ওয়ার্ডপ্রেস কি?
কম্পিউটার জগত ব্লগে যেসকল সম্মানিত ভিজিটরগন প্রতিনিয়ত ভিজিট করেন তাদের সকলকে আমার নতুন ব্লগ ‘ওয়ার্ডপ্রেস টিপস’ এ স্বাগতম। আমি অত্যন্ত আনন্দিত এরকম একটি প্লাটফর্ম পেয়ে যেখানে আমার নিজস্ব অভিজ্ঞতার আলোকে ওয়ার্ডপ্রেস সম্পর্কে বিভিন্ন টিপস ধারাবাহিকভাবে দিয়ে যাব বলে আশাকরি।
ওয়ার্ডপ্রেস ডট কম-এর কথা তাদের সকলেরই জানা যারা অন্তত পক্ষে ব্লগিং করতে পছন্দ করেন। আমার জানা মতে এই প্লাটফর্ম চালু হয় ২০০৩ সালে। এপর্যন্ত কমপক্ষে ২৩৮,৪৪১ (যখন এই পোস্টটি লেখা হয়)টি ব্লগ এখানে খোলা হয়েছে। তবে এতদিন এটা ছিল ইংরেজি সহ অন্যান্য ভাষায়। কিন্তু বর্তমানে এখানে বাংলাতেও ব্লগিং করা সম্ভব। আমার মূল উদ্দেশ্য ওয়ার্ডপ্রেস ডট কম হাইলাইট করা নয়। বরং এর বিভিন্ন টেকনিক্যাল সমস্যার সমাধান দেওয়া আমার উদ্দেশ্য।
এখন মূল বিষয়ে আসা যাক। আমি বিশেষ করে ওয়ার্ডপ্রেস ওপেন সোর্স ফ্রি সফটওয়্যারের বিষয় নিয়ে আলোচনা করব। ওয়ার্ডপ্রেস মূলতঃ একটি ব্লগ পাবলিশিং অ্যাপলিকেশনস ও কন্টেট ম্যানেজমেন্ট সিস্টেম। সাইট ওয়ার্ডপ্রেস ডট ওয়ার্গ-এর ডাউনলোড পেজ থেকে জিপ বা .tar.gzআপনার স্টোরেজ ড্রাইভে ডাউন লোড করুন।
এর পরের পর্ব জানানো হবে কিভাবে এটি আপনার কম্পিউটারে ইন্সটল করবেন এবং সে জন্য কি কি দরকার হবে। সুতরাং আমাদের সঙ্গেই থাকুন >>> চলবে