নেটওয়ার্ক সার্ভিসের অন্যতম প্রধান উপাদান হচ্ছে ডিএনএস (DNS)। ডোমেইন নেমিং সিস্টেমের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডিএনএস। এবারের সংখ্যায় ডিএনএস ও ডিএনএস সার্ভার কনফিগারেশন সম্পর্কে আলোচনা করা হয়েছে। ডিএনএস সার্ভারের প্রধান ও প্রথম কাজ হচ্ছে, কমপিউটারে ডোমেইন কন্ট্রোলার সেটআপ করা। ডোমেইন কন্ট্রোলার সম্পর্কে বেশ কয়েক সংখ্যায় আগে আলোচনা করা হয়েছে। ডিএনএস সার্ভার কনফিগারেশনে যাওয়ার আগে ডিএনএস সম্পর্কে প্রাথমিক কিছু আলোচনা করা হয়েছে।
ডিএনএস
কোনো নেটওয়ার্কের একটি হোস্টকে দু’ভাবে চেনা যায়। একটি পদ্ধতি হচ্ছে আইপি অ্যাড্রেস এবং অন্যটি হচ্ছে হোস্ট নেম। যেমন- ইয়াহু ওয়েবসাইটে প্রবেশ করে ব্রাউজারের অ্যাড্রেস বারে http://www.yahoo.com টাইপ করা। কিন্তু আপনি যদি আইপ অ্যাড্রেস হিসেবে অ্যাড্রেস বারে http://87.248.113.14 টাইপ করেন, তাহলেও ইয়াহু সাইটে প্রবেশ করতে পারবেন। ডিএনএস-এর কাজ হচ্ছে হোস্ট নেমকে আইপি অ্যাড্রেসে পরিবর্তন করা এবং আইপি অ্যাড্রেসকে হোস্ট নামে পরিচিত করা।
উপরের উদাহরণে খেয়াল করলে দেখতে পাবেন yahoo.com টাইপ করা হয়েছিল। এখানে .com (ডট কম) হচ্ছে টপ লেভেল ডোমেইন। অনেক ধরনের ডোমেইন লেভেল রয়েছে- রুট ডোমেইন বা কান্ট্রি ডোমেইন, টপ লেভেল ডোমেইন, সেকেন্ড লেভেল ডোমেইন, থার্ড লেভেল ডোমেইন, ফোর্থ লেভেল ডোমেইন। এসব ডোমেইন লেভেলের ইন্টারনেটে প্রচুর তথ্য রয়েছে।
ডিএনএস কম্পোনেন্ট
ডিএনএস থেকে তিন ধরনের উপাদান পাওয়া যায় ০১. রিসলভার (Resolver), ০২. নেমসার্ভার (NameServer), ০৩. নেমস্পেস (NameSpace)।
রিসলভার : ডিএনএস-এর প্রথম অংশ হচ্ছে রিসলভার। কোনো হোস্ট যে প্রক্রিয়ার মাধ্যমে নেম সার্ভার থেকে প্রশ্ন উত্তরের মাধ্যমে তার ডোমেইন নেমের জন্য নির্ধারিত আইপি অ্যাড্রেস খুজে বের করে তাকে রিসলভার বলে।
নেমসার্ভার : কোনো হোস্টের ডোমেইন নেমের আইপি অ্যাড্রেস খুঁজে পেতে রিসলভার যে সার্ভারের সাহায্য নেয় তাকে বলা হয় নেম সার্ভার।
নেমস্পেস : টপ লেভেল ডোমেইন নেমে প্রবেশ করার অন্য পদ্ধতি হচ্ছে ডোমেইন নেমস্পেস।
নিচে ডিএনএস ইনস্টলেশন ও কনফিগারেশন সম্পর্কে আলোচনা করা হয়েছে।
১ম পদ্ধতি : ডিএনএস ইনস্টলেশন ও কনফিগারেশন
০১. উইন্ডোজ ২০০০/২০০৩-এ ডিএনএস ইনস্টল করার জন্য প্রথমে স্টার্ট মেনু থেকে সেটিংস-এর মাধ্যমে কন্ট্রোল প্যানেলে যেতে হবে। এখান থেকে অ্যাড/রিমুভ প্রোগ্রামস-এ ক্লিক করুন।
০২. অ্যাড/রিমুভ উইন্ডোজ কম্পোনেন্টে ক্লিক করে উইন্ডোজ কম্পোনেন্ট উইজার্ড চালু করুন। এখানে স্ক্রল ডাউন করে Networking Service সিলেক্ট করুন।
০৩. Details-এ ক্লিক করে বা Networking Service-এর ওপর ডবল ক্লিক করে নেটওয়ার্কিং সার্ভিসের লিস্ট বের করুন। এখান থেকে Domain Name System (DNS)-এর বাম পাশের চেকবক্সে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করুন।
০৪. উইন্ডোজ কম্পোনেন্ট পর্দায় ফিরে এসে নেক্সট বাটনে ক্লিক করুন। এখন ইনস্টলের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনার কাছে উইন্ডোজের সিডি চাইবে। সিডি রমে সিডি প্রবেশ করিয়ে ইনস্টলেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।
