• ভাষা:
  • English
  • বাংলা
হোম > বিভিন্ন ক্যাটাগরির বর্ষসেরা ফ্রিওয়্যার
লেখক পরিচিতি
লেখকের নাম: আলভিনা খান
মোট লেখা:৮
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০০৭ - ডিসেম্বর
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
সফটওয়্যার
তথ্যসূত্র:
সফটওয়্যার
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
বিভিন্ন ক্যাটাগরির বর্ষসেরা ফ্রিওয়্যার

প্রতিনিয়তই তথ্যপ্রযুক্তির পরিবর্তন ঘটছে৷ তথ্যপ্রযুক্তির এই অগ্রগতি আমাদের জীবনযাত্রাকে করেছে সহজ ও উন্নতর৷ এরই একটি নিদর্শন হচ্ছে ইন্টারনেটের প্রয়োগ৷ আমরা বর্তমানে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় তথ্যের জন্য ইন্টারনেট ব্যবহার করে থাকি৷ ইন্টারনেট থেকে প্রয়োজনীয় বিভিন্ন ফ্রি সফটওয়্যার ডাউনলোড করে আমরা যেমন আমাদের প্রয়োজনীয় কাজগুলো সম্পাদন করতে পারি তেমনি পারি অর্থ সাশ্রয় করতে৷ থাকতে পারি পাইরেটেড সফটওয়্যার ব্যবহারের অভিযোগ থেকে মুক্ত৷ এক একটি কাজের জন্য ওয়েবসাইটে বহুসংখ্যক ফ্রি সফটওয়্যার রয়েছে৷ এখানে ২০০৭ সালে রিলিজ পাওয়া বিভিন্ন ক্যাটাগরির সেরা ফ্রিওয়্যার সফটওয়্যার নিয়ে আলোচনা করা হয়েছে৷

আর্ট ও ডিজাইন পেইন্ট



ডট নেটপেইন্ট ডট নেট মাইক্রোসফট প্রজেক্ট হিসেবে যাত্রা শুরু করে৷ এটি উইন্ডোজের সাথে যুক্ত নিম্ন ক্ষমতাসম্পন্ন পেইন্ট অ্যাপ্লিকেশনের প্রতিস্থাপন যা বর্তমানে খুব সুন্দরভাবে আগের প্রজেক্ট মেম্বারদের দ্বারা পরিচালিত হচ্ছে৷ এটি নতুন নতুন ফিচার এবং বাগ ফিক্স দিয়ে প্রতিনিয়ত আপগ্রেড হচ্ছে৷ প্রায় সব ধরনের সুবিধা এই সফটওয়্যারের মাধ্যমে পাওয়া যায়৷ ইমেজ তৈরির যোগ্যতার পাশাপাশি এটি ম্যানুয়ালি এবং অটোলেভেল অ্যাডজাস্টমেন্টের উভয় ক্ষেত্রেই কার্ভস, হিউ এবং সেচ্যুরেশন কন্ট্রোল করে থাকে, যা ফটোগ্রাফারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷ এখানে লেয়ারের পূর্ণ সমর্থন রয়েছে৷ ফটোশপের ছবি ইমপোর্ট করার মতো অনেক বাড়তি ফিচার (যেমন-RAW ফাইলগুলো ইমপোর্ট করার ক্ষমতা) এতে রয়েছে৷ অনলাইন টিউটোরিয়ালে রয়েছে বিপুলসংখ্যক অপশন৷

ওয়েবসাইট : www.getpaint.net
সাইজ : ১.৩ মে.বা.৷
....................................................................

