বিজ্ঞানের চরম উত্কর্ষের যুগে কমপিউটার ছাড়া কোনো দেশের সমৃদ্ধির কথা চিন্তা করা যায় না। একথা বাংলাদেশের ক্ষেত্রেও সমান ভাবে প্রযোজ্য। অথচ ১১ কোটি লোকের দেশে কমপিউটার ব্যবহারকারী লোকের সংখ্যা হাতে গোনা যায়। আর এই সীমিত ব্যবহারেও এ শতকের শেষে দেশের ১৬ হাজার সফটওয়্যার বিশেষজ্ঞের যে সামান্য চাহিদা তাও পূরণে আমরা অক্ষম।