কমপিউটারের ব্যবহার বর্তমান বিশ্বে খুবই ব্যাপক। এই কমপিউটার চালানোর জন্য প্রথমেই প্রয়োজন বিদ্যুতের। সঠিকভাবে বিদ্যুৎ প্রবাহ পাওয়া না গেলে কমপিউটার চালনায় বিঘ্ন সৃষ্টি হয় বা কমপিউটারের-ই যথেষ্ট ক্ষতি সাধন হতে পারে। কী কী কারণে এই বৈদ্যুতিক ত্রুটি হতে পারে, সেগুলো কোনো কোনো ধরনের? বিশেষ করে কমপিউটারে বৈদ্যুতিক ত্রুটির কী কী প্রভাব এবং সেগুলোর জন্য কিরূপ প্রতিকারমূলক ব্যবস্থা নেয়া যেতে পারে সে সম্বন্ধে বিশদভাবে লিখেছেন, বিশিষ্ট কমপিউটার বিজ্ঞানী জহীর উদ্দিন হায়দার।