গুগল স্কেচআপ



স্কেচআপের প্রকৃত ডেভেলপাররা গুগল আর্থ থ্রিডিতে বিল্ডিং তৈরির পদ্ধতি উদ্ভাবন করার সক্ষমতা প্রদান করা হয়েছে৷ গুগল কোম্পানিটি কিনে নিয়ে সেই পদ্ধতিকে আরো উন্নত করেছে এবং সবার জন্য ফ্রি করেছে৷ এর একটি পেইড ভার্সনও রয়েছে ঠিকই তবে ফ্রি ভার্সনটিও যথেষ্ট উন্নত৷

সহজ আইটেম যেমন : টেক্সট থেকে শুরু করে যেকোনো জটিল জিনিসের প্রতিলিপি তৈরি করা এবং পুনরায় তা বানানোর জন্য এই সফটওয়্যারটি গুরুত্বপূর্ণ৷ এর প্রয়োগবিধি খুব সহজ৷ ইচ্ছে করলে আপনার ছবিকে গুগল আর্থে রাখতে পারবেন৷

ওয়েবসাইট : http://sketchup.google.com
সাইজ : ৩১.৭ মে.বা.৷
....................................................................

ফক্সিট রিডার



কম লোকই আছেন যারা পিডিএফ ওপেন করার জন্য অ্যাডোবি রিডারের চেয়েও আরো উন্নত কিছু খুঁ জে থাকেন, তবে এক্ষেত্রে ফক্সিটকে বিকল্প ও একটি উন্নত ধরনের সফটওয়্যার হিসেবে বিবেচনা করা হয়৷ প্রথমেই এর যে বিষয়টি আপনাকে অভিভূত করবে তা হলো এর স্পিড৷ অ্যাডোবি রিডারে পিডিএফ ওপেন হতে অনেক সময়ের প্রয়োজন হয় কিন্তু ফক্সিট এই ব্যাপারে অত্যন্ত দ্রুত সাড়া দেয়৷ এখানের পেজগুলোতে উঁচুমানের ছবি দেখা যায় এবং যে টেক্সটি ওপেন হয় তাতে খুব কম পরিমাণ বাড়াবাড়ি থাকে এবং বিরক্তি উদ্রেক না করেই স্ক্রল করা যায়৷ এটি ইনস্টল করতে খুব কম সময় লাগে এবং এতে স্পেসও খুব কম লাগে৷ এর সাইজ মাত্র ১.৬৭ মে.বা.৷ আর অন্যদিকে অ্যাডোবি রিডারের সাইজ ৭০ মে.বা.৷ প্রায় সব ধরনের ফিচার এখানে পাওয়া যায়৷

ওয়েবসাইট : www.foxitsoftware.com
সাইজ : ১.৬৭ মে.বা.৷
....................................................................

ডায়াগনস্টিকস টুল

সিপিইউ-জেড



কোনো সন্দেহ নেই যে, এই সফটওয়্যারটি যেকোনো পিসি এবং নোটবুকে ইনস্টল করা যাবে৷ এটি পিসি প্রো ল্যাবের সৃষ্টি৷ যদি আপনার কোনো বিষয়ের প্রকৃত তথ্য সম্পর্কে কোনো কিছু জানার প্রয়োজন হয় তাহলে, এটি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আপনাকে সবকিছু বলে দিতে সক্ষম৷ নতুন ধরনের সিপিইউগুলোকে সাপোর্ট দেয়ার জন্য এটি ক্রমাগত আপগ্রেড করা হচ্ছে৷ এতে একটি রিয়েল টাইম ক্লক স্পিড থাকে৷ এছাড়াও এতে রয়েছে মাল্টিপ্লায়ার এবং ক্যাশ, মাদারবোর্ড মডেল ও চিপসেট, ৠাম স্পিড ইত্যাদির বিস্তারিত বর্ণনা৷ সংক্ষিপ্তভাবে বলা যায় যে, এটি আপনার নিজস্ব পিসির খসড়া গাইড৷

ওয়েবসাইট www. cpuid.com
সাইজ : ৪৫০ কি.বা.৷
....................................................................

