• ভাষা:
  • English
  • বাংলা
হোম > সফটওয়্যারের কারুকাজ
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ
মোট লেখা:১০৪১
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০০৯ - মে
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
ট্রিকস ‍এন্ড টিপস
তথ্যসূত্র:
সফটওয়্যারের কারুকাজ
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
সফটওয়্যারের কারুকাজ

ইন্টারনেট অ্যাক্সেস স্পিড টিউন করা

উইন্ডোজ এক্সপি চমৎকারভাবে ডিএনএস রেজ্যুলেশনকে হ্যান্ডল করতে পারে। ডিএনএস ক্যাশ সাইজ বাড়িয়ে আরো ভালো স্পিড পেতে পারেন। এ কাজটি করার জন্য নিচে বর্ণিত এন্টি রেজিস্ট্রিতে যুক্ত করতে হবে। dnstuning.reg ফাইলে যা লেখা আছে, তা সেভ করুন এবং রেজিস্ট্রি এডিটর ওপেন করে তা রেজিস্ট্রিতে সেভ করে নেভিগেট করুন :

HKEY_LOCAL_MACHINE/SYSTEM/Current Controlset/Services/Dnscache/Paramenter-এ ‘Cache Hash Table Bucket Size = dword : 00000001’ ‘Cache Hash Table Size = dword : 000012d’

ইন্টারনেট এক্সপ্লোরার টাইটেল বারে নিজের নাম

ইন্টারনেট এক্সপ্লোরারের টাইটেল বারে নিজের নাম লিখতে স্টার্ট মেনু থেকে Run-এ গিয়ে [Regedit] লিখুন। এবার এন্টার বাটন প্রেস করে প্রাপ্ত রেজিস্ট্রির মেনুতে ব্রাউজ করুন: HKEY_CURRENT_USER/Software/Microsoft/Internet Explorer/Main Modify/Create the Value Name [Window Title] according to the Value Data Listed Below. Data Type : REG-SZ [String Value]//Value Name : Window Title Value Data : [নাম লিখুন] এবার রেজিস্ট্রির এক্সিট বাটন ক্লিক করে পিসি রিস্টার্ট করুন।

কমপ্লিট শাটডাউন

উইন্ডোজ এক্সপি শাটডাউন করার পরও পুরোপুরি বন্ধ হয় না। কমপিউটার পুরোপুরি বন্ধ করার জন্য প্রথমে Control Panel-এ গিয়ে Power Options-এ ক্লিক অথবা Performance and maintenance হয়ে Power Options-এ ক্লিক করুন। নতুন আসা উইন্ডোর উপরের APM অপশনে ক্লিক করতে হবে। এবার Advanced Power Management-এর বক্সটি অর্থাৎ Enable Advanced Power Management Support কমপিউটার বন্ধ হয়ে যাবে Shutdown কমান্ড দেয়ার পর।

ফাইল এক্সটেনশন দেখা

ফাইল এক্সটেনশন দেখে ফাইলের ধরন সম্পর্কে অনুমান করা যায়। যেমন .jpg হচ্ছে ইমেজ ফাইল, .avi হচ্ছে ভিডিও ফাইল, .txt হচ্ছে টেক্সট ফাইল ইত্যাদি। ফাইল এক্সটেনশন দেখার জন্য My Computer-এ ডবল ক্লিক করুন। এবার View মেনু [উইন্ডোজ ৯৮-এ] অথবা Tools মেনু [উইন্ডোজ এক্সপিতে] থেকে ফোল্ডার অপশনে ক্লিক করে ভিউ ট্যাবে ক্লিক করুন। Advanced Settings টেক্সটবক্সে Hide File Extensions for Known File Type-এ টিক মার্ক তুলে দিয়ে Ok করুন।

মো: এনামুল হক খান
৩৭৬, দিলু রোড, মগবাজার, ঢাকা
..........................................................................................

উইন্ডোজের গতি বাড়ানো

কমপিউটার চালানোর সময় বিভিন্ন প্রয়োজনে উইন্ডোজ কিছু ফাইল তৈরি করে, যা পরবর্তীতে উইন্ডোজের আর প্রয়োজন হয় না এবং ওই সব অপ্রয়োজনীয় ফাইলের জন্য উইন্ডোজ স্লো হয়ে যায়। তাই কমপিউটারের গতি বাড়ানোর জন্য ওই সব ফাইল মুছে ফেলা দরকার। কিন্তু নিচের কয়েকটি ধাপ অনুসরণ করে আপনি ওই সব অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলতে পারেন। ধাপগুলো হলো-

