বিশ্বজুড়ে গত এক বছর যাবৎ হিড়িক চলছে কমপিউটারের দাম কমানোর। গত জুন মাসে কম্প্যাক কমপিউটারের সর্বব্যাপী মূল্যহ্রাস বিশ্বজুড়ে দর কমানোর প্রতিযোগিতাকে তীব্রতর করে তোলে। এর পরিপ্রেক্ষিতে পৃথিবীর প্রায় সমস্ত পিসি প্রস্তুতকারকগণ তাদের পণ্যের অভাবনীয় মূল্যহ্রাসের ঘোষণা দেয়। দাম কমানোর সুফল দুনিয়াজুড়ে সবাই ভোগ করলেও বাংলাদেশের জনগণ এ থেকে বঞ্চিত। বিশ্বব্যাপী কেনো এই মূল্যহ্রাস যুদ্ধ, এতে টিকে থাকার জন্য কোম্পানিগুলো কী কী পদক্ষেপ নিচ্ছে, বাংলাদেশের জনগণ কেনো এই সুফল থেকে বঞ্চিত হচ্ছেন তা নিয়ে বিস্তারিত লিখেছেন মো: আবদুল কাদের ও আজম মাহমুদ।