ডুপকিলার ০.৮২



এই প্রোগ্রামটি চালানোর মাধ্যমে আপনি যে পরিমাণ ডিস্ক স্পেস ফ্রি করতে পারবেন তা রীতিমতো বিস্ময়কর৷ এটি আপনার হার্ডডিস্কে ডুপ্লিকেট ফাইল শনাক্ত করতে পারে৷ এটি নেটওয়ার্ক ড্রাইভ, সিডি এবং ডিভিডিও সার্চ করে থাকে৷ আপনি পছন্দমতো কিছু সংখ্যক ফোল্ডার অথবা ফাইলের ধরন সার্চ করা থেকে সরিয়ে রাখতে পারেন এবং রিসাইকেল বিনে অথবা সরাসরি আপনার হার্ডডিস্ক থেকে ফাইলগুলোকে ডিলিটও করতে পারেন৷

ওয়েবসাইট : www.dupkiller.net/indexen.html
সাইজ : ৩.৯ মে.বা.৷
....................................................................

এন্টারটেইনমেন্ট ওয়েবগাইড



কেউ যদি সর্বশেষ প্রিসন ব্রেক রেকর্ড করতে ভুলে গিয়ে থাকেন, তাহলে ওয়েবগাইড তাদের জন্য খুবই কার্যকর ভূমিকা রাখতে পারবে৷ এই প্রোগ্রামের মাধ্যমে উইন্ডোজ মিডিয়া সেন্টার সিস্টেমের সাহায্যে সিডিউল রেকর্ড করার সুবিধা পাওয়া যায়৷ যেকোনো ইন্টারনেট কানেকশন থেকে টিভি প্রোগ্রাম রেকর্ডের সুবিধাও রয়েছে এতে৷ এর পেইড ভার্সনে কিছু ফিচার আনলক করা থাকে৷ যেমন : ভিডিও, টিভি, মিউজিক এবং ছবি৷ এর ফ্রি ভার্সনটি সিডিউল রেকর্ডিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এক্সপি মিডিয়া সেন্টার এডিশন এবং ভিসতার জন্যও কতগুলো ভার্সনে রয়েছে৷

ওয়েবসাইট : www.asciiexpress.com/webguide
সাইজ : ৪.৫ মে.বা.৷
....................................................................

অরব



এখানে আপনার কমপিউটারে ব্যবহারের জন্য অনেকগুলো ভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ডিজাইন করা হয়েছে, যেগুলোর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চল থেকে পিসিতে এড্রেস করতে পারবেন৷ কিন্তু অরব-এর মতো মিডিয়া হেন্ডেলিংয়ের ক্ষমতা সেগুলোতে নেই৷ একবার ইনস্টল করা হলে গোটা পিসিতে সংযোগ করা সম্ভব হয়৷ কিন্তু এছাড়া আপনার হার্ডডিস্ক ব্রাউজ করার ক্ষমতা ছাড়াও ডকুমেন্ট ওপেন করলে মিউজিক ফিল্ম ফাইল পেতে পারেন৷ এগুলোর যেকোনো একটি ক্লিক করুন এবং এর ফলে orb ফাইল ট্রান্সকোড করবে তাত্ক্ষণিকভাবে৷ নেটওয়ার্কের স্পিডের জন্য কোয়ালিটি অ্যাডজাস্ট করতে হবে৷

ওয়েবসাইট www.orb.com
সাইজ : ২২.১ মে.বা.৷
....................................................................

এফএফডি শো



এফএফডি শো একটি ডইরেক্ট শো ডিকোডিং যার মাধ্যমে DVX, XVIP, H264, FLV1, WMV, MPE G1, MPEG2 ও MPEG4 মুভিগুলো ফিল্টারের জন্য ডিকম্প্রেস করা হয়৷

যদি এগুলোর অর্থ না জেনে থাকেন, তাহলে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই- শুধু এটি ইনস্টল করুন এবং উইন্ডোজ মিডিয়া প্লেয়ারে মুভিগুলো জনপ্রিয় Divx এবং XVID ফরমেটে চালু হবে৷ টেকনিক্যাল ব্যবহারকারীরা এর ফিল্টারে অনেক ধরনের অপশন পেয়ে খুশি হবেন৷

ওয়েবসাইট : www.pcpro.co.uk/ links/157ffdshow
সাইজ : ৩.৫ মে.বা.৷
....................................................................

