তরুণ সমাজ মনে করে আইসিটি জগতে এখন আর আগের মতো কাজ নেই। এ ধারণা ভুল। আসলে আইসিটি খাত দ্রুত সম্প্রসারিত হচ্ছে। কিন্তু সে কাজের জন্যে আমরা নিজেদের উপযুক্ত করে গড়ে তুলতে পারছি না বলেই আমাদের মধ্যে এ হতাশা। অথচ যারা নিজেদের উপযুক্ত করে গড়ে তুলতে পারছে, শুধু তারাই সে কাজের সুযোগ পাচ্ছে। তা নিয়ে এবারের প্রচ্ছদ প্রতিবেদনটি তৈরি করেছেন গোলাপ মুনীর।