লেখক পরিচিতি
লেখকের নাম:
মোস্তফা আনোয়ার স্বপন
মোট লেখা:১৮
লেখা সম্পর্কিত
সিডি-রমের অগ্রযাত্রা
ছোট একটি কমপিউটার আপনার টেবিলে থাকার মানেই হচ্ছে আপনি এখন দাঁড়িয়ে রয়েছেন বিশাল এক লাইব্রেরি কক্ষে। যেখানে সুসজ্জিত তাকে সাজানো রয়েছে লাখ লাখ পৃষ্ঠার দুর্লভ কিংবা জনপ্রিয় বই পুস্তক, দলিল, দীর্ঘ ভিডিও চলচ্চিত্র বা সংগীতের চমৎকার সব রেকর্ড। আর ইচ্ছে করলেই এর যে কোনোটিকে মুহুর্তের মধ্যেই বেছে নিয়ে উপভোগ করতে পারেন অনায়াসে, প্রয়োজন মতো গ্রাফিক্স কিংবা অ্যানিমেশনের সমন্বয়ে। এত কিছুকে হৃদয়গ্রাহী আর প্রাণবন্ত করে তুলবার এ কাজটি মুহুর্তে কমপিউটারের যে জিনিসটি করছে সেটির নাম সিডি-রম। সিডি-রম হচ্ছে-সিডি অডিওর একটি আধুনিক সংস্করণ। এদের ও বিভিন্ন ধরনের সিডিরমের ইতিহাস, ব্যবসায়িক ও প্রায়োগিক দিক নিয়ে এ নিবন্ধে প্রাঞ্জল ভাষায় বিস্তারিত আলোচনা করেছেন মোস্তফা আনোয়ার স্বপন।