ফাইল শেয়ারিং ফাইলজিলা



এটি উইন্ডোজ এফটিপি ট্রান্সফার সাপোর্ট করে থাকে৷ কেউ যদি এটি ব্যবহার করে থাকেন, তাহলে এর সুন্দর ফাংশন অনুধাবন করে থাকবেন৷ ফাইলজিলার মাধ্যমে আপনি বার বার ব্যবহার করা এক FTP সাইটগুলোকে ইউজারনেম এবং পাসওয়ার্ডসহ স্টোর করতে পারবেন৷ এছাড়াও আপনি সার্ভারে কমান্ড পাঠাতে পারবেন৷ এবং যারা বহুসংখ্যক ওয়েবসাইটে ঢুকে সার্চ করেন, তাদের জন্য ফাইলজিলা একটি অপ্রত্যাশিত ইউটিলিটি৷ এর একটি পেইড ভার্সনও রয়েছে৷

ওয়েবসাইট : http://filezilla.sourecforgef.net
সাইজ : ৩.৩ মে.বা.৷
....................................................................

আল্ট্রা ভিএনসি



আল্ট্রা ভিএনসি একটি অত্যন্ত শক্তিশালী রিমোট এক্সেস সিস্টেম যা আপনাকে যে কোনো কমপিউটারে সংযোগ প্রদানে সাহায্য করবে৷ এর ফলে আপনি এমনভাবে কমপিউটার ব্যবহার করতে পারবেন যেন মনে হবে আপনি এর সামনেই বসে কাজ করছেন৷ এটিই একমাত্র ফ্রি রিমোট এক্সেস প্যাকেজ নয়৷ কিন্তু এটি সম্পূর্ণ আলাদা৷ এর বিল্টইন ফাইল ট্রান্সফার এবং সম্পূর্ণ ফিচারের হোস্ট রিমোট কমপিউটিংকে আরো ব্যবহারিক ও বাস্তবসম্মত করেছে৷

ওয়েবসাইট : www.uvnc.com
সাইজ : ২১.৫ কি.বা.৷
....................................................................

ইন্টারনেট

সান নেটবিনস



বর্তমানে ভার্সন ৫.৫ পর্যন্ত সানের ফ্রি জাভা আইডিই (Integrated development Environment) একটি আশ্চর্যজনক প্রোগ্রামিং টুল৷ আপনি যেমনটি চান জাভা আইডিই সেরকমই একটি টুল৷ এর প্রতিটি ফিচার বাণিজ্যিক প্রস্তাবনার মাঝে দেখতে পাবেন৷

এই টুলটি ডাউনলোড করার ফলে জাভা অ্যাপ্লিকেশনগুলো অত্যন্ত তাড়াতাড়ি সম্পন্ন করার একটি শক্তিশালী উপায় খুঁজে পাবেন৷ আপনি এমনকি এটিকে অ্যাড-অন প্যাক সহযোগে সি এবং সি++ প্রোগ্রাম ডেভেলপমেন্টের কাজে ব্যবহার করতে পারবেন৷ এছাড়াও অন্য ওপেন সোর্স প্রজেক্টেরগুলোর মধ্যে অন্যতম হচ্ছে Eclipsc (www.eclipse.org), যা এর বিকল্প টুল৷ কিন্তু নেটবিন এত সহজ এবং এটি এত দ্রুত যে এর সাথে অন্য কোনো টুলের তুলনাই হয় না৷

ওয়েবসাইট : www.netbeans.org
সাইজ : ১৪৯ মে.বা.৷
....................................................................

উইবারু



উইবারু এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে আপনি ইন্টারনেট কানেকশন না থাকলেও ওয়েব সার্চ করতে পারবেন৷ এ কাজটি করে পূর্বে তৈরি করা ওয়েবপ্যাক ব্যবহার করে যা আপনি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন৷ এর পরিবর্তে আপনি পছন্দমত যেকোনো ওয়েবসাইট থেকে পেজগুলো ডাউনলোড করতে পারবেন৷ একবার কনটেন্ট আপনার ল্যাপটপে অথবা মোবাইল ডিভাইসে ডাউনলোড করা হলে, তা খুব সহজভাবে ব্যবহার করতে পারবেন এবং যখন আবার আপনি ইন্টারনেট কানেক্ট করবেন, আপনার ডিভাইসটির পেজগুলো ফ্রেশ ভার্সনে আপগ্রেড হবে৷

ওয়েবসাইট : www.webaroo.com
সাইজ : ৬.৬ মে.বা.৷
....................................................................

