কমপিউটারের কর্মক্ষমতা ও দক্ষতা এখন এত বিপুল পরিমাণে বেড়েছে যে তা বিশ্বব্যাপী পরিসরে ব্যবহৃত না হলে তা পুরো কাজে লাগানো যাচ্ছে না। টেলিফোন কোম্পানিগুলোর সহায়তায় বিশ্বব্যাপী এখন বড় বড় পরিধির কমপিউটার নেটওয়ার্ক গড়ে উঠছে। প্রতিটি কমপিউটার কার্যত আয়ত্ত করছে সকল কমপিউটারের মিলিত ক্ষমতা। প্রযুক্তির এই বিকাশ কেমন করে রাষ্ট্রের সীমানার বাধাকে শিথিল করছে, তা নিয়ে লিখেছেন আবদুল হালিম।