• ভাষা:
  • English
  • বাংলা
হোম > সফটওয়্যারের কারুকাজ
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ
মোট লেখা:১০৪১
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০০৮ - ডিসেম্বর
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
সফটওয়্যারট্রিকস ‍এন্ড টিপস, উইন্ডোজ ‍এক্সপি, 
তথ্যসূত্র:
সফটওয়্যারের কারুকাজ
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
সফটওয়্যারের কারুকাজ

ফাইল ডাউনলোড ব্লক করা

ইন্টারনেট বেশ কিছু জাঙ্ক ফাইল দিয়ে পূর্ণ থাকে। এগুলো আপাতদৃষ্টিতে নিরাপদ বা ক্ষতিকর মনে না হলেও পরবর্তী সময়ে ভাইরাস বা স্পাইওয়্যার বিসত্মৃতির কারণ হয়ে দাঁড়ায়। যদি সবাই আপনার কমপিউটারে এক্সেসের সুবিধা পায়, তাহলে কোনো কোনো ব্যবহারকারীকে ব্লক করে দিতে পারেন, যাতে করে ইন্টারনেট থেকে কেউ অনাকাঙ্ক্ষিত ফাইল ডাউনলোড করতে না পারে। আপনি এজন্য সিকিউরিটি ফিচার ব্যবহার করতে পারেন ইন্টারনেট থেকে সিঙ্গেল বা কয়েকটি ডাউনলোডকে প্রতিহত করার জন্য। আর এ কাজটি সম্পন্ন করতে হলে নিচে বর্ণিত ধাপগুলো সম্পন্ন করতে হবে :

StartControl Panel-এ ক্লিক করুন।

User accounts and family safety সিলেক্ট করুন।
Parental Control-এ ক্লিক করে যথাযথ অ্যাকাউন্ট সিলেক্ট করুন।
On, enforce current settings সিলেক্ট করুন।
Windows vista Web Filter সিলেক্ট করুন।
Block File Downloads চেকবক্স সিলেক্ট করে ওকে করুন।

এক্সিকিউটেবল অ্যাপ্লিকেশন ব্লক করা

ইন্টারনেটে অনেক ডাউনলোডেবল ফ্রি অ্যাপ্লিকেশন পাওয়া যায়; যার মধ্যে কিছু কিছু অ্যাপ্লিকেশন ডাটার জন্য ক্ষতিকর। আবার কিছু অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো প্রয়োজনীয় হলেও কমপিউটারের জন্য ক্ষতিকর, বিশেষ করে এই কমপিউটার যদি অন্যরা ব্যবহার করার সুযোগ পায়। উদাহরণস্বরূপ বলা যায়, ফাইল রিমুভাল টুল যেগুলো কোনো সুযোগ না দিয়ে ফাইল স্থায়ীভাবে মুছে ফেলে। এমনকি রিকোভারি টুল ব্যবহার করেও উদ্ধার করা যায় না। যদি এ ধরনের কোনো টুল আপনার কমপিউটারে থাকে, তাহলে নিচে বর্ণিত ধাপগুলো সম্পন্ন করে অনাকাঙ্ক্ষিত ইউজারদের ব্লক করুন, যাতে আপনার কমপিউটারে অন্যরা অ্যাক্সেস করতে না পারে।
StartControl Panel-এ ক্লিক করুন।
User accounts and family safety সিলেক্ট করুন।
Parental Control সিলেক্ট করে যথাযথ অ্যাকাউন্ট সিলেক্ট করুন।
On, enforce current settings সিলেক্ট করুন।
Allow and Block specific programs সিলেক্ট করুন।
Use only the programs that I allow অপশন সিলেক্ট করুন।
এবার যে অ্যাপ্লিকেশনকে ব্লক করতে চান, তা সিলেক্ট করে ওকে করুন।

আবদুল আজিজ
ঠনঠনিয়া, বগুড়া
..............................................................................

স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেট টেম্পোরারি ফাইল মুছে ফেলা

আমরা জানি, ইন্টারনেট ব্যবহারের সময় অনেক টেম্পোরারি ফাইল জমা করে রাখে কাজের সুবিধার জন্য। কিন্তু এটি করার ফলে অনেক ফাইল Temp নামে একটি ফোল্ডারে জমা হয়ে কমপিউটারের গতি কমিয়ে দেয়। এ সমস্যা দূর করার জন্য ইন্টারনেট এক্সপ্লোরার অনলাইন বা অফলাইনে থাকাকালীন টুলস মেনুতে গিয়ে InternetOptionsBrowsing History Settings ট্যাবে ঢুকে Never ট্যাবে ক্লিক করে ওকে করে বের হয়ে আসুন। এরপর থেকে Temp ফাইলগুলো আর জমা হবে না।

