একজন ব্যক্তিত্ব, একজন ব্যবসায়ী, একজন কঠোরভাষী, একজন নেতা, একজন কমপিউটারবিদ-তিনি হলেন টেক্সান হেনরী রস পের। যিনি মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছিলেন। দুটি সঙ্কল্প ও ন্যায়নীতিতে অটল এই ব্যক্তিত্ব ব্যবসা শুরু করেন ঋণ করা এক হাজার ডলার দিয়ে। নিজ শ্রম ও স্বপ্ন দিয়ে গড়েন ইলেকট্রনিক ডাটা সিস্টেমস। এই কমপিউটার নেতার উত্থান এবং তার বর্তমান দর্শন নিয়ে লিখেছেন রিফাত গওহর।