০৫. এখন স্টার্ট মেনু থেকে প্রোগ্রামস-এ গিয়ে অ্যাডমিনিস্ট্রেশন টুলস থেকে ডিএনএস-এর মাধ্যমে ডিএনএস ম্যানেজার চালু করুন।
ডিএনএস সার্ভিস পরীক্ষা করা
ডিএনএস সার্ভিস অ্যাক্টিভ বা ইনস্টল করার পর অবশ্যই তা আপনাকে পরীক্ষা করে দেখতে হবে। ডিএনএস সার্ভিস পরীক্ষা করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন :
০১. সার্ভারের ওপর ডান ক্লিক করে কন্টেক্সট মেনু থেকে প্রোপার্টিজ সিলেক্ট করুন।
০২. এবার মনিটরিং ট্যাবে ক্লিক করে সিলেক্ট-এ টেস্ট টাইপ থেকে Simple Query ও Recursive Query চেকবক্স দুটি ক্লিক করে Test Now বাটনে ক্লিক করুন। এতে ডিএনএস সার্ভার ঠিকমতো ইনস্টল হয়েছে কি না, তার ফল প্রদর্শন করবে।
২য় পদ্ধতি : প্রাইমারি ডিএনএস সার্ভার কনফিগারেশন
প্রাইমারি ডোমেইন কন্ট্রোলারে ডিএনএস সার্ভার কনফিগার করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।
০১. প্রাইমারি ডিএনএস সার্ভার কনফিগারেশনের আগে ডোমেইন কন্ট্রোলার পিসিকে অন করুন : অ্যাডমিনিস্ট্রেটর ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে ডোমেইন কন্ট্রোলারে প্রবেশ করুন।
০২. স্টার্ট মেনুতে ক্লিক করার পর প্রোগ্রামসে ক্লিক করে অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস সিলেক্ট করুন। এখান থেকে ডিএনএস-এ ক্লিক করুন।
০৩. dnsmgmt- [DNS] উইন্ডো থেকে ডোমেইন কন্ট্রোলারে ক্লিক করুন। এখান থেকে Reverse Lookup Zones সিলেক্ট করার পর ডান বাটনে ক্লিক করে New Zones-এ ক্লিক করুন।
০৪. নিউ জোন উইজার্ড উইন্ডোর নেক্সট বাটনে ক্লিক করুন। জোন টাইপ হিসেবে Primary Zone সিলেক্ট করে নেক্সটে ক্লিক করুন।
০৫. অ্যাক্টিভ ডিরেক্টরি জোন রেপ্লিকেশন স্কোপ উইন্ডো থেকে all domain controllers in the Active Directory domain rockingzone. com সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করুন।
০৬. রিভার্স লুকআপ জোনের নেটওয়ার্ক আইডি বক্সে ১৯২.১৬৮.১ টাইপ করে নেক্সটে ক্লিক করুন।
০৭. ডায়নামিক আপডেট উইন্ডো থেকে Allow only secure dynamic updates (recommended for Active Directory) সিলেক্ট করে নেক্সটে ক্লিক করুন।
০৮. ধাপগুলো সম্পন্ন করার জন্য ফিনিশ বাটনে ক্লিক করুন।
ডিএনএস সার্ভার পরীক্ষা
০১. স্টার্ট মেনু থেকে রান-এ গিয়ে cmd টাইপ করে এন্টার চাপুন।
০২. নিচের কমান্ডগুলো টাইপ করে ডিএনএস পরীক্ষা করুন :
C:\>nslookup টাইপ করে এন্টার চাপলে নিচের তথ্য প্রদর্শিত হবে :
Default Server : rony.rockingzone.com
Address : 192.168.0.1
০৩. >rony বা >192.168.0.1 টাইপ করে এন্টার দিন।
Server : rony.rockingzone.com
Address : 192.168.0.1
উপরোল্লিখিত তথ্যগুলোর মতো করে যদি আপনাকেও তথ্য প্রদর্শন করে, তাহলে বুঝতে হবে ডিএনএস সার্ভার ঠিকমতো সেটআপ হয়েছে। এখানে rockingzone.coms হচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টরির ডোমেইন নেম। এখানে বলে রাখা ভালো, উইন্ডোজের যেকোনো সার্ভারে যাওয়ার আগে অ্যাক্টিভ ডিরেক্টরির ব্যাপারে ভালো ধারণা থাকতে হবে।