা লিখে রাখতে পারেন৷ যদি কখনো অপারেটিং সিস্টেম নতুন করে সেটআপ দিতে হয়, তাহলে প্রথমে আইপি অ্যাড্রেসগুলো লিখে নিন৷

আইপি অ্যাড্রেস জানতে স্টার্ট>রান>সিএমডি টাইপ করে এন্টার দিন৷ তাহলে কমান্ড প্রম্পট ওপেন হবে৷ যাদের কমপিউটারে উইন্ডোজ এক্সপি রয়েছে তাদেরকে স্টার্ট>রান>কমান্ড টাইপ করে এন্টার দিতে হবে৷ এন্টার দেয়ার পর যে কমান্ড প্রম্পট ওপেন হবে ওখানে ipconfig/all টাইপ করে এন্টার দিন৷ এখান থেকে আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক এবং ডিফল্ট গেটওয়ে জেনে নিতে পারবেন৷ এই আইপি অ্যাড্রেসগুলো লিখে রাখুন, যা পরে আপনার দরকার হবে৷

ইন্টারনেট ব্যবহার

সবকিছু ঠিকমতো কনফিগার করা হয়ে থাকলে আপনার কমপিউটারের টাস্কবারে ইন্টারনেট কানেকশনের আইকনটি ক্লিক করতে থাকবে৷ এখন ইন্টারনেট এক্সপ্লোরার ওপেন করে আপনার কাঙিক্ষত ওয়েব অ্যাড্রেস ব্রাউজ করুন৷

ফিডব্যাক : rony446@yahoo.com
পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
২০০৭ - ডিসেম্বর সংখ্যার হাইলাইটস
চলতি সংখ্যার হাইলাইটস