ক্রীড়াক্ষেত্রে কমপিউটারের ব্যবহার সর্বজনবিদিত। কমপিউটার বর্তমানে ক্রীড়াবিদদের শারীরিক সাধ্যসীমার সর্বোচ্চ স্তরে পৌঁছে নিশ্চিত পদকজয়ী তারকা তৈরিতে স্পোর্টস বিজ্ঞানীদের নিরন্তণ চেষ্টায় অন্যতম সহায়ক ভূমিকা নিয়েছে। ক্রীড়াবিদরা কমপিউটারের সাহায্যে তাদের বায়োমেকনিক্যাল বিশ্লেষণের মাধ্যমে ক্রীড়াশৈলীকে পরিমার্জিত করছে। এ সম্পর্কে লিখেছেন - আজম মাহমুদ।