নিয়ত পরিবর্তনশীল কমপিউটার রাজ্যের একটি চমকপ্রদ সংযোজন ডিজিটাল সিগন্যাল প্রসেসিং (ডিএসপি) যা দু’দশক আগে মেমরি চিপ এবং মাইক্রোপ্রসেসরের আবিস্কারের মতই ইলেকট্রনিক্সে যুগান্তকারী মোড় পরিবর্তন বলে অনেক বিশেষজ্ঞ মনে করছেন। সবচেয়ে মজার ব্যাপার হলো ডিএসপি প্রযুক্তি জাপান বা এশিয়ার অন্য চার বাঘের কেউই আয়ত্ত করতে পারেনি ফলে ৭০ দশক থেকে এই দেশগুলো আমেরিকার নিত্য ব্যবহার্য ইলেকট্রনিক্স শিল্পকে যে শোচনীয় মার খাইয়েছে, তা হয়তো এখন পরিবর্তিত হবে। বিশ্বের ১৩২ বিলিয়ন ডলারের ইলেকট্রক্সি কোম্পানিগুলো দ্রুত এগিয়ে আসছে জাপানী এবং এশীয়ার অন্য চার বাঘকে টপকে। প্রায় প্রতিমাসেই এক বা একাধিক চমৎকার নতুন পণ্য সবাইকে তাক লাগাচ্ছে। ডিএসপি চিপ সেট প্রতিটি পণ্যকে দিচ্ছে অত্যন্ত সুলভে বিস্ময়কর কার্যকারিতা। ডিএসপি কিভাবে ইলেকট্রনিক্সে বিপ্লব সাধন করছে এবং নিত্য ব্যবহার্য দ্রব্যাদিতে ব্যবহার হয়ে কিভাবে এদের অধিকতর কার্যকার করে তুলছে, এবিষয়ে বিস্তারিত প্রতিবেদনটি লিখেছেন নাজীমউদ্দিন মোস্তান এবং মো: আবদুল কাদের।