তথ্যপ্রযুক্তির বিকাশের ফলে সরকারের সংগঠন ও কারবারপদ্ধতির পরিবর্তন হচ্ছে। এক সময় ছিল সামরিক দক্ষতা ও ক্ষিপ্রতা অর্থনেতিক ও প্রশাসনিক কাঠামো পরিচালনার জন্য। বর্তমানে তা বদলে যাচ্ছে তথ্যপ্রযুক্তির উদ্ভাবনের ফলে। এ অবস্থায় বাংলাদেশ সরকার ও প্রশাসনে বিদ্যমান সঙ্কট দূরীকরণে এবং বেসরকারিখাতের অদক্ষতা দূর করতে ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তির প্রয়োগ নিয়ে লিখেছেন নাজীম উদ্দিন মোস্তান।