তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট সকলের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এবারের বাজেটে কমপিউটার ও কমপিউটারের যন্ত্রাংশের ওপর থেকে শুল্ক ও ভ্যাট মওকুফ করা হয়েছে। বিশ্বব্যাপী তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনবলের প্রকট সঙ্কট এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের এ সিদ্ধান্তের ফলে জাতীয় জীবনে এর প্রতিক্রিয়া, সুফল এবং আমাদের ভবিষ্যৎ করণীয় সম্পর্কে গবেষণা ও বিশ্লেষনধর্মী তথ্যবহুল এ প্রতিবেদনটি লিখেছেন নাদিম আহমেদ এবং রিয়াজুল আহসান অসীম।