যখন জীবনের প্রতি স্তরে কমপিউটারায়নের সুফল পৌছানোর উদ্যোগ নেয়া দরকার সেখানে আমাদের দেশে বিরাজ করছে এক ব্যাপক কমপিউটার ভীতি। কমপিউটারের নাম শুনলে আঁতকে উঠেন অনেকে। উন্নত বিশ্বে যখন কমপিউটার আধুনিক জীবনযাত্রার অপরিহার্য অঙ্গ, সেখানে এদেশে কমপিউটার মানেই খুব হাইটেকের ব্যাপার। এ অবস্থায় কেউ যদি বলেন, কমপিউটার সংযোজন খুব সহজ, তাহলে তো কোনো কথাই নেই সে এক মহা আশ্চর্যজনক ব্যাপার। অথচ এই মহা আশ্চর্যজনক ব্যাপারটিকেই ঘন্টার মধ্যে সম্পন্ন করে এদেশের কিছু তরুণ। গ্রাহকের হাতে তুলে দিচ্ছেন সস্তা বিদেশী কমপিউটারের সমকক্ষ বা উন্নত মানের কমপিউটার। দেশে কমপিউটার সংযোজন শিল্পের বিকাশে বেনামী সংযোজকদের ভূমিকা, তাদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে সাক্ষাৎকারভিত্তিক এই প্রতিবেদন।