• ভাষা:
  • English
  • বাংলা
হোম > লো-পলিতে মানুষের নাক, মুখসহ মাথা তৈরির কৌশল-৪
লেখক পরিচিতি
লেখকের নাম: টংকু আহমেদ
মোট লেখা:৫৩
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০০৮ - ডিসেম্বর
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
গ্রাফিক্সমাল্টিমিডিয়া, 
তথ্যসূত্র:
মাল্টিমিডিয়া
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
লো-পলিতে মানুষের নাক, মুখসহ মাথা তৈরির কৌশল-৪



চলতি সংখ্যায় লো-পলিতে নাক, মুখ, চোখ, কান ইত্যাদিসহ মানুষের মাথা তৈরির প্রজেক্টটির ৪র্থ অংশ নিয়ে আলোচনা করা হয়েছে।

চলতি সংখ্যায় লো-পলিতে নাক, মুখ, চোখ, কান ইত্যাদিসহ মানুষের মাথা তৈরির প্রজেক্টটির ৪র্থ অংশে মডেলটির কপাল, চিবুক ও চোয়াল তৈরির কৌশল নিয়ে আলোচনা করা হয়েছে।

কপাল তৈরি

চোখের ওপর থেকে কানের ওপর বরাবর এজ সিলেক্ট করে রিমুভ করুন; চিত্র-৬৭। চোখের কোনা হতে কপালের উপরে কাট করে দুই সারি এজ তৈরি করে ফ্রন্ট এবং রাইট ভিউ থেকে চিত্রের মতো অ্যাডজাস্ট বা সমন্বয় করে নিন; চিত্র-৬৮, ৬৯, ৭০।

চিবুক অ্যাডজাস্ট

গালের চোয়াল (চিক)-এর ওপরের এবং নাকের ওপরের ভারটেক্স দুটিকে যুক্ত করুন; চিত্র-৭১। চিক ভারটেক্স সিলেক্ট করে মুখের সবার ডানের ভারটেক্সের সাথে টার্গেট-ওয়েল্ড করুন; চিত্র-৭২। ওয়েল্ড করা ভারটেক্স থেকে চিবুকের মাঝের ভার্টিকেল এজ-এর মাঝ বরাবর কাট করে একটি এজ তৈরি করুন; চিত্র-৭৩। এর পর মুখের চারপাশের নতুন এজ দুটির সাথে ভেতরের এজ কাট করে যুক্ত করুন; চিত্র-৭৪। ভারটেক্স ফাইন টিউনিং করে মুখের চারপাশে গোলা আকার করুন; চিত্র -৭৫, ৭৬। এডিট জিওমেট্রি-র কনস্ট্রেইন্ট ড্রপ-ডাউন থেকে এজ সিলেক্ট করে রাইট ভিউ থেকে ডানে টেনে নিয়ে চিত্রের মতো অবস্থানে রাখুন; চিত্র-৭৭। কনস্ট্রেইন্ট নান করে দিন। এই ভারটেক্স থেকে গলার নিচের এজের মাঝ বরাবর একটি কাট করুন; চিত্র-৭৮। ফ্রন্ট ভিউ থেকে চিবুকের ডানের নিচের ভারটেক্সকে সরিয়ে আরো ডানে মুখের কোণের ভারটেক্স বরাবর সোজা করে নিন। এখন চিবুকের সামনের দিকের এজ দুটি সিলেক্ট করে যুক্ত করুন; চিত্র-৭৯। রাইট ভিউপোর্ট থেকে রেফারেন্সের সাথে চিবুকের নিচের অংশ মিলিয়ে নিন; চিত্র-৮০। চিবুকের মাঝের নিচের এবং গলার নিচের এজ দুটি সিলেক্ট করুন এবং কানেক্ট সেটিংস বাটনে ক্লিক করে ওপেন হওয়া ডায়ালগ বক্স থেকে সিগমেন্ট=২ দিয়ে যুক্ত করুন; চিত্র-৮১, ৮২। ফ্রন্ট ভিউ থেকে মুখের নিচের এবং চিবুকের ওপরে এজ-এর মধ্যে কাট অথবা যুক্ত করুন; চিত্র-৮৩। ফ্রন্ট এবং রাইট ভিউ হতে চিবুককে গোলা আকার দিন; চিত্র-৮৪, ৮৫।

