বাইনারি যুক্তিবিদ্যায় ‘হা’ বা ‘না’ এ দুটো বিকল্পের যে কোনো একটিকে বেছে নিতে হয়। ‘ফাজি’ যুক্তিবিদ্যার বৈশিষ্ট্য হছে এ দুটি বিকল্প ছাড়াও অষ্পষ্ট বা অনিশ্চিত পরিস্থিততে কিংবা একাধিক বিকল্পের ক্ষেত্রেও কার্যকর হতে পারে। ফলিত গণিতের এই আধুনিক অধ্যায়টিকে অত্যন্ত সহজ ভাষায় লিখেছেন আবদুল হালিম।