সাপ্তাহিক ডিফ্র্যামেন্টেশন করার জন্য শিডিউল তৈরি করা

এটি করার জন্য StartControl PanelPerformance and MaintenancePick a Control Panel icon, Scheduled Task ক্লিক করুন। শিডিউল টাস্কে ঢুকে Add Scheduled Task-এ ডবল ক্লিক করুন। এবার Next বাটনে ক্লিক করুন। পরবর্তী উইন্ডোতে Browse বাটনে ক্লিক করে Select Program to Schedule উইন্ডোতে ফাইল নেম টাইপ করুন %System-root%\system32\defrag.exe এবং Open বাটনে ক্লিক করুন। পারফরমেন্স টাস্কের অমত্মগর্ত, উইকলিতে ক্লিক করে Next-এ ক্লিক করুন। প্রয়োজনীয় সেটআপ দিয়ে Next-এ ক্লিক করে, পরবর্তী উইন্ডোতে ইউজার নেম পাসওয়ার্ড, রিটাইপ পাসওয়ার্ড বক্স পূরণ করে Next বাটনে ক্লিক করুন। পরবর্তী উইন্ডোতে টেক্সট বক্সে টিক চিহ্ন দিয়ে Finish বাটনে ক্লিক করুন।

Run Box, C: যুক্ত করুন। খেয়াল রাখবেন ‘C:’-এর আগে একটি স্পেস থাকে। ওকে বাটনে ক্লিক করুন। Set Account Information dialog box-এ আপনার পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড বক্স পূরণ করে ওকে করে বের হয়ে আসুন। আপনার কাজ সম্পূর্ণভাবে শেষ হয়েছে।

ফজলে রাববী খান
তেজগাঁও, ঢাকা
.....................................................................................
ওয়ার্ডের কয়েকটি টিপ - ওয়ার্ডে কলাম উইডথ সমন্বয় করা

বিভিন্ন সময়ে ওয়ার্ডে আমাদেরকে টেবল যুক্ত করতে হয়। শুধু তাই নয়, সংযুক্ত টেবলের কলাম উইডথকে প্রয়োজন অনুযায়ী সমন্বয় করতে হয়। ওয়ার্ডে এ ধরনের সমস্যার সমাধান হিসেবে সম্পৃক্ত করা হয়েছে অটোফিট ফিচার। এই অটোফিট ফিচার ব্যবহার করে আপনি খুব সহজেই কলাম উইডথকে সমন্বয় করতে পারবেন এবং টেবলে তদানুযায়ী টেক্সটও যুক্ত করতে পারবেন। এ কাজটি করার জন্য নিচে বর্ণিত ধাপগুলো অনুসরণ করুন :

তৈরি করা টেবল সিলেক্ট করুন।

টেবলে রাইট ক্লিক করুন।

এবার প্রদর্শিত মেনুতে AutoFitAutoFit to Contents-এ ক্লিক করুন।
এর ফলে সব কলামের উইডথ ও হাইট একই থাকবে। AutoFit ফিচার টেবলের কলামকে টেক্সট কনটেন্ট অনুযায়ী রিসাইজ ও সমন্বয় করতেও সহায়তা করে।
...................................................................................
ওয়ার্ডে অ্যাড্রেস বার

আমরা সবাই জানি, ডকুমেন্ট তৈরি করার পর তা সেভ করতে যেমন হয় তেমনি মনে রাখতে হয় কোন ফোল্ডারে বা সাব ফোল্ডারে তা সেভ করা হয়েছে। কিন্তু অনেক সময় আমরা অনেকেই ভুলে যাই, ডকুমেন্টটি আসলে কোন ফোল্ডার বা সাব ফোল্ডারে সেভ করা হয়েছিল? এর ফলে ডকুমেন্টটি ফোল্ডার এবং সাব ফোল্ডারের লেয়ারের ভেতরে লুকায়িত থেকে যায়। অর্থাৎ ডকুমেন্ট আপাতদৃষ্টিতে হারিয়ে যায়। কিন্তু এতে হতাশ হবার কিছু নেই। কেননা ডকুমেন্টকে কাস্টোমাইজ করা যায়, যার ফলে ডকুমেন্টের অ্যাড্রেস টুলবারে প্রদর্শিত হয়। এর জন্য আপনাকে নিচে বর্ণিত ধাপগুলো সম্পন্ন করতে হবে :

টুলবারে রাইট ক্লিক করুন।
Customize অপশনে ক্লিক করুন।
Commands ট্যাবে ক্লিক করুন।
Categories অপশন থেকে ওয়েব সিলেক্ট করুন।
কমান্ড লিস্ট থেকে অ্যাড্রেস ড্র্যাগ করে টুলবারে নিয়ে আসুন।
Customize ডায়ালবক্স বন্ধ করুন।

এর ফলে বর্তমানে ওপেন করা ডকুমেন্টের ফাইল পাথ অ্যাড্রেসবারে প্রদর্শিত হবে। শুধু তাই নয়, টুলবারে অন্য যেকোনো ডকুমেন্টের অ্যাড্রেস টাইপ করেও ডকুমেন্ট ওপেন করা যায়। আপনার ওয়েব হিস্টোরি ভিউ করার জন্য ড্রপডাউন অ্যারোতে ক্লিক করুন।
এম. জামান
পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
২০০৮ - ডিসেম্বর সংখ্যার হাইলাইটস
চলতি সংখ্যার হাইলাইটস