চিক বা চোয়াল তৈরি

চোখের নিচে বামের এবং নাকের ডানের ভারটেক্স দুটি সিলেক্ট করে যুক্ত করুন। একইভাবে চোখের নিচে ডানের এবং মুখের ওপরে ডানের ভারটেক্স দুটি যুক্ত করুন; চিত্র-৮৬। এজ সাব-অবজেক্ট লেভেল-এ গিয়ে নাক এবং চোয়ালের ওপরের সব এজ সিলেক্ট করুন; চিত্র-৮৭। কানেক্ট সেটিং বাটনেন ক্লিক করুন, সেগমেন্ট = ২ দিয়ে ওকে করুন। দুটি নতুন এজ গ্রুপ তৈরি হবে; চিত্র-৮৮। ফ্রন্ট ও রাইট ভিউ থেকে নতুন তৈরি হওয়া ভারটেক্সেগুলো আন্দাজ মতো অ্যাডজাস্ট করে নিন। মুখের ডান পাশের চিত্রে নির্দেশিত ভারটেক্স চারটির যুক্ত করুন; চিত্র-৮৯। কাট-এর মাধ্যমে গালের মাঝের ভারটেক্র্ থেকে ডানের এজের মাঝ বরাবর একবার কাট করুন; চিত্র-৯০। নতুন ভারটেক্র্ থেকে চোয়াল বরাবর এজের সাথে কাট করুন, এর ফলে দুটি নতুন এজ তৈরি হবে; চিত্র-৯১। এজ সাব-অবজেক্ট লেভেলে গিয়ে চিত্রে চিহ্নিত এজটি রিমুভ করুন; চিত্র-৯২ এবং নিচের ভারটেক্র্ থেকে ডানের এজের ওপর কাট করে আরেকটি এজ তৈরি করুন; চিত্র-৯৩। রেফারেন্স ইমেজকে দেখে কাজ করার সুবিধার্থে হেড মডেলটি সিলেক্ট রেখে রাইট ক্লিককোয়াড মেনুপ্রোপার্টিজডিসপ্লে প্রোপার্টিজসি-থ্রো অপশনকে চেক করে ওকে করুন অথবা কমান্ড প্যানেলডিসপ্লে ট্যাবডিসপ্লে প্রোপার্টিজ রোলআউট হতে ‘সি-থ্রো’ লেখাটি চেক করুন। হেড মডেলটি ‘গ্রে’ কালারে সেমি-ট্রান্সপারেন্ট দেখাবে। এখন রাইট ও ফ্রন্ট ভিউ হতে ভারটেক্স লেভেল থেকে রেফারেন্স ইমেজের সাথে অ্যাডজাস্ট করে নিন; চিত্র-৯৪, ৯৫। মডেলটি আবার কালার মোডে দেখবার জন্য আগের যেকোনো একটি পদ্ধতি অবলম্বন করে সি-থ্রো অপশনকে আনচেক করুন। এবার মুখের কোনো রিফাইন করার জন্য ঠোঁটের ডানে প্রান্তের ভারটেক্স থেকে মুখের ডানের ভারটেক্সে একটি কাট করুন; চিত্র-৯৬। মাঝের কাছাকাছি তৈরি হওয়া নতুন ভারটেক্স্র দুটিকে ওয়েল্ড করুন; চিত্র-৯৭। চিত্রে নির্দেশিত ডায়াগনাল এজ রিমুভ করুন; চিত্র-৯৮। চিত্র-৯৯-এর মতো এজগুলো সিলেক্ট করুন এবং এডিট জিওমেট্রি রোলআউট-এর নিচের দিকের রিল্যাক্স বাটনে দু’বার ক্লিক করুন। সবশেষে ভারটেক্স লেভেলে গিয়ে আরেকবার ফাইন টিউনিং করে নিন।
পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
পাঠকের মন্তব্য
১২ সেপ্টেম্বর ২০০৯, ২:০৯ PM
Thanks for this feature
২০০৮ - ডিসেম্বর সংখ্যার হাইলাইটস
চলতি সংখ্যার হাইলাইটস