মেইনফ্রেম কমপিউটার বানিয়ে প্রায় ৫০ বছর যাবৎ বড় বড় কোম্পানিগুলো ব্যবসায়িক সফলতা লাভ করেছে। কিন্তু এখন মেইনফ্রেমের চেয়েও বেশী সুবিধাসহ অনেক কম দামে বাজারে কমপিউটার আসছে। যার মূলে থাকছে এসপিপি। প্রযুক্তির এই নব উদ্ভাবন সম্পর্কে বিভিন্ন কোম্পানির কৌশল এবং এর ভবিষ্যৎ বাজার কী হতে পারে, তা নিয়ে লিখেছেন গোলাম নবী জুয়েল।