১. My Computer আইকনে রাইট ক্লিক করে Manage অপশন সিলেক্ট করুন।

২. Event Viewer-এ ক্লিক করে Expand করে Application-এ রাইট ক্লিক করুন এবং আবির্ভূত কনটেক্সট মেনু হতে Clear All Events অপশন সিলেক্ট করুন। সেভ করতে চাইলে No বাটনে ক্লিক করুন। একইভাবে নিচের সিস্টেমের ইভেন্টগুলো Clear করুন।

৩. এবার My Computer থেকে বের হয়ে এসে Start মেনু থেকে Run সিলেক্ট করে Text Box-এ %Temp% লিখে Enter করুন। সব ফাইল সিলেক্ট করে মুছে ফেলুন।

৪. একইভাবে StartRunTemp। সব ফাইল সিলেক্ট করে মুছে ফেলুন।

৫. StartRunRecent। সব ফাইল সিলেক্ট করে মুছে ফেলুন।

৬. StartRunPrefetch। সব ফাইল সিলেক্ট করে মুছে ফেলুন।

৭. StartRunTree। এবার নিজেই দেখুন আপনার কমপিউটারের গতি কতটা বেড়েছে।

নুরুননাহার তন্বী
ঢোলাদিয়া, ময়মনসিংহ
..........................................................................................

এমএস ওয়ার্ড-২০০৭-এর গুরুত্বপূর্ণ টিপস

মাইক্রোসফট ওয়ার্ডে আপনার অনেক গুরুত্বপূর্ণ তথ্যসম্বলিত ডকুমেন্ট থাকতে পারে যেগুলো অন্য কেউ এডিট করলে আপনার তথ্য হারিয়ে যাবে। আপনার ফাইল যাতে অন্য কেউ এডিট করতে না পারে সেজন্য দুটি পদ্ধতি সাধারণত ব্যবহার করা হয়, যাতে করে আপনার ডকুমেন্টকে শতভাগ সুরক্ষিত রাখতে পারেন। প্রথমটি হলো-

১. মেনুবার (রিবন)-এর রিভিউ ট্যাবে ক্লিক করুন, এর আগে আপনার ফাইলটি ওপেন করুন।

২. রিবনের ডানে Protect Document-এ ক্লিক করে Restrict Formating and Editing Select করুন।

৩. ডান দিকে আগত প্যানে I. Formating Restiction-এর নিচে Limit Formating to a Selection of Style-এর চেকবক্সটি চেক করে নিচেই Settings-এ ক্লিক করুন।

৪. এবার Styles-এর নিচের চেকবক্সটি চেক করুন, ফলে Chacked Styles are Currently Allowed শিরোনামে একটি বক্সে অনেকগুলো চেকবক্স থাকবে সেগুলো আনচেক করুন এবং Ok দিন।

৫. 2. Editing Restrictions-এর নিচের চেকবক্সটি চেক করুন এবং ড্রপডাউন মেনু থেকে No Changes (Read only) Select করে Yes, Start Enforcing Protection-এ ক্লিক করুন। ফলে একটি ডায়ালগবক্স আসবে।

৬. পাসওয়ার্ড রেডিও বাটন চেক করে পাসওয়ার্ড দিতে পারেন। এবার ওকে দিয়ে বের হয়ে আসুন। এখন আপনি ছাড়া আর কেউ এই ডকুমেন্ট এডিট করতে পারবে না। আপনি এডিট করার জন্য Stop Protection ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে, Ok দিন, ব্যাস Document আবার Editable হয়ে যাবে।

দ্বিতীয় পদ্ধতি হলো- অফিস বাটনে (উপরে বাম দিকে) ক্লিক করে PrepareEncrypt Document ক্লিক করুন। একটি ডায়ালগবক্স আসবে। এতে পাসওয়ার্ড দিন। ওকে করুন আবার ডায়ালগ বক্স আসবে। এতে পাসওয়ার্ডটি পুনরায় এন্টার করে ওকে দিয়ে বের হয়ে আসুন।

কমপিউটার দ্রুত চালু করা

১. স্টার্ট বাটন থেকে রান-এ যান, বক্সে msconfig লিখে এন্টার দিন। System Configuration Window আসবে।

২. Startup tab-এ ক্লিক করে কিছু চেকবক্স আনচেক করুন, যেমন yahoo messenger ইত্যাদি। সব চেকবক্স আনচেক করলে আরো দ্রুত পিসি চালু হবে। সবশেষে Apply দিয়ে Ok করুন।

মো: রেজওয়ানুল আলম
পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
২০০৯ - মে সংখ্যার হাইলাইটস
চলতি সংখ্যার হাইলাইটস