বিশ্বের এক স্থান থেকে অন্য স্থানে ছবি, মানচিত্র ইত্যাদি পাঠানো সম্ভব হচ্ছে ইমেজ ও গ্রাফিক্স ট্রান্সফার ব্যবস্থার কল্যাণে। এই ইমেজ এবং গ্রাফিক্স ট্রান্সফার পদ্ধতির ক্রমবিবর্তন, এর বিভিন্ন ধরন ও সেগুলোর বৈশিষ্ট্য এবং অন-লাইন ইমেজ সংক্রান্ত বিল গেটস-এর ব্যবসায় নিয়ে তথ্যবহুল এ লেখাটি লিখেছেন আবীর হাসান।