সিকিউরিটি

মাইক্রোসফট সিঙ্কটয়



সিঙ্কটয় মাইক্রোসফটের অন্যতম এক পাওয়ার টয় যা নেটওয়ার্কের ফাইলগুলো ব্যাকআপের চমত্কার টুল৷ এই প্রোগ্রামটি আপনাকে ফোল্ডার তৈরিতে সহায়তা প্রদান করে এবং প্রতিটি ফোল্ডার আপনার নেটওয়ার্কের যেকোনো জায়গায়ই থাকতে পারবে৷ দুটি ফোল্ডারের কনটেন্টগুলোকে খুব সুন্দরভাবে সজ্জিত করে৷ যখন কোনো ফাইল রিনেম করা হয়, তখন তা লক্ষ রাখে৷ সুতরাং একটি ফাইলের নাম পরিবর্তন করলে অন্য ফাইলের ওপর প্রভাব ফেলে৷ এটি ফাইল ডিলিট করার সময়ও ব্যবহার করা হয়৷

ওয়েবসাইট : www. pcpro.co.uk/linky/157synctoy
সাইজ : ১ মে.বা.৷
....................................................................

এভিরা এন্টিভার প্রফেশনাল

এডিশন ক্লাসিক



প্রত্যেকেই ভাইরাস প্রটেকশন চায় এবং ১৫৫ এন্টিভাইরাস গ্রুপ টেস্টে দেখা গেছে এন্টিভার সবচেয়ে কার্যকর এন্টিভাইরাস টুল৷ এটি পুরোপুরি ফ্রি৷ এটি পরিপূর্ণ ফিচার সমৃদ্ধ প্যাকেজ নয়৷ যার ফলে আপনাকে জরুরিভাবে পেইড ভার্সন আপগ্রেড করতে হবে৷

ওয়েবসাইট : www.free_av.com
সাইজ : ১৬.৩ মে.বা.৷
....................................................................

হাইজ্যাক দিস

হাইজ্যাক দিস একটি সহজ ও অত্যন্ত কার্যকর টুল৷ এটি আপনার সিস্টেমে প্রতিটি ননস্ট্যান্ডার্ড স্টার্টআপ সেটিংয়ের লিস্ট তৈরি করে হয় রেজিস্ট্রির মধ্যে অথবা অন্য কনফিগারেশন ফাইল উদঘাটন করে যেগুলো স্টার্টআপ আইটেমে প্রয়োজন নেই৷ এমনকি ব্রাউজার সহায়ক ও ম্যালওয়্যারও উন্মোচন করে৷

ওয়েবসাইট : www.spywareinfo.com/~merigin
সাইজ : ৭৯৩ কি.বা.৷
....................................................................

গুগল পেক

গুগলের ছোট এই ফ্রি সফটওয়্যারটি বর্তমানে এতটাই মুগ্ধকর যে এটি বেশিরভাগ পিসির ফাংশনগুলোকে ছাড়িয়ে গেছে৷ এর নতুন এডিশন হচ্ছে স্টারঅফিস৷ ওপেন অফিস এর এই ভার্সনটি বেশ আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হয়েছে যেগুলো সবার উপরে অবস্থান করছে৷ এতে রয়েছে হাই কোয়ালিটির ওয়ার্ড প্রসেসর, স্প্রেডসিট, পাওয়ার পয়েন্টের মতো সফটওয়্যার ডিজিটাল Picesa.

ওয়েবসাইট : http://pack.google.co.uk
সাইজ : ২০০ মে.বা.৷

ফিডব্যাক : bph_nipu@yahoo.com
পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
২০০৭ - ডিসেম্বর সংখ্যার হাইলাইটস
চলতি সংখ্যার হাইলাইটস